০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ৭ মার্চ উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ভাষন প্রতিযোগীতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা সদরের দাদশী ইউনিয়নের ভবদিয়া আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিযোগিতায় বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। রাতে অফিসার্স ক্লাবে জেলা প্রশাসনের আয়োজনে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালওয়র আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ভাষণ প্রতযোগিতা অনুষ্ঠিত হয়।

এদিকে সোমবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, জ্যেষ্ঠ সহসভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পৌরসভার মেয়র মো. আলমগীল শেখ তিতু সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি কাজী এরাদত আলী অসুস্থ্য হয়ে দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর জন্য দোয়া চাওয়া হয়। একই সাথে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবার ও সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়া রাতে জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিরুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে এম এ করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ কবির উদ্দিন বিশ্বাস, আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও স্বপ্নের রাজবাড়ী -এর চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতি। স্বপ্নের রাজবাড়ী’র সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৪ প্রতিযোগীর মাঝে প্রথম হয়েছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ শেখ, দ্বিতীয় হয়েছে দশম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌসি জুই ও তৃতীয় হয়েছে দশম শ্রেণীর ছাত্রী অঞ্জনা খাতুন। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক নৃতানুষ্ঠান ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে ৭ মার্চ উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পোস্ট হয়েছেঃ ১২:২৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ভাষন প্রতিযোগীতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা সদরের দাদশী ইউনিয়নের ভবদিয়া আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিযোগিতায় বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। রাতে অফিসার্স ক্লাবে জেলা প্রশাসনের আয়োজনে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালওয়র আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ভাষণ প্রতযোগিতা অনুষ্ঠিত হয়।

এদিকে সোমবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, জ্যেষ্ঠ সহসভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পৌরসভার মেয়র মো. আলমগীল শেখ তিতু সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি কাজী এরাদত আলী অসুস্থ্য হয়ে দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর জন্য দোয়া চাওয়া হয়। একই সাথে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবার ও সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়া রাতে জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিরুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে এম এ করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ কবির উদ্দিন বিশ্বাস, আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও স্বপ্নের রাজবাড়ী -এর চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতি। স্বপ্নের রাজবাড়ী’র সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৪ প্রতিযোগীর মাঝে প্রথম হয়েছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ শেখ, দ্বিতীয় হয়েছে দশম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌসি জুই ও তৃতীয় হয়েছে দশম শ্রেণীর ছাত্রী অঞ্জনা খাতুন। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক নৃতানুষ্ঠান ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।