০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কুয়াশায় ১২ ঘন্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চালু, উভয় ঘাটে দীর্ঘ যানজট

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আবারও কুয়াশায় ১০ ঘন্টার বেশি ফেরি বন্ধ ছিল। শনিবার রাত ১০টা থেকে ফেরি বন্ধ হয়ে পরদিন রোববার সকাল সোয়া ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধের কারনে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহি নৈশ কোচসহ পন্যবাহি গাড়ির কারনে দীর্ঘ যানজট তৈরী হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহাবুব আলী সরদার জানান, ৭ম দিনের মতো শনিবার সন্ধ্যা থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সাথে কুয়াশা বাড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে বাধ্য হয়ে রাত ১০ টা থেকে ফেরি বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া তিনটি ফেরি দুর্ঘটনা এড়াতে মাঝ নদীতে নোঙর করে থাকে। এ ছাড়া আরো কয়েকটি ফেরি ছাড়ার প্রস্তুতি নিয়েও ছাড়তে পারেনি। গত এক সপ্তাহ ধরে ভারি কুয়াশার কারনে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।

মাহাবুব আলী সরদার আরো জানান, অনেক বেলা পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা পড়তে থাকে। যে কারণে কেউ ঘর থেকে ঠিক মতো বের হতে পারছেনা। রোববার সকাল ১০টার পর থেকে কুয়াশা কমতে থাকলে সোয়া ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যাত্রীবাহি নৈশকোচসহ নদী পাড়ি দিতে আসা ঢাকাগামী গাড়ি আটকে ঢাকা-খুলনা মহাসড়কে যানজট তৈরী হয়। একইভাবে পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কেও কয়েকশ গাড়ি আটকা পড়ে।

রোববার সকালে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে প্রায় চার কিলোমিটার লম্বা দুই লাইনে কয়েকশ যানবাহন আটকা পড়ে। এরমধ্যে বেশিরভাগ রয়েছে শনিবার সন্ধ্যার পর আসা ঢাকাগামী যাত্রীবাহি নৈশ কোচ। তীব্র শীত ও ঘন কুয়াশায় আটকে থাকা যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাবেয়া পরিবহনের চালক শুকুর আলী বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফেরি ঘাটের কাছে এসে পৌছে দেখি কুয়াশায় ফেরি বন্ধ হয়ে গেছে। রাতভর বাসের নারী-শিশু যাত্রীরা আটকে দুর্ভোগের শিকার হন। প্রায় ১৩ ঘন্টা ঘাটে একই স্থানে বসে থাকায় যাত্রীরা ক্লান্ত হয়ে পড়েছে।

যশোর থেকে আসা পন্যবাহি গাড়ি চালক রজব আলী বলেন, শনিবার সন্ধ্যায় ঘাটে পৌছলেও আগে বাস পার করায় আমরা পিছনে পড়ে যায়। ১০টার দিকে ফেরি বন্ধ হয়ে গেলে রাতভর ঘাটেই আটকে থাকি। ১২ ঘন্টা পর ফেরি চালু হলেও রাতে আটকে থাকা যাত্রীবাহি নৈশকোচ অগ্রাধিকার ভিত্তিতে পার করছে। ফলে আমাদের কতক্ষণ বসে থাকতে হবে তার কোন হিসাব পাচ্ছিনা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

কুয়াশায় ১২ ঘন্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চালু, উভয় ঘাটে দীর্ঘ যানজট

পোস্ট হয়েছেঃ ১০:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আবারও কুয়াশায় ১০ ঘন্টার বেশি ফেরি বন্ধ ছিল। শনিবার রাত ১০টা থেকে ফেরি বন্ধ হয়ে পরদিন রোববার সকাল সোয়া ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধের কারনে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহি নৈশ কোচসহ পন্যবাহি গাড়ির কারনে দীর্ঘ যানজট তৈরী হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহাবুব আলী সরদার জানান, ৭ম দিনের মতো শনিবার সন্ধ্যা থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সাথে কুয়াশা বাড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে বাধ্য হয়ে রাত ১০ টা থেকে ফেরি বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া তিনটি ফেরি দুর্ঘটনা এড়াতে মাঝ নদীতে নোঙর করে থাকে। এ ছাড়া আরো কয়েকটি ফেরি ছাড়ার প্রস্তুতি নিয়েও ছাড়তে পারেনি। গত এক সপ্তাহ ধরে ভারি কুয়াশার কারনে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।

মাহাবুব আলী সরদার আরো জানান, অনেক বেলা পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা পড়তে থাকে। যে কারণে কেউ ঘর থেকে ঠিক মতো বের হতে পারছেনা। রোববার সকাল ১০টার পর থেকে কুয়াশা কমতে থাকলে সোয়া ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যাত্রীবাহি নৈশকোচসহ নদী পাড়ি দিতে আসা ঢাকাগামী গাড়ি আটকে ঢাকা-খুলনা মহাসড়কে যানজট তৈরী হয়। একইভাবে পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কেও কয়েকশ গাড়ি আটকা পড়ে।

রোববার সকালে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে প্রায় চার কিলোমিটার লম্বা দুই লাইনে কয়েকশ যানবাহন আটকা পড়ে। এরমধ্যে বেশিরভাগ রয়েছে শনিবার সন্ধ্যার পর আসা ঢাকাগামী যাত্রীবাহি নৈশ কোচ। তীব্র শীত ও ঘন কুয়াশায় আটকে থাকা যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাবেয়া পরিবহনের চালক শুকুর আলী বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফেরি ঘাটের কাছে এসে পৌছে দেখি কুয়াশায় ফেরি বন্ধ হয়ে গেছে। রাতভর বাসের নারী-শিশু যাত্রীরা আটকে দুর্ভোগের শিকার হন। প্রায় ১৩ ঘন্টা ঘাটে একই স্থানে বসে থাকায় যাত্রীরা ক্লান্ত হয়ে পড়েছে।

যশোর থেকে আসা পন্যবাহি গাড়ি চালক রজব আলী বলেন, শনিবার সন্ধ্যায় ঘাটে পৌছলেও আগে বাস পার করায় আমরা পিছনে পড়ে যায়। ১০টার দিকে ফেরি বন্ধ হয়ে গেলে রাতভর ঘাটেই আটকে থাকি। ১২ ঘন্টা পর ফেরি চালু হলেও রাতে আটকে থাকা যাত্রীবাহি নৈশকোচ অগ্রাধিকার ভিত্তিতে পার করছে। ফলে আমাদের কতক্ষণ বসে থাকতে হবে তার কোন হিসাব পাচ্ছিনা।