০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয়েছে দুর্গা পূজা

জীবন চক্রবর্তীঃ হিন্দু সম্প্রদায়ের পাঁচ দিন ব্যাপী সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা ২৬ অক্টোবর সোমবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয়েছে। অশ্রু ভেজা ভালোবাসায় দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানালো তাঁর অগণিত ভক্ত।
করোনা কালে কড়াকড়ি থাকলেও অন্যান্য বছরের মত এবারও প্রতিমা বিসর্জনের আগে কোনও কোনও মণ্ডপে ভক্তদের সিঁন্দুর ও আবির খেলায় মেতে উঠতে দেখা যায়। সোমবার সন্ধ্যার পরই রাজবাড়ীর বিভিন্ন উপজেলা তথা গোয়ালন্দে বিভিন্ন স্থানে পুকুর, নদী ও বিভিন্ন জলাশয়ে দুর্গাদেবীর প্রতিমার সাথে অন্যান্য প্রতিমা বিসর্জন দেওয়া হয়। দশমী উপলক্ষে সোমবার ছিল সরকারী ছুটির দিন। এই দিনটিকে বিজয়া দশমী বলার নানা কারণ রয়েছে৷ বেশ কিছু পৌরাণিক ব্যাখ্যাও রয়েছে এই বিষয়ে৷
এই দশমীকে বিজয়া বলার কারণ হল- ৯দিন ৯ রাত্রি ধরে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করে দশম দিনে দেবী জয়লাভ করেন৷ শ্রী চণ্ডির কাহিনি অনুসারে দেবী আবির্ভাব আর্শ্বিন মাসের কৃষ্ণ চতুর্দশীতে এবং শুক্লা দশমীতে মহিষাসুরকে বধ করেন৷ বিজয়া দশমী সেই বিজয়কেই চিহ্নিত করে৷ এ বছর দেবির দোলায় আগমন এবং গজে গমন।
ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয়েছে দুর্গা পূজা

পোস্ট হয়েছেঃ ০৭:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
জীবন চক্রবর্তীঃ হিন্দু সম্প্রদায়ের পাঁচ দিন ব্যাপী সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা ২৬ অক্টোবর সোমবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয়েছে। অশ্রু ভেজা ভালোবাসায় দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানালো তাঁর অগণিত ভক্ত।
করোনা কালে কড়াকড়ি থাকলেও অন্যান্য বছরের মত এবারও প্রতিমা বিসর্জনের আগে কোনও কোনও মণ্ডপে ভক্তদের সিঁন্দুর ও আবির খেলায় মেতে উঠতে দেখা যায়। সোমবার সন্ধ্যার পরই রাজবাড়ীর বিভিন্ন উপজেলা তথা গোয়ালন্দে বিভিন্ন স্থানে পুকুর, নদী ও বিভিন্ন জলাশয়ে দুর্গাদেবীর প্রতিমার সাথে অন্যান্য প্রতিমা বিসর্জন দেওয়া হয়। দশমী উপলক্ষে সোমবার ছিল সরকারী ছুটির দিন। এই দিনটিকে বিজয়া দশমী বলার নানা কারণ রয়েছে৷ বেশ কিছু পৌরাণিক ব্যাখ্যাও রয়েছে এই বিষয়ে৷
এই দশমীকে বিজয়া বলার কারণ হল- ৯দিন ৯ রাত্রি ধরে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করে দশম দিনে দেবী জয়লাভ করেন৷ শ্রী চণ্ডির কাহিনি অনুসারে দেবী আবির্ভাব আর্শ্বিন মাসের কৃষ্ণ চতুর্দশীতে এবং শুক্লা দশমীতে মহিষাসুরকে বধ করেন৷ বিজয়া দশমী সেই বিজয়কেই চিহ্নিত করে৷ এ বছর দেবির দোলায় আগমন এবং গজে গমন।