০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়াঃ ফেরিতে তিনতাস, দুই জুয়াড়ি গ্রেপ্তার

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরিতে তিন তাসের নামে মঙ্গলবার গভীর রাতে জুয়ার আসর বসানোর অভিযোগে নৌপুলিশ হাতেনাতে দুই জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মৃত বেলায়েত আলী প্রামানিকের ছেলে মুনাকার প্রামানিক (৫০) ও একই গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে এরশাদ মন্ডল (৩৫)।

দৌলতদিয়া নৌপুলিশ জানায়, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা যানবাহন বোঝাই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামক রো রো (বড়) ফেরিতে একদল জুয়াড়ি তিন তাসের জুয়ার আসর বসিয়েছে। খবর পাওয়া মাত্র নৌপুলিশের একটি দল দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটে অবস্থান করতে থাকে। রাত সাড়ে দশটার পর ফেরিটি ঘাটে ভেড়া মাত্র পুলিশ দেখে সবাই দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় হাতেনাতে মুনাকার প্রামানিক ও এরশাদ মন্ডলকে আটক করে। তাদের কাছ থেকে পুলিশ জুয়া খেলার সরঞ্জাম হিসেবে তিনটি তাস ও নগদ ৪ হাজার ১৪০ টাকা জব্দ করে। তাদের সাথে থাকা চক্রের আরো তিন সদস্য দৌড়ে পালিয়ে যায়।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোন্নাফ আলী মোল্লা বলেন, পুলিশের তৎপরতার কারণে দুই জুয়াড়ি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে তারা যাত্রীদের কাছ থেকে তেমন কিছু নিতে পারেনি। পলাতকদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়াঃ ফেরিতে তিনতাস, দুই জুয়াড়ি গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ১১:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরিতে তিন তাসের নামে মঙ্গলবার গভীর রাতে জুয়ার আসর বসানোর অভিযোগে নৌপুলিশ হাতেনাতে দুই জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মৃত বেলায়েত আলী প্রামানিকের ছেলে মুনাকার প্রামানিক (৫০) ও একই গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে এরশাদ মন্ডল (৩৫)।

দৌলতদিয়া নৌপুলিশ জানায়, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা যানবাহন বোঝাই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামক রো রো (বড়) ফেরিতে একদল জুয়াড়ি তিন তাসের জুয়ার আসর বসিয়েছে। খবর পাওয়া মাত্র নৌপুলিশের একটি দল দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটে অবস্থান করতে থাকে। রাত সাড়ে দশটার পর ফেরিটি ঘাটে ভেড়া মাত্র পুলিশ দেখে সবাই দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় হাতেনাতে মুনাকার প্রামানিক ও এরশাদ মন্ডলকে আটক করে। তাদের কাছ থেকে পুলিশ জুয়া খেলার সরঞ্জাম হিসেবে তিনটি তাস ও নগদ ৪ হাজার ১৪০ টাকা জব্দ করে। তাদের সাথে থাকা চক্রের আরো তিন সদস্য দৌড়ে পালিয়ে যায়।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোন্নাফ আলী মোল্লা বলেন, পুলিশের তৎপরতার কারণে দুই জুয়াড়ি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে তারা যাত্রীদের কাছ থেকে তেমন কিছু নিতে পারেনি। পলাতকদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।