০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সেরা সাঁতারু হলেন রাজবাড়ীর সামিউল

মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর কৃতি সাঁতারু সামিউল ইসলাম রাফির বয়স মাত্র ১৭ বছর। এরই মাঝে গত ২৯ মার্চ বাংলাদেশ নৌবাহিনীর হয়ে দ্বিতীয় বারের মতো জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই নিজেকে উজ্জ্বল করে তুলেছেন তিনি। সে বঙ্গবন্ধু জাতীয় সাঁতার, ডাইভিং ওয়াটার পোলো প্রতিযোগিতায় রেকর্ড গড়ে ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন

রাফি রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মৃত আব্দুল খালেক শিমলা ইয়াসমিন দম্পতির একমাত্র ছেলে। নৌবাহিনীর হয়ে ২য় বারের মতো জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশীপে অংশ নিয়ে সে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছে ২৭.৩৮ সেকেন্ড সময় নিয়ে, যা আগের রেকর্ডের চেয়ে দশমিক ৩৪ সেকেন্ড কম।

২০১৬ সালে প্রতিভা অন্বেষণ কর্মসূচীতে দেশব্যাপী সেরা সাঁতারুর খোঁজে নেমেছিল সাঁতার ফেডারেশন। নিজ এলাকায় মাইকিং শুনে রাজবাড়ী সুইমিং পুলে গিয়ে সেই প্রতিযোগিতায় নাম লেখায় রাফি। সেখানে ১ম হয়ে ধারাবাহিক কয়েক ধাপের পরীক্ষা শেষে সাঁতার ফেডারেশনের অধীনে প্রায় ৩বছর মেয়াদী অনুশীলনের সুযোগ পেয়ে যায়। এভাবেই তার উঠে আসা। সাঁতারের পাশাপাশি সে ডাইভিং ওয়াটার পোলো প্রতিযোগিতাতেও রেকর্ড গড়েছে।

সামিউল ইসলাম রাফি বলেন, আমি পর্যন্ত আসার জন্য অনেক পরিশ্রম করেছি। অনেক সময় না খেয়েও থেকেছি। আমি যাদের কাছ থেকে সাঁতারের বিভিন্ন বিষয় শিখেছি, তাদেরকে হারিয়েই প্রথম হয়েছি। আমার লক্ষ্য, ২৬.০৫ সেকেন্ড টাইমিং করে বিশ্ব চ্যাম্পিয়নশীপে সরাসরি জায়গা করে নেয়া।

রাফিকে নিয়ে বাজী ধরতে রাজি নৌবাহিনীর কোচ সাবেক জাতীয় সাঁতারু রুবেল রানা। তিনি বলেন, ওর এত সুন্দর উচ্চতা আর এখনই যে টাইমিং তাতে ভবিষ্যতে ওর বড় সাঁতারু না হওয়ার কোন কারণ দেখি না

রাফির মা শিমলা ইয়াসমিন বলেন, ওর বয়স যখন মাত্র মাস তখন সড়ক দুর্ঘটনায় ওর বাবা মারা যায়। অনেক কষ্টে ওকে বড় করেছি। শিশুসন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য চাকরি নিয়েছি এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকে। আবার ছেলের বেড়ে ওঠার সময়টায় তাঁর সঙ্গে থাকতে পারছেন না বলে ছেড়েছেন সেই চাকরিও। মাস বয়সে বাবা হারানো সেই সামিউল ইসলাম এখন তার বয়স ১৭। বঙ্গবন্ধু জাতীয় সাঁতার, ডাইভিং ওয়াটার পোলো প্রতিযোগিতায় আজ রেকর্ড গড়েছে দুঃখী মায়ের অন্ধের যষ্টি এই সামিউল। ওর সাফল্য আমার সব দুঃখকষ্ট ভুলিয়ে দিয়েছে। এখনই কামাই করে নিজে চলে, আমাকে চালায়। ওর টাকা দিয়ে বাড়ীতে ঘর দিয়েছি। এতটুকু ছেলের কাছে আমি আর কী চাইতে পারি ?

