০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় সকালে ভিড়, দুপুরে গাড়ি ও মানুষের চাপ কমে ঘাট ফাঁকা

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ সরকারের পূর্ব ঘোষনা অনুযায়ী শুক্রবার ভোর ৬টা থেকে সারা দেশে কঠোর বিধি নিষেধ শুরু হয়েছে। অতিব জরুরি, রোগীবাহী এ্যাম্বুলেন্স ছাড়া সাধারণ কোন গাড়ি, মানুষ চলাচলে বিধি নিষেধ রয়েছে। তবে এর মধ্যে ঈদ করতে গ্রামে যাওয়া অনেকে নিজ কর্মস্থল বা শহরে ছুটতে শুরু করে।

শুক্রবার ভোর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা বিভিন্ন ধরনের যানবাহনের পাশাপাশি মানুষের ভিড় থাকে। বেলা বাড়ার সাথে পরিবহন বা মানুষের চাপ কমতে থাকায় বেলা ১১টার পর দৌলতদিয়া ঘাট অনেকটা ফাঁকা হয়ে যায়। এখন জরুরি গাড়ি, এ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী গাড়ি পারাপার হচ্ছে। সাথে নেহাত বিপাকে পড়ে আসা কিছু মানুষ পারাপার হচ্ছে। এছাড়া সকাল ৬টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার নদী পাড়ি দিতে আসা ঢাকামুখী বিভিন্ন যানবাহনের লম্বা লাইন পড়ে। ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরি ঘাট থেকে যানবাহনের লাইন গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ড ছাড়িয়ে ৭ কিলোমিটার লম্বা হয়। ছোট-বড় ১৬টি ফেরি নিয়মিত চলায় রাতভর পারাপারে গাড়ির চাপ কমতে থাকে। ঘাটে আসা দূরপাল্লার নৈশ কোচ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত পাড়ি দেয়। প্রাইভেটকার, মাইক্রোবাস সাথে অসংখ্য মানুষও সকালেও পারাপার হয়। বেলা ১১টার পর যানবাহন কমে মহাসড়ক ফাঁকা হতে থাকে। ফেরি ঘাটে মানুষজনের ভিড়ও কমে অনেকটা ফাঁকা হয়ে যায়। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাট ফাঁকা অবস্থায় দেখা যায়।

ঘাট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী কামাল হোসেন বলেন, শুক্রবার ভোর থেকে বেলা ১০টা পর্যন্ত মহাসড়কে ফেরি ঘাট এলাকায় প্রায় দুই কিলোমিটার লম্বা লাইনে যাত্রীবাহি পরিবহন, পণ্যবাহিসহ বিভিন্ন ধরনের গাড়ি ফেরিতে ওঠার অপেক্ষায় থাকে। বেলা ১০টার পর থেকে মহাসড়ক ফাঁকা হতে থাকে। ফেরি ঘাটেও মানুষজনের ভিড় কমতে থাকে। বেলা ১১টার দিকে ঘাট এলাকায় তেমন যানবাহন বা মানুষজনের চাপ নেই বললেই চলে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, সকাল ৯টা পর্যন্ত ১৪টি ফেরি দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাটে আটকে থাকা গাড়ি পারাপার করে। এখন উভয় ঘাটে গাড়ির চাপ না থাকায় কর্তৃপক্ষের সিদ্ধান্তে রো রো এবং ইউটিলিটি ফেরি রাখা হয়েছে। একটি মাত্র কেটাইপ ফেরি ভিআইপি পারাপারের ক্ষেত্রে প্রস্তুত রাখা হয়েছে। আইন শৃঙ্খলাবাহিনী এবং প্রশাসনের চেক পোস্ট অতিক্রম করে আসা গাড়ি ফেরিতে পারাপার হবে। যাত্রী পারাপারে নিষেধ রয়েছে বলেও তিনি জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় সকালে ভিড়, দুপুরে গাড়ি ও মানুষের চাপ কমে ঘাট ফাঁকা

পোস্ট হয়েছেঃ ১০:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ সরকারের পূর্ব ঘোষনা অনুযায়ী শুক্রবার ভোর ৬টা থেকে সারা দেশে কঠোর বিধি নিষেধ শুরু হয়েছে। অতিব জরুরি, রোগীবাহী এ্যাম্বুলেন্স ছাড়া সাধারণ কোন গাড়ি, মানুষ চলাচলে বিধি নিষেধ রয়েছে। তবে এর মধ্যে ঈদ করতে গ্রামে যাওয়া অনেকে নিজ কর্মস্থল বা শহরে ছুটতে শুরু করে।

শুক্রবার ভোর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা বিভিন্ন ধরনের যানবাহনের পাশাপাশি মানুষের ভিড় থাকে। বেলা বাড়ার সাথে পরিবহন বা মানুষের চাপ কমতে থাকায় বেলা ১১টার পর দৌলতদিয়া ঘাট অনেকটা ফাঁকা হয়ে যায়। এখন জরুরি গাড়ি, এ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী গাড়ি পারাপার হচ্ছে। সাথে নেহাত বিপাকে পড়ে আসা কিছু মানুষ পারাপার হচ্ছে। এছাড়া সকাল ৬টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার নদী পাড়ি দিতে আসা ঢাকামুখী বিভিন্ন যানবাহনের লম্বা লাইন পড়ে। ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরি ঘাট থেকে যানবাহনের লাইন গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ড ছাড়িয়ে ৭ কিলোমিটার লম্বা হয়। ছোট-বড় ১৬টি ফেরি নিয়মিত চলায় রাতভর পারাপারে গাড়ির চাপ কমতে থাকে। ঘাটে আসা দূরপাল্লার নৈশ কোচ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত পাড়ি দেয়। প্রাইভেটকার, মাইক্রোবাস সাথে অসংখ্য মানুষও সকালেও পারাপার হয়। বেলা ১১টার পর যানবাহন কমে মহাসড়ক ফাঁকা হতে থাকে। ফেরি ঘাটে মানুষজনের ভিড়ও কমে অনেকটা ফাঁকা হয়ে যায়। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাট ফাঁকা অবস্থায় দেখা যায়।

ঘাট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী কামাল হোসেন বলেন, শুক্রবার ভোর থেকে বেলা ১০টা পর্যন্ত মহাসড়কে ফেরি ঘাট এলাকায় প্রায় দুই কিলোমিটার লম্বা লাইনে যাত্রীবাহি পরিবহন, পণ্যবাহিসহ বিভিন্ন ধরনের গাড়ি ফেরিতে ওঠার অপেক্ষায় থাকে। বেলা ১০টার পর থেকে মহাসড়ক ফাঁকা হতে থাকে। ফেরি ঘাটেও মানুষজনের ভিড় কমতে থাকে। বেলা ১১টার দিকে ঘাট এলাকায় তেমন যানবাহন বা মানুষজনের চাপ নেই বললেই চলে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, সকাল ৯টা পর্যন্ত ১৪টি ফেরি দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাটে আটকে থাকা গাড়ি পারাপার করে। এখন উভয় ঘাটে গাড়ির চাপ না থাকায় কর্তৃপক্ষের সিদ্ধান্তে রো রো এবং ইউটিলিটি ফেরি রাখা হয়েছে। একটি মাত্র কেটাইপ ফেরি ভিআইপি পারাপারের ক্ষেত্রে প্রস্তুত রাখা হয়েছে। আইন শৃঙ্খলাবাহিনী এবং প্রশাসনের চেক পোস্ট অতিক্রম করে আসা গাড়ি ফেরিতে পারাপার হবে। যাত্রী পারাপারে নিষেধ রয়েছে বলেও তিনি জানান।