নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে পড়ে মো. ফিরোজ শেখ (২৮) নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটে এ দূর্ঘটনা ঘটে। নিহত তরুণ মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবালয় ৩ নং ট্রাক টার্মিনালের পাশে আসগর আলী শেখে’র ছেলে। সে সেলফি পরিবহনের সহকারীর কাজ করতেন।
লঞ্চ ঘাটে থাকা স্থানীয় কয়েকজন জানান, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে লঞ্চ ঘাটের পন্টুন থেকে হঠাৎ করে এক ব্যক্তি নদীতে পড়ে। তখন আশেপাশের লোকজন প্রাথমিকভাবে চেষ্টা করে উদ্ধার করতে ব্যার্থ হলে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও দৌলতদিয়া নৌ পুলিশ কে খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার পর গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও আরিচার ডুবুরি দল এসে ৯টার দিকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন পরে নিহত ব্যক্তির নাম ফিরোজ শেখ বলে পরিচয় নিশ্চিত করেন।
নিহত যুবকের পিতা আজগর আলী শেখ বলেন, আমার ছেলের ছোটবেলা থেকেই মৃগী রোগের সমস্যা ছিল।গতকাল বৃহস্পতিবার রাতে আমার এক আত্মীয়ের বাড়ি গোয়ালন্দে বেড়াতে গিয়েছিল। আজ সকালে বাড়ী ফেরার সময় দৌলতদিয়া লঞ্চ ঘাটের পন্টুনে লঞ্চের জন্য অপেক্ষা করার সময় মৃগী রোগ উঠলে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে তিনি ধারনা করছেন। তার ছেলে পাটুরিয়া সেলফি পরিবহনের সহকারী হিসেবে কাজ করতো বলেও তিনি জানান।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন এর লিডার মো. সাবেকুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পদ্মা নদীতে এক ব্যক্তি পড়ে যাওয়ার সংবাদ পেয়ে দ্রুত লঞ্চঘাটে পৌছেন। প্রথমে তারা নিজেরা পরে পাটুরিয়া ঘাট ষ্টেশনের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। ডুবুরি দল এসে ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা ব্যাপী তল্লাশি চালিয়ে নিখোঁজ ব্যক্তিকে সকাল ৯ টার দিকে উদ্ধার করে দৌলতদিয়া নৌ পুলিশের নিকট হস্তান্তর করেন।
এ প্রসঙ্গে দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন জানান, আমরা সংবাদ পাই সকাল সোয়া ৭টার দিকে লঞ্চঘাটে পন্টুন থেকে এক যুবক নদীতে পড়ে গেছে। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনকে জানাই। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাকে উদ্ধার করে। সে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় সেলফি পরিবহনের হেলপার হিসেবে কাজ করতো। মৃতদেহের সুরতহাল রিপোর্ট শেষ হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।