০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গোয়ালন্দ থানা পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনের কাছে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৩ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো দৌলতদিয়া বাজার এলাকার আমজাদ মন্ডলের ছেলে রায়হান মন্ডল (২০), সোহরাব মন্ডল পাড়ার আবুল মোল্লার ছেলে সাগর মোল্লা (২০), বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার মনির ফকিরের ছেলে জুয়েল ফকির (২৮), সামছু মাষ্টার পাড়ার দুখু মিয়ার ছেলে আকাশ আহম্মেদ মন্ডল (২১) ও উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার খলিল সরদারের ছেলে ইমন সরদার (২০)।

তাদের কাছ থেকে থানা পুলিশ একটি চটের বস্তা, ৩০ ইঞ্চি লম্বা লোহার তৈরী একটি রামদা, তিনটি ধারালো ছুরি, একটি হাতুরী ও প্রায় ৫০ ইঞ্চি লম্বা একটি গাছের গুড়ি। এ সময় পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে আরো অন্তত ৯জন পালিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এস.আই) মুরাদ হোসেন জানান, শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে গোয়ালন্দ বাসষ্ট্যান্ডে অবস্থানকালে জানতে পারি ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন এলাকার কাছাকাছি তোরাপ শেখের পাড়ায় একদল দুর্বৃত্ত মহাসড়কে গাছির গুড়ি ফেলে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পাওয়ার পর তাৎক্ষনিকভাবে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরকে অবগত করলে অতিরিক্ত আরো পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়। পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনার কাছ থেকে হাতেনাতে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে উল্লেখিত দেশীয় অস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবাীর জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের মামলা দায়ের শেষে রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গোয়ালন্দ থানা পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

পোস্ট হয়েছেঃ ১০:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনের কাছে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৩ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো দৌলতদিয়া বাজার এলাকার আমজাদ মন্ডলের ছেলে রায়হান মন্ডল (২০), সোহরাব মন্ডল পাড়ার আবুল মোল্লার ছেলে সাগর মোল্লা (২০), বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার মনির ফকিরের ছেলে জুয়েল ফকির (২৮), সামছু মাষ্টার পাড়ার দুখু মিয়ার ছেলে আকাশ আহম্মেদ মন্ডল (২১) ও উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার খলিল সরদারের ছেলে ইমন সরদার (২০)।

তাদের কাছ থেকে থানা পুলিশ একটি চটের বস্তা, ৩০ ইঞ্চি লম্বা লোহার তৈরী একটি রামদা, তিনটি ধারালো ছুরি, একটি হাতুরী ও প্রায় ৫০ ইঞ্চি লম্বা একটি গাছের গুড়ি। এ সময় পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে আরো অন্তত ৯জন পালিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এস.আই) মুরাদ হোসেন জানান, শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে গোয়ালন্দ বাসষ্ট্যান্ডে অবস্থানকালে জানতে পারি ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন এলাকার কাছাকাছি তোরাপ শেখের পাড়ায় একদল দুর্বৃত্ত মহাসড়কে গাছির গুড়ি ফেলে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পাওয়ার পর তাৎক্ষনিকভাবে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরকে অবগত করলে অতিরিক্ত আরো পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়। পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনার কাছ থেকে হাতেনাতে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে উল্লেখিত দেশীয় অস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবাীর জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের মামলা দায়ের শেষে রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।