০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

শেষ ছুটিতে দৌলতদিয়ায় কর্মস্থলগামী মানুষের ঢল, ফেরিতে ঠাসাঠাসিতে স্বাস্থ্য ঝুঁকি

বিশেষ প্রতিনিধিঃ ঈদের ছুটি শেষে সপ্তাহের শেষ ছুটির দিনে কর্মমূখী মানুষের ঢল নামে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে। ঘাটে চাপ কমাতে ছয় কিলোমিটার দূরে গোয়ালন্দ বাজার পদ্মার মোড় থেকে ব্যক্তিগত গাড়ি প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে ঘাটে যাচ্ছে। এরপরও যাত্রীবাহি বাস ও পণ্যবাহি গাড়ির চাপ ছিল চোখে পড়ার মতো। কোনভাবেই স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানা হয়নি।

শুক্রবার দুপুরে দেখা যায়, বিভিন্ন ধরনের যানবাহনে করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা মানুষ দৌলতদিয়া ঘাটে ছুটছে। ঘাটে যানবাহনের চাপ কমাতে গোয়ালন্দ মোড়ে সাধারণ পণ্যবাহি গাড়ি আটকে দিচ্ছে পুলিশ। গোয়ালন্দ বাজার পদ্মার মোড় থেকে ব্যক্তিগত গাড়িকে পুলিশ গোয়ালন্দ বাজারের দিকে ঘুরিয়ে দিচ্ছে। প্রায় ১১ কিলোমিটার পথ ঘুরে চর দৌলতদিয়া হয়ে ঘাটে পৌছাচ্ছে। সরাসরি ঘাটে যাচ্ছে যাত্রীবাহি বাস ও জরুরী পণ্যবাহি গাড়ি। ঘাটে জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার লম্বা লাইন হয়েছে। কোথাও দুই-তিন লাইনে সহস্রাধিক যানবাহন আটকে আছে বলে চালকদেরধারণা।

ঘাট থেকে এক কিলোমিটার দূরে পুলিশ বক্সের সামনে ছোট গাড়ির যাত্রীদের নামিয়ে দিচ্ছে। তারা ব্যাগ-লাগেজ, কোলে শিশু বাচ্চা ও মাথায় ঈদের জিনিস বোঝাই বস্তা নিয়ে ফেরির দিকে দীর্ঘপথ হেটে যাচ্ছে। এতে তাদের বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এরপরও মানুষের স্রোত নামায় ফেরির কোথাও দাঁড়ানোর জায়গাটুকো নেই। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্বের বালাই নেই। নিয়োজিত ভ্রাম্যমান আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধ্য হয়ে অনেকটা গা ছাড়া পরিস্থিতি। মানুষের স্রোতে কে শুনে কার কথা?

ভিড় ঠেলে ফেরিতে ওঠার প্রাক্কালে পাংশা থেকে নবীনগর যাচ্ছিলেন পোশাক শ্রমিক লক্ষণ কান্তি দাস বলেন, শনিবার থেকে গার্মেন্স খোলা। উপায় নাই, যত ঝক্কি-ঝামেলাই আসুক না কেন, চাকুরী বাঁচাতে হলে যেতে হবে। একজনের শরীর আরেকজনের সাথে লেগে রয়েছে। কোথাও নিয়ম মানা হচ্ছে না। উপায় নাই স্বাস্থ্য ঝুঁকি নিয়েই রওয়ানা হয়েছি।

সাতক্ষীরা থেকে আসা একটি দূরপাল্লার পরিবহন চালক আলাউদ্দিন শেখ বলেন, প্রায় ৫ ঘন্টা ধরে ফেরিতে ওঠার অপেক্ষায় লাইনে আছি। আরো কতক্ষণ সময় লাগবে বুঝতে পারছি না। ছুটি শেষ হওয়ায় সবাই ঢাকার দিকে এখন ছুটছে।

