০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে ১০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দলঅভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে পোড়াভিটা এলাকায় মাদক ব্যবসায়ী শেখ হাসেমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বসতঘরের স্টিলের শোকেস এর মধ্য থেকে ১০০ পুড়িয়া যাহার ওজন ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত আসামি উত্তর দৌলতদিয়া পোড়াভিটার মৃত আব্দুর রহমান শেখের ছেলে শেখ হাসেম (৬০)। এই মামলার অপর আসামি মোছা. রোজী বেগম অভিযান কালে পালিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে দৌলতদিয়া পোরাভিটায় অভিযান পরিচালনা করি। আমাদের উপস্তিতি টের পেয়ে মামলার আসামী মোছা. রোজী বেগম পালিয়ে যেতে সক্ষম হলেও হাসেম শেখকে আটক করতে সক্ষম হই। তার দেয়া তথ্য মোতাবেক তার ঘরে থাকা শোকেসের মধ্যে থেকে ১০০ পুড়িয়া বা ১০ গ্রাম ওজনের হেরোইন জব্দ করি। আসামিকে নিয়মিত মামলা দায়ের পূর্বক গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করা হয় এবং আমি নিজে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করি।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে ১০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

পোস্ট হয়েছেঃ ০৮:০০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দলঅভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে পোড়াভিটা এলাকায় মাদক ব্যবসায়ী শেখ হাসেমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বসতঘরের স্টিলের শোকেস এর মধ্য থেকে ১০০ পুড়িয়া যাহার ওজন ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত আসামি উত্তর দৌলতদিয়া পোড়াভিটার মৃত আব্দুর রহমান শেখের ছেলে শেখ হাসেম (৬০)। এই মামলার অপর আসামি মোছা. রোজী বেগম অভিযান কালে পালিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে দৌলতদিয়া পোরাভিটায় অভিযান পরিচালনা করি। আমাদের উপস্তিতি টের পেয়ে মামলার আসামী মোছা. রোজী বেগম পালিয়ে যেতে সক্ষম হলেও হাসেম শেখকে আটক করতে সক্ষম হই। তার দেয়া তথ্য মোতাবেক তার ঘরে থাকা শোকেসের মধ্যে থেকে ১০০ পুড়িয়া বা ১০ গ্রাম ওজনের হেরোইন জব্দ করি। আসামিকে নিয়মিত মামলা দায়ের পূর্বক গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করা হয় এবং আমি নিজে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করি।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।