০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় শনিবারউৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনা বাহিনীর উদ্যোগে পাংশা উপজেলা প্রশাসন দিন ব্যাপী কর্মসূচীর আয়োজন করে।

শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় পাংশা শহরের শাহজুঁই (র.) মাজার সংলগ্ন সড়কে স্থাপিত সুদৃশ্য তোড়নের নিচে ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। সেখান থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে মাছপাড়া ডিগ্রি কলেজ চত্বরে গিয়ে প্রতিযোগিতা শেষ হয়। এ সময় প্রায় ৫ কিলোমিটার সড়কের দু’পাশে মোড়ে-মোড়ে উৎসুক জনতা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। পাংশা মডেল থানা পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা সড়কে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।

দ্বিতীয় পর্বে দুপুর ১২টার দিকে মাছপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন, পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, মাছপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা.এ.এফ.এম শফীউদ্দিন পাতা, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও রোকেয়া বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ ও বাবুপাড়া ইউপি চেয়ারম্যান ইমান আলী সরদার বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ী মৌরাট ইউপির বাগদুলী গ্রামের সোলায়মান (১ম), কশবামাজাইল ইউপির কশবামাজাইল গ্রামের রহমত (২য়), বাহাদুরপুর ইউপির মেঘনা গ্রামের নিহান (৩য়), কশবামাজাইলের শাকিল (৪র্থ), মৌরাট ইউপির মহিষভাঙ্গা গ্রামের রাব্বি মৃধা (৫ম), পাংশা সরকারী কলেজের শিক্ষার্থী আহম্মদ আলী (৬ষ্ঠ), মাছপাড়া ইউপির নওপাড়া গ্রামের সাব্বির (৭ম) বাবুপাড়া ইউপির চাঁদপুর গ্রামের সোহেল (৮ম), হাবাসপুর ইউপির চর ঝিকড়ী গ্রামের সবুজ (৯ম) ও কশবামাজাইলের ইরান মন্ডল (১০ম)কে ক্রেস্ট উপহার ও পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান-মেম্বার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ১১:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১

মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় শনিবারউৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনা বাহিনীর উদ্যোগে পাংশা উপজেলা প্রশাসন দিন ব্যাপী কর্মসূচীর আয়োজন করে।

শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় পাংশা শহরের শাহজুঁই (র.) মাজার সংলগ্ন সড়কে স্থাপিত সুদৃশ্য তোড়নের নিচে ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। সেখান থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে মাছপাড়া ডিগ্রি কলেজ চত্বরে গিয়ে প্রতিযোগিতা শেষ হয়। এ সময় প্রায় ৫ কিলোমিটার সড়কের দু’পাশে মোড়ে-মোড়ে উৎসুক জনতা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। পাংশা মডেল থানা পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা সড়কে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।

দ্বিতীয় পর্বে দুপুর ১২টার দিকে মাছপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন, পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, মাছপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা.এ.এফ.এম শফীউদ্দিন পাতা, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও রোকেয়া বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ ও বাবুপাড়া ইউপি চেয়ারম্যান ইমান আলী সরদার বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ী মৌরাট ইউপির বাগদুলী গ্রামের সোলায়মান (১ম), কশবামাজাইল ইউপির কশবামাজাইল গ্রামের রহমত (২য়), বাহাদুরপুর ইউপির মেঘনা গ্রামের নিহান (৩য়), কশবামাজাইলের শাকিল (৪র্থ), মৌরাট ইউপির মহিষভাঙ্গা গ্রামের রাব্বি মৃধা (৫ম), পাংশা সরকারী কলেজের শিক্ষার্থী আহম্মদ আলী (৬ষ্ঠ), মাছপাড়া ইউপির নওপাড়া গ্রামের সাব্বির (৭ম) বাবুপাড়া ইউপির চাঁদপুর গ্রামের সোহেল (৮ম), হাবাসপুর ইউপির চর ঝিকড়ী গ্রামের সবুজ (৯ম) ও কশবামাজাইলের ইরান মন্ডল (১০ম)কে ক্রেস্ট উপহার ও পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান-মেম্বার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।