নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় অতিদরিদ্রদের জন্য সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ জুন) সকাল ১০টা থেকে পৌরসভা চত্বরে এ চাল বিতরণ শুরু হয়। গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল চাল বিতরণের উদ্বোধন করেন।
জানা যায়, গোয়ালন্দ পৌরসভায় ৪ হাজার ৬২১ জনকে ভিজিএফ কর্মসূচির জনপ্রতি ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তদারিক কর্মকর্তা (ট্যাগ অফিসার) উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. নাসির উদ্দিন রনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর আলম শেখ, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ন কবির পলাশসহ পৌরসভার অন্যন্যা কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।