মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুরে খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবর স্যালাইন বিতরণ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শেখ সুলতান মাসুদ। গত কয়েক দিনের তীব্র তাপদাহ ও গরমে ফরিদপুরের জনজীবন ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তাদের কথা চিন্তা করে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ সুলতান মাসুদ ঠান্ডা
পানি ও স্যালাইন বিতরণ করেছেন।
বুধবার (১মে) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত রাস্তার অটোচালক, রিকশাচালক, পথচারী ও খেটে খাওয়া ৬ শতাধিক মানুষের মাঝে তিনি পানি ও স্যালাইন বিতরণ করেন।এ সময় ছাত্রদল নেতা তোয়াছিন হাসান বিন,আবুল কালাম আজাদদ্বীপ,তৈয়েবুর রহমান কাদিন,তন্ময়,মেহরাব হোসেন,সাগর হাসানসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দল নেতা শেখ সুলতান মাসুদ জানান, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগসহ যে কোন দূর্যোগের সময় সব সময় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল জেলার খেটে খাওয়া ও দু:স্থ্য মানুষের পাশে আছে এবং ভবিৎতেও মানুষের পাশে দাড়াবে।মানুষের কল্যান করাই তাদের লক্ষ।