উল্লেখ্য, সামিউল ইসলাম রাফি বর্তমানে বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক (মানবিক) ২য় বর্ষের শিক্ষার্থী

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

সেরা সাঁতারু হলেন রাজবাড়ীর সামিউল

পোস্ট হয়েছেঃ ১১:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২

মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর কৃতি সাঁতারু সামিউল ইসলাম রাফির বয়স মাত্র ১৭ বছর। এরই মাঝে গত ২৯ মার্চ বাংলাদেশ নৌবাহিনীর হয়ে দ্বিতীয় বারের মতো জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই নিজেকে উজ্জ্বল করে তুলেছেন তিনি। সে বঙ্গবন্ধু জাতীয় সাঁতার, ডাইভিং ওয়াটার পোলো প্রতিযোগিতায় রেকর্ড গড়ে ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন

রাফি রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মৃত আব্দুল খালেক শিমলা ইয়াসমিন দম্পতির একমাত্র ছেলে। নৌবাহিনীর হয়ে ২য় বারের মতো জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশীপে অংশ নিয়ে সে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছে ২৭.৩৮ সেকেন্ড সময় নিয়ে, যা আগের রেকর্ডের চেয়ে দশমিক ৩৪ সেকেন্ড কম।

২০১৬ সালে প্রতিভা অন্বেষণ কর্মসূচীতে দেশব্যাপী সেরা সাঁতারুর খোঁজে নেমেছিল সাঁতার ফেডারেশন। নিজ এলাকায় মাইকিং শুনে রাজবাড়ী সুইমিং পুলে গিয়ে সেই প্রতিযোগিতায় নাম লেখায় রাফি। সেখানে ১ম হয়ে ধারাবাহিক কয়েক ধাপের পরীক্ষা শেষে সাঁতার ফেডারেশনের অধীনে প্রায় ৩বছর মেয়াদী অনুশীলনের সুযোগ পেয়ে যায়। এভাবেই তার উঠে আসা। সাঁতারের পাশাপাশি সে ডাইভিং ওয়াটার পোলো প্রতিযোগিতাতেও রেকর্ড গড়েছে।

সামিউল ইসলাম রাফি বলেন, আমি পর্যন্ত আসার জন্য অনেক পরিশ্রম করেছি। অনেক সময় না খেয়েও থেকেছি। আমি যাদের কাছ থেকে সাঁতারের বিভিন্ন বিষয় শিখেছি, তাদেরকে হারিয়েই প্রথম হয়েছি। আমার লক্ষ্য, ২৬.০৫ সেকেন্ড টাইমিং করে বিশ্ব চ্যাম্পিয়নশীপে সরাসরি জায়গা করে নেয়া।

রাফিকে নিয়ে বাজী ধরতে রাজি নৌবাহিনীর কোচ সাবেক জাতীয় সাঁতারু রুবেল রানা। তিনি বলেন, ওর এত সুন্দর উচ্চতা আর এখনই যে টাইমিং তাতে ভবিষ্যতে ওর বড় সাঁতারু না হওয়ার কোন কারণ দেখি না

রাফির মা শিমলা ইয়াসমিন বলেন, ওর বয়স যখন মাত্র মাস তখন সড়ক দুর্ঘটনায় ওর বাবা মারা যায়। অনেক কষ্টে ওকে বড় করেছি। শিশুসন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য চাকরি নিয়েছি এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকে। আবার ছেলের বেড়ে ওঠার সময়টায় তাঁর সঙ্গে থাকতে পারছেন না বলে ছেড়েছেন সেই চাকরিও। মাস বয়সে বাবা হারানো সেই সামিউল ইসলাম এখন তার বয়স ১৭। বঙ্গবন্ধু জাতীয় সাঁতার, ডাইভিং ওয়াটার পোলো প্রতিযোগিতায় আজ রেকর্ড গড়েছে দুঃখী মায়ের অন্ধের যষ্টি এই সামিউল। ওর সাফল্য আমার সব দুঃখকষ্ট ভুলিয়ে দিয়েছে। এখনই কামাই করে নিজে চলে, আমাকে চালায়। ওর টাকা দিয়ে বাড়ীতে ঘর দিয়েছি। এতটুকু ছেলের কাছে আমি আর কী চাইতে পারি ?

উল্লেখ্য, সামিউল ইসলাম রাফি বর্তমানে বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক (মানবিক) ২য় বর্ষের শিক্ষার্থী