প্রখর রৌদ্র ও ভেপসা গরমের মধ্যে মানুষ স্রোতের মত ছুটছে। স্থানীয়রা বলেন, গত মঙ্গলবার থেকে মানুষজন ছুটতে শুরু করলেও শুক্রবার সবচেয়ে বেশি মানুষ ছুটতে দেখা যায়। সকাল থেকেই মানুষের ভিড় পড়ছে প্রতিটি ফেরি ঘাট ও লঞ্চ ঘাটে।

ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান বলেন, ছুটি শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের শুক্রবার সকাল থেকেই ছুটছে। বিশেষ করে শনিবার থেকে পোশাক কারখানা খোলা থাকায় আজ বেশি মানুষের ঢল নামছে। চাপ কমাতে গোয়ালন্দ মোড়ে ট্রাফিক বিভাগ থেকে সাধারণ পণ্যবাহি গাড়ি আটকে দেয়া হচ্ছে। প্রাইভেটকার ও মাইক্রোবাস গোয়ালন্দ বাজার পদ্মার মোড় থেকে ঘুরিয়ে চর দৌলতদিয়া হয়ে ঘাটে যাচ্ছে। এরপরও যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল-মামুন বলেন, মানুষের ভিড়ে ফেরিতে ঠিকমতো গাড়ি পার হতে পারছেনা। আমরা যাত্রীদের কষ্ট হলেও লঞ্চে যাওয়ার পরামর্শ দিচ্ছি। কিন্তু সেখানেও ভিড় পড়েছে। এখানে সামাজিক দূরত্ব কেউ মানছেনা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, ৯টি বড়, ১টি মাঝারী ও ৬টি ছোটসহ ১৬টি ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে। কিন্তু নদীতে প্রচন্ড স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের অনেক গাড়ি এই রুটে আসছে। যে কারণে দৌলতদিয়ায় গাড়ি চাপ অব্যাহত রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

শেষ ছুটিতে দৌলতদিয়ায় কর্মস্থলগামী মানুষের ঢল, ফেরিতে ঠাসাঠাসিতে স্বাস্থ্য ঝুঁকি

পোস্ট হয়েছেঃ ০৯:৫৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০

বিশেষ প্রতিনিধিঃ ঈদের ছুটি শেষে সপ্তাহের শেষ ছুটির দিনে কর্মমূখী মানুষের ঢল নামে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে। ঘাটে চাপ কমাতে ছয় কিলোমিটার দূরে গোয়ালন্দ বাজার পদ্মার মোড় থেকে ব্যক্তিগত গাড়ি প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে ঘাটে যাচ্ছে। এরপরও যাত্রীবাহি বাস ও পণ্যবাহি গাড়ির চাপ ছিল চোখে পড়ার মতো। কোনভাবেই স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানা হয়নি।

শুক্রবার দুপুরে দেখা যায়, বিভিন্ন ধরনের যানবাহনে করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা মানুষ দৌলতদিয়া ঘাটে ছুটছে। ঘাটে যানবাহনের চাপ কমাতে গোয়ালন্দ মোড়ে সাধারণ পণ্যবাহি গাড়ি আটকে দিচ্ছে পুলিশ। গোয়ালন্দ বাজার পদ্মার মোড় থেকে ব্যক্তিগত গাড়িকে পুলিশ গোয়ালন্দ বাজারের দিকে ঘুরিয়ে দিচ্ছে। প্রায় ১১ কিলোমিটার পথ ঘুরে চর দৌলতদিয়া হয়ে ঘাটে পৌছাচ্ছে। সরাসরি ঘাটে যাচ্ছে যাত্রীবাহি বাস ও জরুরী পণ্যবাহি গাড়ি। ঘাটে জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার লম্বা লাইন হয়েছে। কোথাও দুই-তিন লাইনে সহস্রাধিক যানবাহন আটকে আছে বলে চালকদেরধারণা।

