০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

উত্তাল পদ্মা নদীর ১৫ কেজির পাঙ্গাশ বিক্রি হলো ১৮ হাজার টাকায়

ফিরোজ আহমেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তাল পদ্মায় জেলেদের জালে প্রায় ১৮ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মাছটি ১৮ হাজার টাকায় এক ব্যাবসায়ী কিনে নেন। সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মায় পাবনার এলাকার প্রবীণ জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি বিক্রির জন্য সকাল ৯ টার দিকে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরি ঘাট এলাকার মুদি ব্যবসায়ী বারেক মৃধার ঘরের সামনে আনা হয়। সেখানে আড়তদার সৈকা মোল্লা পাঙাশটি উন্মুক্ত নিলামে তুললে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ১৭ হাজার ২৫০ টাকায় কিনে নেন ৫নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।

জেলে কৃষ্ণ হালদার জানান, তিনি সঙ্গীদের নিয়ে আজ সোমবার খুব ভোরে মাছ ধরতে পদ্মা নদীতে বের হন। সকাল ৭টার দিকে বাহির চর দৌলতদিয়ায় এলাকায় জাল গুটিয়ে নৌকায় তুলছিলেন। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় জাল তোলার সময় তেমন কিছু টের পাননি জেলেরা। পুরো জাল নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি পাঙাশ উঠেছে। অনেক দিন পর বড় পাঙাশ পাওয়ায় জেলেরা খুশিতে আত্মহারা।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার আরিফা-চাঁদনি মৎস্য ভান্ডারের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, বড় একটি পাঙাশ ধরা পড়ার খবর পেয়ে ৬ নম্বর ফেরি ঘাটে ছুটে যান। সেখানে আড়তদার সৈকা মোল্লা নিলামে তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে পাঙাশটি তিনি কিনে নেন। মাছটি ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। পরে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার এক ব্যাবসায়ীর নিকট ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় প্রচণ্ড স্রোত বইছে। বাতাসে নদী উত্তাল থাকায় বড় খুব একটা মাছ ধরা পড়ছে না। কয়েকদিন পর ১৫ কেজি ওজনের একটি পাঙাশ ধরা পড়ার খবরে জেলেদের পাশাপাশি তাঁরাও আনন্দিত। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়াল সহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরো বেশি পাওয়া যেত। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে বলে তিনি জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

উত্তাল পদ্মা নদীর ১৫ কেজির পাঙ্গাশ বিক্রি হলো ১৮ হাজার টাকায়

পোস্ট হয়েছেঃ ০৫:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২

ফিরোজ আহমেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তাল পদ্মায় জেলেদের জালে প্রায় ১৮ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মাছটি ১৮ হাজার টাকায় এক ব্যাবসায়ী কিনে নেন। সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মায় পাবনার এলাকার প্রবীণ জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি বিক্রির জন্য সকাল ৯ টার দিকে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরি ঘাট এলাকার মুদি ব্যবসায়ী বারেক মৃধার ঘরের সামনে আনা হয়। সেখানে আড়তদার সৈকা মোল্লা পাঙাশটি উন্মুক্ত নিলামে তুললে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ১৭ হাজার ২৫০ টাকায় কিনে নেন ৫নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।

জেলে কৃষ্ণ হালদার জানান, তিনি সঙ্গীদের নিয়ে আজ সোমবার খুব ভোরে মাছ ধরতে পদ্মা নদীতে বের হন। সকাল ৭টার দিকে বাহির চর দৌলতদিয়ায় এলাকায় জাল গুটিয়ে নৌকায় তুলছিলেন। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় জাল তোলার সময় তেমন কিছু টের পাননি জেলেরা। পুরো জাল নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি পাঙাশ উঠেছে। অনেক দিন পর বড় পাঙাশ পাওয়ায় জেলেরা খুশিতে আত্মহারা।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার আরিফা-চাঁদনি মৎস্য ভান্ডারের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, বড় একটি পাঙাশ ধরা পড়ার খবর পেয়ে ৬ নম্বর ফেরি ঘাটে ছুটে যান। সেখানে আড়তদার সৈকা মোল্লা নিলামে তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে পাঙাশটি তিনি কিনে নেন। মাছটি ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। পরে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার এক ব্যাবসায়ীর নিকট ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় প্রচণ্ড স্রোত বইছে। বাতাসে নদী উত্তাল থাকায় বড় খুব একটা মাছ ধরা পড়ছে না। কয়েকদিন পর ১৫ কেজি ওজনের একটি পাঙাশ ধরা পড়ার খবরে জেলেদের পাশাপাশি তাঁরাও আনন্দিত। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়াল সহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরো বেশি পাওয়া যেত। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে বলে তিনি জানান।