০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্র নিহতের ঘটনায় হত্যা মামলা, মা ও ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জমি নিয়ে বিরোধের জেরে গত শনিবার (১৫ মে) দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে স্কুলছাত্র তুষার শেখ (১৯) নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। স্কুলছাত্রের বাবা আসলাম শেখ বাদী হয়ে রোববার বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে।

মামলায় আসলাম শেখের ছোট ভাই পলাশ শেখ (৪৫), পলাশের স্ত্রী ফেরদৌসি আক্তার (৩৬), তাঁদের ছেলেসহ (১৪) সাতজনকে আসামি করা হয়েছে। তাঁদের বাড়ি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া গ্রামে। এর আগে এ ঘটনায় শনিবার ফেরদৌসি আক্তার ও তাঁর ছেলেকে পুলিশ আটক করেছিল। রোববার বিকেলে তাঁদের ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ী আদালতে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাই আসলাম শেখ ও পলাশ শেখের মধ্যে বিরোধ চলে আসছে। দুই ভাইয়ের বাড়ি পাশাপাশি। পলাশ একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। এ কারণে তিনি বাড়িতে থাকেন না। বাড়িতে থাকেন তাঁর স্ত্রী ও ছেলে। অন্যদিকে বড় ভাই আসলাম কৃষিকাজ করায় পরিবারের সবাই বাড়িতে থাকেন। ঈদের ছুটিতে বাড়িতে আসেন পলাশ।

ঈদের পরদিন শনিবার সকালে জমি নিয়ে দুই ভাইয়ের পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পলাশের পরিবারের সদস্যদের ছুরিকাঘাতে আসলামের ছেলে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তুষার গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেন। এ সময় চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এস.আই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মামুন মিয়া বলেন, এ ঘটনায় স্কুলছাত্র তুষারের বাবা বাদী হয়ে ভাতিজাকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। বাকি পলাতক আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে কাজ করছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

জমি নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্র নিহতের ঘটনায় হত্যা মামলা, মা ও ছেলে গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৯:৫৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জমি নিয়ে বিরোধের জেরে গত শনিবার (১৫ মে) দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে স্কুলছাত্র তুষার শেখ (১৯) নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। স্কুলছাত্রের বাবা আসলাম শেখ বাদী হয়ে রোববার বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে।

মামলায় আসলাম শেখের ছোট ভাই পলাশ শেখ (৪৫), পলাশের স্ত্রী ফেরদৌসি আক্তার (৩৬), তাঁদের ছেলেসহ (১৪) সাতজনকে আসামি করা হয়েছে। তাঁদের বাড়ি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া গ্রামে। এর আগে এ ঘটনায় শনিবার ফেরদৌসি আক্তার ও তাঁর ছেলেকে পুলিশ আটক করেছিল। রোববার বিকেলে তাঁদের ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ী আদালতে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাই আসলাম শেখ ও পলাশ শেখের মধ্যে বিরোধ চলে আসছে। দুই ভাইয়ের বাড়ি পাশাপাশি। পলাশ একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। এ কারণে তিনি বাড়িতে থাকেন না। বাড়িতে থাকেন তাঁর স্ত্রী ও ছেলে। অন্যদিকে বড় ভাই আসলাম কৃষিকাজ করায় পরিবারের সবাই বাড়িতে থাকেন। ঈদের ছুটিতে বাড়িতে আসেন পলাশ।

ঈদের পরদিন শনিবার সকালে জমি নিয়ে দুই ভাইয়ের পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পলাশের পরিবারের সদস্যদের ছুরিকাঘাতে আসলামের ছেলে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তুষার গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেন। এ সময় চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এস.আই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মামুন মিয়া বলেন, এ ঘটনায় স্কুলছাত্র তুষারের বাবা বাদী হয়ে ভাতিজাকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। বাকি পলাতক আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে কাজ করছে।