০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মার ২ কেজি ২০০ গ্রামের এক ইলিশের দাম সাড়ে ৬ হাজার টাকা!

বিশেষ প্রতিনিধিঃ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট বাজারে রোববার একটি পদ্মার ইলিশ মাছ ৬ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি স্থানীয় এক জেলের কাছ থেকে কিনে ঢাকার এক ব্যক্তির কাছে ওই দামে বিক্রি করেন। এর আগে সকাল ৯টার দিকে দৌলতদিয়ার পদ্মা নদীতে গোপাল হালদার নামক জেলের জালে ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ধরা পড়ে।

ঘাট সংশ্লিস্ট সূত্র ও স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, শনিবার দিবাগত রাতে মানিকগঞ্জের শিবালয়ের জাফরগঞ্জ এলাকার জেলে গোপাল হালদার সঙ্গীদের সাথে করে আরিচা ঘাটের কাছ থেকে যমুনা নদীতে জাল ফেলেন। রাতে তেমন একটা মাছ না পাওয়ায় তিনি অনেকটা হতাশ হন। রাত শেষে ভোরের দিকে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জাল ফেলেন। রোববার (৩০ আগষ্ট) সকাল ৯টার কিছু আগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে জাল তুলে দেখেন দুটি ইলিশ মাছ ধরা পড়েছে। যার মধ্যে একটির ওজন ছিল প্রায় ২ কেজি ২০০ গ্রাম। আরেকটি ইলিশের ওজন ছিল ১ কেজি ৩০০ গ্রামের। এই মৌসুমে এতবড় ইলিশ প্রথম ধরা পড়ে বলে তাদের ধারণা। নৌকায় থাকা জেলেরা খুশি হয়ে দ্রুত মাছ দুটি বিক্রি করতে নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারে। স্থানীয় কেছমত মোল্লার আড়ত ঘরে মাছ দুটির নিলাম তুললে ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশটি ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৫ হাজার ৭০০ টাকায় কিনেন। ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, তার জানা মতে এই মৌসুমে সর্বোচ্চ ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়েছিল। ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ বিগত দুই-তিন বছরে তিনি দেখেননি বা কিনতেও পারেননি। রোববার সকাল সাড়ে ৯টার দিকে বাজারে গিয়ে পদ্মা নদীর এত বড় ওজনের ইলিশ দেখে অবাক হয়ে যায়। পদ্মার এতবড় ইলিশ দেখে যে কারোর লোভ লাগার কথা। তাই দেরি না করে দ্রুত মাছটি কিনে ঢাকায় পরিচিত জনদের সাথে যোগাযোগ করতে থাকি। মুহুর্তের মধ্যে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে বড় ইলিশটি ৩ হাজার টাকা কেজি দরে মোট ৬ হাজার ৬০০ টাকায় বিক্রি করে দেই। আর আরেকটি ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করে ফেলিছি।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ মুঠোফোনে রাজবাড়ীমেইলকে বলেন, এই মৌসুমে কয়েকটি বড় ইলিশ ধরা পড়েছে। তবে ২ কেজি ওজনের পাওয়া যায়নি বলে জানি। আজই প্রথম জানতে পারলাম ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ। তবে আমার ধারণা এই মৌসুমে এরকম বড় পদ্মার ইলিশ আরো পাওয়ার সম্ভাবনা আছে। পদ্মা নদীতে বড় বড় ইলিশ পাওয়া আমাদের জন্য অনেক সুখবর বটে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মার ২ কেজি ২০০ গ্রামের এক ইলিশের দাম সাড়ে ৬ হাজার টাকা!

পোস্ট হয়েছেঃ ০৭:৪৪:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০

বিশেষ প্রতিনিধিঃ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট বাজারে রোববার একটি পদ্মার ইলিশ মাছ ৬ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি স্থানীয় এক জেলের কাছ থেকে কিনে ঢাকার এক ব্যক্তির কাছে ওই দামে বিক্রি করেন। এর আগে সকাল ৯টার দিকে দৌলতদিয়ার পদ্মা নদীতে গোপাল হালদার নামক জেলের জালে ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ধরা পড়ে।

ঘাট সংশ্লিস্ট সূত্র ও স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, শনিবার দিবাগত রাতে মানিকগঞ্জের শিবালয়ের জাফরগঞ্জ এলাকার জেলে গোপাল হালদার সঙ্গীদের সাথে করে আরিচা ঘাটের কাছ থেকে যমুনা নদীতে জাল ফেলেন। রাতে তেমন একটা মাছ না পাওয়ায় তিনি অনেকটা হতাশ হন। রাত শেষে ভোরের দিকে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জাল ফেলেন। রোববার (৩০ আগষ্ট) সকাল ৯টার কিছু আগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে জাল তুলে দেখেন দুটি ইলিশ মাছ ধরা পড়েছে। যার মধ্যে একটির ওজন ছিল প্রায় ২ কেজি ২০০ গ্রাম। আরেকটি ইলিশের ওজন ছিল ১ কেজি ৩০০ গ্রামের। এই মৌসুমে এতবড় ইলিশ প্রথম ধরা পড়ে বলে তাদের ধারণা। নৌকায় থাকা জেলেরা খুশি হয়ে দ্রুত মাছ দুটি বিক্রি করতে নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারে। স্থানীয় কেছমত মোল্লার আড়ত ঘরে মাছ দুটির নিলাম তুললে ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশটি ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৫ হাজার ৭০০ টাকায় কিনেন। ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, তার জানা মতে এই মৌসুমে সর্বোচ্চ ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়েছিল। ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ বিগত দুই-তিন বছরে তিনি দেখেননি বা কিনতেও পারেননি। রোববার সকাল সাড়ে ৯টার দিকে বাজারে গিয়ে পদ্মা নদীর এত বড় ওজনের ইলিশ দেখে অবাক হয়ে যায়। পদ্মার এতবড় ইলিশ দেখে যে কারোর লোভ লাগার কথা। তাই দেরি না করে দ্রুত মাছটি কিনে ঢাকায় পরিচিত জনদের সাথে যোগাযোগ করতে থাকি। মুহুর্তের মধ্যে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে বড় ইলিশটি ৩ হাজার টাকা কেজি দরে মোট ৬ হাজার ৬০০ টাকায় বিক্রি করে দেই। আর আরেকটি ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করে ফেলিছি।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ মুঠোফোনে রাজবাড়ীমেইলকে বলেন, এই মৌসুমে কয়েকটি বড় ইলিশ ধরা পড়েছে। তবে ২ কেজি ওজনের পাওয়া যায়নি বলে জানি। আজই প্রথম জানতে পারলাম ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ। তবে আমার ধারণা এই মৌসুমে এরকম বড় পদ্মার ইলিশ আরো পাওয়ার সম্ভাবনা আছে। পদ্মা নদীতে বড় বড় ইলিশ পাওয়া আমাদের জন্য অনেক সুখবর বটে।