ঘাট থেকে এক কিলোমিটার দূরে পুলিশ বক্সের সামনে ছোট গাড়ির যাত্রীদের নামিয়ে দিচ্ছে। তারা ব্যাগ-লাগেজ, কোলে শিশু বাচ্চা ও মাথায় ঈদের জিনিস বোঝাই বস্তা নিয়ে ফেরির দিকে দীর্ঘপথ হেটে যাচ্ছে। এতে তাদের বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এরপরও মানুষের স্রোত নামায় ফেরির কোথাও দাঁড়ানোর জায়গাটুকো নেই। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্বের বালাই নেই। নিয়োজিত ভ্রাম্যমান আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধ্য হয়ে অনেকটা গা ছাড়া পরিস্থিতি। মানুষের স্রোতে কে শুনে কার কথা?

ভিড় ঠেলে ফেরিতে ওঠার প্রাক্কালে পাংশা থেকে নবীনগর যাচ্ছিলেন পোশাক শ্রমিক লক্ষণ কান্তি দাস বলেন, শনিবার থেকে গার্মেন্স খোলা। উপায় নাই, যত ঝক্কি-ঝামেলাই আসুক না কেন, চাকুরী বাঁচাতে হলে যেতে হবে। একজনের শরীর আরেকজনের সাথে লেগে রয়েছে। কোথাও নিয়ম মানা হচ্ছে না। উপায় নাই স্বাস্থ্য ঝুঁকি নিয়েই রওয়ানা হয়েছি।

সাতক্ষীরা থেকে আসা একটি দূরপাল্লার পরিবহন চালক আলাউদ্দিন শেখ বলেন, প্রায় ৫ ঘন্টা ধরে ফেরিতে ওঠার অপেক্ষায় লাইনে আছি। আরো কতক্ষণ সময় লাগবে বুঝতে পারছি না। ছুটি শেষ হওয়ায় সবাই ঢাকার দিকে এখন ছুটছে।

প্রখর রৌদ্র ও ভেপসা গরমের মধ্যে মানুষ স্রোতের মত ছুটছে। স্থানীয়রা বলেন, গত মঙ্গলবার থেকে মানুষজন ছুটতে শুরু করলেও শুক্রবার সবচেয়ে বেশি মানুষ ছুটতে দেখা যায়। সকাল থেকেই মানুষের ভিড় পড়ছে প্রতিটি ফেরি ঘাট ও লঞ্চ ঘাটে।

ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান বলেন, ছুটি শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের শুক্রবার সকাল থেকেই ছুটছে। বিশেষ করে শনিবার থেকে পোশাক কারখানা খোলা থাকায় আজ বেশি মানুষের ঢল নামছে। চাপ কমাতে গোয়ালন্দ মোড়ে ট্রাফিক বিভাগ থেকে সাধারণ পণ্যবাহি গাড়ি আটকে দেয়া হচ্ছে। প্রাইভেটকার ও মাইক্রোবাস গোয়ালন্দ বাজার পদ্মার মোড় থেকে ঘুরিয়ে চর দৌলতদিয়া হয়ে ঘাটে যাচ্ছে। এরপরও যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল-মামুন বলেন, মানুষের ভিড়ে ফেরিতে ঠিকমতো গাড়ি পার হতে পারছেনা। আমরা যাত্রীদের কষ্ট হলেও লঞ্চে যাওয়ার পরামর্শ দিচ্ছি। কিন্তু সেখানেও ভিড় পড়েছে। এখানে সামাজিক দূরত্ব কেউ মানছেনা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, ৯টি বড়, ১টি মাঝারী ও ৬টি ছোটসহ ১৬টি ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে। কিন্তু নদীতে প্রচন্ড স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের অনেক গাড়ি এই রুটে আসছে। যে কারণে দৌলতদিয়ায় গাড়ি চাপ অব্যাহত রয়েছে।