০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আষাঢ়ে বাদল না আসতেই দৌলতদিয়া বাজারে হাঁটু জল

আবুল হোসেনঃ “আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাটু জল থাকে”। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা যেন চির সত্য। তাঁর কথা মিলে গেলো রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে। দৌলতদিয়া বাজারে সামান্য বৃষ্টি এলে দেখা যায় গলিতে গলিতে হাঁটু পর্যন্ত পানি জমে রয়েছে। ক্রেতারা হাঁটু পানিতে দাঁড়িয়ে বেচাকেনা করছেন।

সরেজমিনে দৌলতদিয়া বাজার দেখা যায়, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল আসতে না আসতেই গ্রীষ্মের বৃষ্টিতে দৌলতদিয়া বাজারের ওলি-গলিতে পানি জমে আছে। বাজারের প্রধান সড়ক, পুজা মন্দিরের গলি, কাঁচা বাজার, সিনেমা হল রোড পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাজারের এক পাশে নিচু আকারে ড্রেন থাকলেও ময়লায় ভরে গিয়ে পানি চলাচল করতে পারছে না। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তার উপরে জমে থাকছে। বিভিন্ন স্থানে খানাখন্দের কারনে অনেক পথচারী হোঁচট খাচ্ছে। অটোবাইক বা রিক্সা উল্টে কেও কেও আহত হয়েছেন। প্রতিটি গলিতে ড্রেন করে পানি নিস্কাশনের ব্যবস্থা না করলে বর্ষা মৌসুমে অনেক ব্যবসায়ীর দোকন বন্ধ করে রাখতে হবে বলে জানিয়েছেন কয়েক জন ব্যবসায়ী।

দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আদু মাতুব্বার পাড়ার গৃহিনী সামিয়া আক্তার বলেন, বাজারের মধ্যে পানি জমে থাকায় কাপড় চোপড় ভিজে বাজার করতে হচ্ছে। যা আমাদের জন্য কষ্ট কর। এভাবে কাপড় চোপড় নষ্ট করে বাজার করা সম্ভব না।

দৌলতদিয়া বাজার পুজা মন্দির সংলগ্ন ঔষধ ব্যবসায়ী আক্কাছ সরদার বলেন, করোনা ভাইরাসের কারনে এমনি তে বাজারে লোকজন কম, তারপর বৃষ্টির পানি দোকানের সামনে আটকে আছে। কোন লোকজন আসতে পারছে না। সকাল থেকে দুপুর পযর্ন্ত বেঁচাকেনা করতে পারিনি।

দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মোহন মন্ডল বলেন, সরকার প্রতিবছর হাট বাজার ইজারা দিচ্ছে। ব্যবসায়ীদের নিকট থেকে রাজবাড়ী পৌরসভা ও রেলওয়ে বছরে লাখ লাখ টাকা ভাড়া নিচ্ছে। ইউনিয়ন পরিষদ ট্যাক্স আদায় করলেও রাজার ব্যবসায়ীদের জন্য কোন শৌচাগার নেই, ড্রেন নেই। অনেক কিছুর সুবিধা থেকে ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছে।

দৌলতদিয়া হাট বাজার ইজারাদার মো. ইলিয়াছ হোসেন বলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ থেকে হাট বাজার ইজারা নিয়েছি। সুষ্ঠ পানি নিস্কাশনের জন্য ড্রেন ও ময়লা আবর্জনা ফেলতে সুইপার না থাকায় বাজারের গলিতে গলিতে ময়লা ও পানি জমে জলাবদ্ধতা সৃস্টি হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

আষাঢ়ে বাদল না আসতেই দৌলতদিয়া বাজারে হাঁটু জল

পোস্ট হয়েছেঃ ০৭:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০

আবুল হোসেনঃ “আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাটু জল থাকে”। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা যেন চির সত্য। তাঁর কথা মিলে গেলো রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে। দৌলতদিয়া বাজারে সামান্য বৃষ্টি এলে দেখা যায় গলিতে গলিতে হাঁটু পর্যন্ত পানি জমে রয়েছে। ক্রেতারা হাঁটু পানিতে দাঁড়িয়ে বেচাকেনা করছেন।

সরেজমিনে দৌলতদিয়া বাজার দেখা যায়, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল আসতে না আসতেই গ্রীষ্মের বৃষ্টিতে দৌলতদিয়া বাজারের ওলি-গলিতে পানি জমে আছে। বাজারের প্রধান সড়ক, পুজা মন্দিরের গলি, কাঁচা বাজার, সিনেমা হল রোড পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাজারের এক পাশে নিচু আকারে ড্রেন থাকলেও ময়লায় ভরে গিয়ে পানি চলাচল করতে পারছে না। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তার উপরে জমে থাকছে। বিভিন্ন স্থানে খানাখন্দের কারনে অনেক পথচারী হোঁচট খাচ্ছে। অটোবাইক বা রিক্সা উল্টে কেও কেও আহত হয়েছেন। প্রতিটি গলিতে ড্রেন করে পানি নিস্কাশনের ব্যবস্থা না করলে বর্ষা মৌসুমে অনেক ব্যবসায়ীর দোকন বন্ধ করে রাখতে হবে বলে জানিয়েছেন কয়েক জন ব্যবসায়ী।

দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আদু মাতুব্বার পাড়ার গৃহিনী সামিয়া আক্তার বলেন, বাজারের মধ্যে পানি জমে থাকায় কাপড় চোপড় ভিজে বাজার করতে হচ্ছে। যা আমাদের জন্য কষ্ট কর। এভাবে কাপড় চোপড় নষ্ট করে বাজার করা সম্ভব না।

দৌলতদিয়া বাজার পুজা মন্দির সংলগ্ন ঔষধ ব্যবসায়ী আক্কাছ সরদার বলেন, করোনা ভাইরাসের কারনে এমনি তে বাজারে লোকজন কম, তারপর বৃষ্টির পানি দোকানের সামনে আটকে আছে। কোন লোকজন আসতে পারছে না। সকাল থেকে দুপুর পযর্ন্ত বেঁচাকেনা করতে পারিনি।

দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মোহন মন্ডল বলেন, সরকার প্রতিবছর হাট বাজার ইজারা দিচ্ছে। ব্যবসায়ীদের নিকট থেকে রাজবাড়ী পৌরসভা ও রেলওয়ে বছরে লাখ লাখ টাকা ভাড়া নিচ্ছে। ইউনিয়ন পরিষদ ট্যাক্স আদায় করলেও রাজার ব্যবসায়ীদের জন্য কোন শৌচাগার নেই, ড্রেন নেই। অনেক কিছুর সুবিধা থেকে ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছে।

দৌলতদিয়া হাট বাজার ইজারাদার মো. ইলিয়াছ হোসেন বলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ থেকে হাট বাজার ইজারা নিয়েছি। সুষ্ঠ পানি নিস্কাশনের জন্য ড্রেন ও ময়লা আবর্জনা ফেলতে সুইপার না থাকায় বাজারের গলিতে গলিতে ময়লা ও পানি জমে জলাবদ্ধতা সৃস্টি হচ্ছে।