নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৩৩০জন ইমাম, মুয়াজ্জিন ও নারী শিক্ষিকাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনু্ষ্ঠানের আয়োজন করে গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটি। উপজেলার উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উদ্যোগে উপহার সামগ্রী প্রদান করা হয়।
মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে ২৯০ জন ঈমাম, মুয়াজ্জিন ও ইসলামি ফান্ডেশন পরিচালিত গণশিক্ষা কার্যক্রমের ৪০ জন শিক্ষিকা সহ মোট ৩৩০ জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে দোয়া মাহফিল শেষে ইফতার সামগ্রীও বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ইমাম, মুয়াজ্জিনের হাতে পায়জামা ও পাঞ্জাবি এবং নারী শিক্ষিকাদের মাঝে বোরকার কাপড় তুলে দেওয়া হয়।
উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মো. আজম আহমাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, গোয়ালন্দ পৌরসভার প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক, কাউন্সিলর নাসির উদ্দিন রনি, আরজামিয়া নিজামিয়া কওমী মাদরাসার উপাধ্যক্ষ মুফতি মাওলানা মো. শামসুল হক, মুফতি রুহুল আমিন, মুফতি হোসাইন প্রমুখ।