০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

‘রাজবাড়ী হেল্পলাইন’ এর ধর্ষণ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীমেইল ডেস্কঃ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন ‘রাজবাড়ী হেল্পলাইন’ এর আয়োজনে মঙ্গলবার বিকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের সদস্যরা ছাড়াও স্থানীয়রা অংশ গ্রহণ করেন।

বিকেল চারটায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে রাজবাড়ী হেল্পলাইন ফেসবুক পেজের অ্যাডমিন জয়ন্ত কুমার দাস, সাংবাদিক সোহেল মিয়া, কবি ও সাংবাদিক সুপ্তা চৌধুরী, সোনিয়া আক্তার ওরফে স্মৃতি ইসলাম, মিজানুর রহমান, পাভেল রহমান, হিটু মামুন প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিলও বের করে।

ঘন্টা ব্যাপী অনু্ষ্ঠিত মানববন্ধনে বক্তারা দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত অপরাধীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। রাজবাড়ী হেল্পলাইন সংগঠনের সদস্যরা সার্বক্ষণিকভাবে অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে ফেসবুকে সক্রিয় থাকছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

‘রাজবাড়ী হেল্পলাইন’ এর ধর্ষণ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ

পোস্ট হয়েছেঃ ০৬:৪৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন ‘রাজবাড়ী হেল্পলাইন’ এর আয়োজনে মঙ্গলবার বিকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের সদস্যরা ছাড়াও স্থানীয়রা অংশ গ্রহণ করেন।

বিকেল চারটায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে রাজবাড়ী হেল্পলাইন ফেসবুক পেজের অ্যাডমিন জয়ন্ত কুমার দাস, সাংবাদিক সোহেল মিয়া, কবি ও সাংবাদিক সুপ্তা চৌধুরী, সোনিয়া আক্তার ওরফে স্মৃতি ইসলাম, মিজানুর রহমান, পাভেল রহমান, হিটু মামুন প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিলও বের করে।

ঘন্টা ব্যাপী অনু্ষ্ঠিত মানববন্ধনে বক্তারা দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত অপরাধীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। রাজবাড়ী হেল্পলাইন সংগঠনের সদস্যরা সার্বক্ষণিকভাবে অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে ফেসবুকে সক্রিয় থাকছেন।