মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত ইদ্রিস আলী শেখ এর ১২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১২ টার দিকে কলেজ চত্বরে দোয়া মাহফিলের আয়োহন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি, রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য-৩৩৪ আসন সালমা চৌধুরী রুমা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মো. আয়ুব আলী সরদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও প্রয়াত ইদ্রিস আলী শেখ এর বড় ছেলে শেখ মো. নিজাম সহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্রীবৃন্দ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কলেজের প্রতিষ্ঠাতা মরহুম ইদ্রিস আলী সেক একজন সৎ, দান বীর এবং উদ্যোক্তা মানুষ ছিলেন। তিনি সব সময় মানুষের বিপদে আপদে পাশে থেকেছেন। এই কলেজ প্রতিষ্ঠার জন্য বিশাল পরিমান জায়গা নিজের অংশ থেকে স্বেচ্ছায় দান করে ছিলেন। এই কলেজ প্রতিষ্ঠা করতে নিজেই বিভিন্ন কাজ করেছিলেন। কখনো বাড়ি বাড়ি গিয়ে ছাত্রী যোগাড় করেছেন, কখনো শিক্ষক যোগাড় করেছেন।
তিনি মৃত্যুর পূর্বে এমন পরিশ্রম করেছিলেন বলেই আজ ধীরে ধীরে আমাদের এই কলেজ একটি বিশাল বড় আকার ধারন করেছে। প্রতিষ্ঠাতার বিশাল ত্যাগের মাধ্যমে আমরা আমাদের গোয়ালন্দ উপজেলায় আজ একটি মহিলা কলেজ পেয়েছি। যেই কলেজ থেকে প্রতি বছর অসংখ্য ছাত্রীরা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠে। আলোচনা সভা শেষে উপস্থিত সকলেই মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।