০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

যুবলীগ নেতার বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে মামলা

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে যুবলীগ নেতার বিরুদ্ধে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার রাতে ওই স্কুল ছাত্রীর বাবা গোয়ালন্দ ঘাট থানায় যুবলীগ নেতা আশরাফ হোসেন সহ তাঁর দুই সহযোগীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন। সে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ড সদস্য। উপজেলা যুবলীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক বলে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা যুবলীগ সভাপতি মো. ইউনুস মোল্লা।

অভিযোগে স্কুল ছাত্রীর বাবা উল্লেখ করেন, তাঁর মেয়ে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াশুনা করে। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে মাঝেমধ্যে যুবলীগ নেতা আশরাফসহ তার সঙ্গীরা উত্যক্ত করতো। বিষয়টি জানার পর পরিবারকে অবগত করেন। কিন্তু এতে থেমে না বরং আরো বাড়তে থাকে। গত ৩১ মে সকালে তাঁর মেয়ে প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়ে বাড়ির সামনে ঢাকা-খুলনা মহাসড়কের সামনে রিক্সার জন্য অপেক্ষা করছিল। এমন সময় একটি মাইক্রোবাসে করে আশরাফ ও তার দুই সহযোগিসহ তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। প্রথম দিকে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে মেয়েকে ফিরিয়ে দিতে চেষ্টা করা হলেও কোন সমাধান না পাওয়ায় থানায় মামলা করতে বাধ্য হন।

স্থানীয় কয়েকজন জানান, ওই স্কুল ছাত্রীর পরিবারের সাথে আশরাফের পারিবারিক আতœীয়তার কারণে ঘনিষ্ঠতা বাড়ে। এতে উভয়ের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। প্রেমের কারণে তারা উভয়ে একত্রে পালিয়ে গেছে বলে জানায়। তবে এ বিষয়ে বক্তব্য নিতে ইউপি সদস্য আশরাফের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা গত সোমবার (১ জুন) রাতে আশরাফ হোসেন (৩৩), জোচন প্রামানিক (৩০) ও আজিজুল প্রামানিক (২২) নামের তিন জনকে অভিযুক্ত করে একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। স্কুল ছাত্রীকে উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

যুবলীগ নেতার বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে মামলা

পোস্ট হয়েছেঃ ০৬:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে যুবলীগ নেতার বিরুদ্ধে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার রাতে ওই স্কুল ছাত্রীর বাবা গোয়ালন্দ ঘাট থানায় যুবলীগ নেতা আশরাফ হোসেন সহ তাঁর দুই সহযোগীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন। সে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ড সদস্য। উপজেলা যুবলীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক বলে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা যুবলীগ সভাপতি মো. ইউনুস মোল্লা।

অভিযোগে স্কুল ছাত্রীর বাবা উল্লেখ করেন, তাঁর মেয়ে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াশুনা করে। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে মাঝেমধ্যে যুবলীগ নেতা আশরাফসহ তার সঙ্গীরা উত্যক্ত করতো। বিষয়টি জানার পর পরিবারকে অবগত করেন। কিন্তু এতে থেমে না বরং আরো বাড়তে থাকে। গত ৩১ মে সকালে তাঁর মেয়ে প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়ে বাড়ির সামনে ঢাকা-খুলনা মহাসড়কের সামনে রিক্সার জন্য অপেক্ষা করছিল। এমন সময় একটি মাইক্রোবাসে করে আশরাফ ও তার দুই সহযোগিসহ তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। প্রথম দিকে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে মেয়েকে ফিরিয়ে দিতে চেষ্টা করা হলেও কোন সমাধান না পাওয়ায় থানায় মামলা করতে বাধ্য হন।

স্থানীয় কয়েকজন জানান, ওই স্কুল ছাত্রীর পরিবারের সাথে আশরাফের পারিবারিক আতœীয়তার কারণে ঘনিষ্ঠতা বাড়ে। এতে উভয়ের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। প্রেমের কারণে তারা উভয়ে একত্রে পালিয়ে গেছে বলে জানায়। তবে এ বিষয়ে বক্তব্য নিতে ইউপি সদস্য আশরাফের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা গত সোমবার (১ জুন) রাতে আশরাফ হোসেন (৩৩), জোচন প্রামানিক (৩০) ও আজিজুল প্রামানিক (২২) নামের তিন জনকে অভিযুক্ত করে একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। স্কুল ছাত্রীকে উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছে।