০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের পদ্মার চরে কাঁদামাটিতে পুতে রাখা দুই হাত বিচ্ছিন্ন তরুনের লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টারঃ সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাওয়ালজানি এলাকার দুর্গম পদ্মার চরে কাঁদা মাটিতে অর্ধেক পুতে রাখা এক তরুণের দুই হাত বিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সকালে এলাকার লোকজন নদীর পাড় দিয়ে যাওয়ার সময় লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে অবগত করেন।

পুলিশ বলছে উদ্ধার হওয়া লাশের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত হিসেবেই লাশের ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্থানীয় একটি পরিবারের দাবী, পাঁচ দিন আগে নিখোঁজ তরুণ মো. মিরাজ খার (১৬) লাশ। সে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া গ্রামের সিরাজ খার ছেলে এবং দৌলতদিয়া মডেল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও এলাকার কয়েকজন জানান, সোমবার (৩১ আগষ্ট) বেলা দশটার দিকে উপজেলার দেবগ্রাম ইউপির কাওয়ালজানি এলাকার পদ্মা নদীর দুর্গম চর দিয়ে এলাকার কয়েকজন যাওয়ার সময় কাঁদাপানিতে অর্ধেক পুতে রাখা একটি লাশ দেখতে পায়। বিষয়টি তাৎক্ষনিক দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলামকে অবগত করলে তিনি দ্রুত গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ কাঁদামাটি থেকে অর্ধ গলিত মিরাজের লাশ উদ্ধার করে। এসময় মিরাজের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন ছিল। ডান হাতও শরীরের কাঁদ থেকে বিচ্ছিন্ন ছিল। দুটি হাত পুলিশ উদ্ধার করতে পারেনি। শরীরে ধারালো অস্ত্রের কয়েকটি আঘাতের চিহৃ রয়েছে।

সিরাজের ফুপাতো বোন জামাই দেবগ্রাম ইউনিয়ন পরিষদের স্থানীয় ৯নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস সালাম জানান, গত বুধবার রাত ৮টার দিকে বাড়িতে রাতের খাবার খাচ্ছিল মিরাজ। মুঠোফোনে অজ্ঞাত একটি জরুরী ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এসময় বাড়িতে মিরাজের মা-বাবা কেউ ছিল না। অসুস্থ্যতার কারণে মা ফরিদপুর হাসপাতালে ছিলেন। বাড়িতে থাকা ছোট বোনের কাছে জরুরী ফোনের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। পরদিন মিরাজের বাবা সিরাজ খা গোয়ালন্দ ঘাট থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়রী করেন।

তিনি আরো বলেন, সোমবার সকালে স্থানীয় লোকজন নদীর পাড় দিয়ে যাওয়ার সময় উপুর করে কাঁদাপানিতে গেড়ে রাখা লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশ উত্তোলনের পর আমরা মিরাজের লাশ হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছি। মিরাজ দৌলতদিয়া মডেল হাই স্কুলে নবম শ্রেণীতে পড়াশুনা করে। পরিবারের তিন ভাই ও দুই বোনের মধ্যে মিরাজ তৃতীয়।

দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলামও উদ্ধার হওয়া লাশ মিরাজের বলে জানান। তিনি বলেন, তবে লাশে পচন ধরায় কিছুটা অস্পষ্ট থাকলেও প্রাথমিকভাবে মনে হচ্ছে লাশটি নিখোঁজ মিরাজ খার হবে।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর বলেন, দুই হাত বিচ্ছিন্ন তরুণের লাশের এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে নিখোঁজ মিরাজের লাশের বিষয়েও পরিবার থেকে সন্দিহান প্রকাশ করেছে। বিষয়টি আরো নিশ্চিত না হয়ে বলতে পারছি না। প্রাথমিকভাবে সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দের পদ্মার চরে কাঁদামাটিতে পুতে রাখা দুই হাত বিচ্ছিন্ন তরুনের লাশ উদ্ধার

পোস্ট হয়েছেঃ ০৭:৩৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাওয়ালজানি এলাকার দুর্গম পদ্মার চরে কাঁদা মাটিতে অর্ধেক পুতে রাখা এক তরুণের দুই হাত বিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সকালে এলাকার লোকজন নদীর পাড় দিয়ে যাওয়ার সময় লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে অবগত করেন।

পুলিশ বলছে উদ্ধার হওয়া লাশের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত হিসেবেই লাশের ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্থানীয় একটি পরিবারের দাবী, পাঁচ দিন আগে নিখোঁজ তরুণ মো. মিরাজ খার (১৬) লাশ। সে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া গ্রামের সিরাজ খার ছেলে এবং দৌলতদিয়া মডেল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও এলাকার কয়েকজন জানান, সোমবার (৩১ আগষ্ট) বেলা দশটার দিকে উপজেলার দেবগ্রাম ইউপির কাওয়ালজানি এলাকার পদ্মা নদীর দুর্গম চর দিয়ে এলাকার কয়েকজন যাওয়ার সময় কাঁদাপানিতে অর্ধেক পুতে রাখা একটি লাশ দেখতে পায়। বিষয়টি তাৎক্ষনিক দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলামকে অবগত করলে তিনি দ্রুত গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ কাঁদামাটি থেকে অর্ধ গলিত মিরাজের লাশ উদ্ধার করে। এসময় মিরাজের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন ছিল। ডান হাতও শরীরের কাঁদ থেকে বিচ্ছিন্ন ছিল। দুটি হাত পুলিশ উদ্ধার করতে পারেনি। শরীরে ধারালো অস্ত্রের কয়েকটি আঘাতের চিহৃ রয়েছে।

সিরাজের ফুপাতো বোন জামাই দেবগ্রাম ইউনিয়ন পরিষদের স্থানীয় ৯নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস সালাম জানান, গত বুধবার রাত ৮টার দিকে বাড়িতে রাতের খাবার খাচ্ছিল মিরাজ। মুঠোফোনে অজ্ঞাত একটি জরুরী ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এসময় বাড়িতে মিরাজের মা-বাবা কেউ ছিল না। অসুস্থ্যতার কারণে মা ফরিদপুর হাসপাতালে ছিলেন। বাড়িতে থাকা ছোট বোনের কাছে জরুরী ফোনের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। পরদিন মিরাজের বাবা সিরাজ খা গোয়ালন্দ ঘাট থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়রী করেন।

তিনি আরো বলেন, সোমবার সকালে স্থানীয় লোকজন নদীর পাড় দিয়ে যাওয়ার সময় উপুর করে কাঁদাপানিতে গেড়ে রাখা লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশ উত্তোলনের পর আমরা মিরাজের লাশ হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছি। মিরাজ দৌলতদিয়া মডেল হাই স্কুলে নবম শ্রেণীতে পড়াশুনা করে। পরিবারের তিন ভাই ও দুই বোনের মধ্যে মিরাজ তৃতীয়।

দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলামও উদ্ধার হওয়া লাশ মিরাজের বলে জানান। তিনি বলেন, তবে লাশে পচন ধরায় কিছুটা অস্পষ্ট থাকলেও প্রাথমিকভাবে মনে হচ্ছে লাশটি নিখোঁজ মিরাজ খার হবে।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর বলেন, দুই হাত বিচ্ছিন্ন তরুণের লাশের এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে নিখোঁজ মিরাজের লাশের বিষয়েও পরিবার থেকে সন্দিহান প্রকাশ করেছে। বিষয়টি আরো নিশ্চিত না হয়ে বলতে পারছি না। প্রাথমিকভাবে সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।