ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা, গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমান মোল্লা (৭8) মারা গেছেন। বুধবার (০৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে সহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। বুধবার বিকেলে চর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাযা শেষে জমিদার ব্রীজ কবর স্থানে দাফন সম্পন্ন অনুষ্ঠিত হয়।
তাঁর বড় ছেলে কলেজ শিক্ষক আনিসুর রহমান মোল্লা জানান, আমার বাবা দীর্ঘ আড়াই বছর নানা ধরনের সমস্যায় ভুগছিলেন। কিছুদিন যাবত কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। আজ বুধবার সকালে তার অবস্থা হঠাৎ করেই খারাপ হলে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আরো বলেন, আমার বাবা গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রতিষ্ঠাতাসহ সভাপতি ছিলেন। তিনি ছোটভাকলা ইউনিয়ন পরিষদের তিন তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বাবার জন্য সকলের কাছে দোয়া চান তিনি।