ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোয়ালন্দে ৫০তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবায়ীদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্বোধন করা হয়।
পরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালী ও উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক এর সভাপতিত্বে এবং কেএম সাইফুল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী। বিশেষ অতিথির বক্তব্য মধ্যে রাখেন, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ইউসিসিএ এর সভাপতি হামিদুল হক বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, কাউন্সিলর নাসির উদ্দিন রনি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার বিএম নুরুল হুদা।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবার উদ্যোক্তা বিউটি আক্তার, সুকুমার মন্ডল প্রমুখ।