০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনঃ গোয়ালন্দ কেন্দ্রে দুই ঘন্টায় একটিও ভোট পড়েনি

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে গোয়ালন্দের ভোট কেন্দ্রে বেলা ১১টার আগ পর্যন্ত শুন্য ছিল। ১১.০৫ মিনিটের দিকে প্রথম ভোট দিতে আসেন গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদ। গোয়ালন্দ পৌরসভা সহ উপজেলার চার ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৬৮টি। তার আগে দুই ঘন্টায় একটিও ভোট পড়েনি।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলামে অসুস্থ্যতার কারনে ভারতে চিকিৎসাধীন থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৮নম্বর ওয়ার্ডের সদস্য আজাদ মোল্লার নেতৃত্বে ১২ জন সদস্য ভোট দিতে আসেন। ১১.১০ মিনিটে প্রথম ভোট দেন দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজাদ মোল্লা।

আজাদ মোল্লা ভোট প্রদান শেষে প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, ‘এতক্ষণ আমাদের অনেক মূল্য ছিল। এই মাত্র ভোট প্রদানের পর থেকে তা কমে গেল। তবে প্রথম ভোট দিতে পেরে নিজের কাছে ভিআইপ, ভিআইপি মনে হচ্ছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। বাকি আল্লাহ ভরসা’।

বেলা ১১.২০ মিনিটের দিকে ভোট দিতে আসেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধার নেতৃত্বে ১৩ সদস্য। গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়। বেলা ২ টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলবে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মাহবুব জানান, সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হলেও দুই ঘন্টায় কোন ভোট পড়েনি। বেলা ১১.০৫ মিনিটে প্রথম ভোট দিতে আসেন দেবগ্রাম ইউনিয়ন পরিষদের ভোটারগন।

গোয়ালন্দ ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, সুষ্ঠ এবং শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে।

বেলা সাড়ে ১১টায় জীবনে প্রথম ইভিএম এ ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন।

প্রসঙ্গত, রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম সফিকুল মোরশেদ আরুজ (তাল গাছা)। তাঁর সাথে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিদ্রোহী প্রার্থী পাংশা পৌর আ.লীগের সহসভাপতি দীপক কুন্ডু (মোটর সাইকেল) ও ইমামুজ্জামান (আনারস)।

জেলা পরিষদ নির্বাচনে গোয়ালন্দ সহ পাঁচ উপজেলা, তিন পৌরসভাসহ ৪২টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৫৯৮ জন। এতে তিন চেয়ারম্যান, সংরক্ষিত ৭ জন এবং সাধারন সদস্য প্রার্থী রয়েছেন ১৮ জন। মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনঃ গোয়ালন্দ কেন্দ্রে দুই ঘন্টায় একটিও ভোট পড়েনি

পোস্ট হয়েছেঃ ০৯:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে গোয়ালন্দের ভোট কেন্দ্রে বেলা ১১টার আগ পর্যন্ত শুন্য ছিল। ১১.০৫ মিনিটের দিকে প্রথম ভোট দিতে আসেন গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদ। গোয়ালন্দ পৌরসভা সহ উপজেলার চার ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৬৮টি। তার আগে দুই ঘন্টায় একটিও ভোট পড়েনি।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলামে অসুস্থ্যতার কারনে ভারতে চিকিৎসাধীন থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৮নম্বর ওয়ার্ডের সদস্য আজাদ মোল্লার নেতৃত্বে ১২ জন সদস্য ভোট দিতে আসেন। ১১.১০ মিনিটে প্রথম ভোট দেন দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজাদ মোল্লা।

আজাদ মোল্লা ভোট প্রদান শেষে প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, ‘এতক্ষণ আমাদের অনেক মূল্য ছিল। এই মাত্র ভোট প্রদানের পর থেকে তা কমে গেল। তবে প্রথম ভোট দিতে পেরে নিজের কাছে ভিআইপ, ভিআইপি মনে হচ্ছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। বাকি আল্লাহ ভরসা’।

বেলা ১১.২০ মিনিটের দিকে ভোট দিতে আসেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধার নেতৃত্বে ১৩ সদস্য। গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়। বেলা ২ টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলবে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মাহবুব জানান, সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হলেও দুই ঘন্টায় কোন ভোট পড়েনি। বেলা ১১.০৫ মিনিটে প্রথম ভোট দিতে আসেন দেবগ্রাম ইউনিয়ন পরিষদের ভোটারগন।

গোয়ালন্দ ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, সুষ্ঠ এবং শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে।

বেলা সাড়ে ১১টায় জীবনে প্রথম ইভিএম এ ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন।

প্রসঙ্গত, রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম সফিকুল মোরশেদ আরুজ (তাল গাছা)। তাঁর সাথে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিদ্রোহী প্রার্থী পাংশা পৌর আ.লীগের সহসভাপতি দীপক কুন্ডু (মোটর সাইকেল) ও ইমামুজ্জামান (আনারস)।

জেলা পরিষদ নির্বাচনে গোয়ালন্দ সহ পাঁচ উপজেলা, তিন পৌরসভাসহ ৪২টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৫৯৮ জন। এতে তিন চেয়ারম্যান, সংরক্ষিত ৭ জন এবং সাধারন সদস্য প্রার্থী রয়েছেন ১৮ জন। মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।