০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ওসির বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, পুলিশ দেখে আয়োজকরা লাপাত্তা

আবুল হোসেনঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান পিপিএম, এর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার মানববন্ধনের আয়োজন করে স্থানীয় কিছু ব্যক্তি। করোনা পরিস্থিতির মধ্যেও অনেকটা চুপিসারে মানবন্ধনের চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতিতে মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা দ্রুত সটকে পড়ে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানেল ঘাট সাইনবোর্ড এলাকার ইমান খার পাড়া নামক এলাকায় মহাসড়কে ‘অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠি মানুষ’ নামের ব্যানারে মানববন্ধনে দাড়ায়। বিকেল ৪.২০ মিনিট থেকে ৪.৩৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের জন্য ছোট্র পরিসরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. শরিফুজ্জান সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত হলে আয়োজকরা দ্রুত মানববন্ধন বন্ধ করে দিয়ে স্থান ত্যাগ করেন। স্থানীয় অর্ধশতাধিক মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. নুরুল আনোয়ার মিলন, দৌলতদিয়ার মো. সুমন শেখ ও মো. শাহীন আহাম্মেদ। বক্তারা প্রশাসনের কাছে গোয়ালন্দ ঘাট থানার ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবী করে ওসির বিভিন্ন সেবামুলক কাজের প্রশাংসা করে বলেন, “এই ওসি অসহায় ও সাধারণ মানুষের সহায়ক। আমাদের উন্নয়মূলক কাজের অগ্রগামী, নির্যাতিত, নিপীরিত মানুষের শেষ আশ্রয়স্থল। তার বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে”।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, কে বা কারা মানববন্ধন করেছে এ বিষয়ে আমরা অবগত নই। এ ছাড়া এ ব্যাপারে থানায় কেউ জানায়নি বা কোন অনুমোদনও নেয়নি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আশিকুর রহমান পিপিএম বলেন, আমি ছুটিতে ছিলাম। মঙ্গলবার দুপুরে এসে দায়িত্ব বুঝে নিয়েছি। মানব বন্ধনের কোন খবর আমার জানা নেই। পুলিশের বদলি রেগুলার প্রসেস।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম (বার) বলেন, ওসির আবেদনের প্রেক্ষিতে ঢাকা রেঞ্জ থেকে বদলির আদেশ এসেছে। তবে করোনার সংক্রমণ ঠেকাতে যেখানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বার বার অনুরোধ করা হচ্ছে, সেখানে মানববন্ধন যুক্তি সঙ্গত নয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ওসির বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, পুলিশ দেখে আয়োজকরা লাপাত্তা

পোস্ট হয়েছেঃ ১১:৩৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০

আবুল হোসেনঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান পিপিএম, এর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার মানববন্ধনের আয়োজন করে স্থানীয় কিছু ব্যক্তি। করোনা পরিস্থিতির মধ্যেও অনেকটা চুপিসারে মানবন্ধনের চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতিতে মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা দ্রুত সটকে পড়ে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানেল ঘাট সাইনবোর্ড এলাকার ইমান খার পাড়া নামক এলাকায় মহাসড়কে ‘অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠি মানুষ’ নামের ব্যানারে মানববন্ধনে দাড়ায়। বিকেল ৪.২০ মিনিট থেকে ৪.৩৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের জন্য ছোট্র পরিসরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. শরিফুজ্জান সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত হলে আয়োজকরা দ্রুত মানববন্ধন বন্ধ করে দিয়ে স্থান ত্যাগ করেন। স্থানীয় অর্ধশতাধিক মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. নুরুল আনোয়ার মিলন, দৌলতদিয়ার মো. সুমন শেখ ও মো. শাহীন আহাম্মেদ। বক্তারা প্রশাসনের কাছে গোয়ালন্দ ঘাট থানার ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবী করে ওসির বিভিন্ন সেবামুলক কাজের প্রশাংসা করে বলেন, “এই ওসি অসহায় ও সাধারণ মানুষের সহায়ক। আমাদের উন্নয়মূলক কাজের অগ্রগামী, নির্যাতিত, নিপীরিত মানুষের শেষ আশ্রয়স্থল। তার বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে”।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, কে বা কারা মানববন্ধন করেছে এ বিষয়ে আমরা অবগত নই। এ ছাড়া এ ব্যাপারে থানায় কেউ জানায়নি বা কোন অনুমোদনও নেয়নি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আশিকুর রহমান পিপিএম বলেন, আমি ছুটিতে ছিলাম। মঙ্গলবার দুপুরে এসে দায়িত্ব বুঝে নিয়েছি। মানব বন্ধনের কোন খবর আমার জানা নেই। পুলিশের বদলি রেগুলার প্রসেস।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম (বার) বলেন, ওসির আবেদনের প্রেক্ষিতে ঢাকা রেঞ্জ থেকে বদলির আদেশ এসেছে। তবে করোনার সংক্রমণ ঠেকাতে যেখানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বার বার অনুরোধ করা হচ্ছে, সেখানে মানববন্ধন যুক্তি সঙ্গত নয়।