০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুর জেলা আ.লীগঃ শামীম হকে উল্লাস, শাহ মো. ইশতিয়াকে বিস্ময়

ফরিদপুর জেলা আ. লীগের সভাপতি শামীম, সম্পাদক ইশতিয়াক

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এসেছে দুটি নতুন মুখ। সভাপতি হয়েছেন শামীম হক এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শাহ মো. ইশতিয়াককে।

সভাপতি হিসেবে শামীম হক প্রত্যাশিত থাকলেও সাধারণ সম্পাদক হিসেবে শাহ ইশতিয়াক ছিলেন অভাবনীয়। সম্মেলন সামনে রেখে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভাবনায় এ নাম ছিল না। এরই প্রতিফলন ঘটেছে দুই নেতার নাম ঘোষণাপর্বের প্রতিক্রিয়ায়।

গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের শেষে কমিটির শীর্ষ দুজনের নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে প্রত্যাশী ছিলেন ১০ জন এবং সাধারণ সম্পাদক পদে প্রত্যাশী ছিলেন ২১ জন। পদপ্রত্যাশীদের নিজেদের মধ্যে আলাপ করে এক সিদ্ধান্তে আসার প্রস্তাব দেন সম্মেলনের প্রধান অতিথি কাজী জাফর উল্যাহ। প্রত্যাশীরা সিদ্ধান্তে আসতে না পারায় কাজী জাফর উল্যাহ শামীম হক ও ইশতিয়াকের নাম ঘোষণা করে বলেন, দলের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আলাপ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘সাধারণ সম্পাদক হতে চাই’ মর্মে ইশতিয়াক শহরে কোনো তোরণ কিংবা ব্যানার-ফেস্টুন করেননি। তবে সম্মেলনের সাফল্য কামনা করে একটি তোরণ নির্মাণ করেছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সামনে এবং গুটিকয় ব্যানার-ফেস্টুন বানিয়েছিলেন, যাতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বাদে ছিল কাজী জাফর উল্যাহর ছবি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ কাজী জাফর উল্যাহ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শামীম হকের নাম যখন ঘোষণা করেন, তখন সভাস্থলে উপস্থিত ব্যক্তিরা উল্লাসে ফেটে পড়েন। ওই সময় শামীম হক মঞ্চে ছিলেন। তিনি সবার সঙ্গে করমর্দনসহ কোলাকুলি করেন। সভাস্থল থেকে মুহুর্মুহু স্লোগান ও বাদ্যযন্ত্রের সঙ্গে মিছিল বের হয়। অন্যদিকে এক মিনিট বিরতিতে সাধারণ সম্পাদক হিসেবে শাহ মো. ইশতিয়াকের নাম যখন ঘোষণা করা হয়, তখন সভাস্থলে পিনপতন নীরবতা বিরাজ করে। মঞ্চে উপস্থিত অন্য সাধারণ সম্পাদক প্রার্থীরা বিস্ময়ে হতবাক হয়ে যান।

ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত শামীম হক। জিয়া-এরশাদের সামরিক শাসনামলে দীর্ঘদিন বিদেশে ছিলেন। তিনি নেদারল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পরে ইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হন। জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটিতে সহসভাপতি ছিলেন শামীম হক।

শাহ মো. ইশতিয়াক হোসেনও ছাত্রজীবন থেকে ছাত্রলীগ করেন। সদ্য বিলুপ্ত জেলা আওয়ামী লীগের তিনি তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বাবা শাহ মো. নূরুন্নবী বৃহত্তর ফরিদপুরসহ জেলা ফরিদপুরের সাধারণ সম্পাদক ছিলেন, ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য।

সভাপতি হিসেবে শামীম হককে সহজভাবে মেনে নিলেও ইশতিয়াককে সম্পাদক করায় কোনোভাবে হিসাব মেলাতে পারছেন না আওয়ামী লীগের নেতা-কর্মীরা। অনেকে বিষয়টি ২০০৫ সালের সম্মেলনে কাজী জায়নুল আবেদীনের সভাপতি হওয়ার মতো চমক হিসেবে দেখছেন।

জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সদস্যসচিব আইভী মাসুদ বলেন, ‘সম্মেলনে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে, তাকে মিছিলে দেখিনি। স্বাক্ষর করে চলে যেত। কোনো কথা বলত না, তাকে কখনো বক্তৃতা দিতেও দেখিনি।’

এ ব্যাপারে নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে ছাত্রলীগ করি। মিছিল করিনি সত্য নয়, তবে বক্তৃতা দিইনি। বিগত দিনে যে পরিবেশ ছিল, তখন বক্তৃতা দেওয়ার সুযোগ ছিল না।’

তখ্য সূত্রঃ প্রথম আলো

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ফরিদপুর জেলা আ.লীগঃ শামীম হকে উল্লাস, শাহ মো. ইশতিয়াকে বিস্ময়

পোস্ট হয়েছেঃ ০১:২৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এসেছে দুটি নতুন মুখ। সভাপতি হয়েছেন শামীম হক এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শাহ মো. ইশতিয়াককে।

সভাপতি হিসেবে শামীম হক প্রত্যাশিত থাকলেও সাধারণ সম্পাদক হিসেবে শাহ ইশতিয়াক ছিলেন অভাবনীয়। সম্মেলন সামনে রেখে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভাবনায় এ নাম ছিল না। এরই প্রতিফলন ঘটেছে দুই নেতার নাম ঘোষণাপর্বের প্রতিক্রিয়ায়।

গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের শেষে কমিটির শীর্ষ দুজনের নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে প্রত্যাশী ছিলেন ১০ জন এবং সাধারণ সম্পাদক পদে প্রত্যাশী ছিলেন ২১ জন। পদপ্রত্যাশীদের নিজেদের মধ্যে আলাপ করে এক সিদ্ধান্তে আসার প্রস্তাব দেন সম্মেলনের প্রধান অতিথি কাজী জাফর উল্যাহ। প্রত্যাশীরা সিদ্ধান্তে আসতে না পারায় কাজী জাফর উল্যাহ শামীম হক ও ইশতিয়াকের নাম ঘোষণা করে বলেন, দলের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আলাপ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘সাধারণ সম্পাদক হতে চাই’ মর্মে ইশতিয়াক শহরে কোনো তোরণ কিংবা ব্যানার-ফেস্টুন করেননি। তবে সম্মেলনের সাফল্য কামনা করে একটি তোরণ নির্মাণ করেছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সামনে এবং গুটিকয় ব্যানার-ফেস্টুন বানিয়েছিলেন, যাতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বাদে ছিল কাজী জাফর উল্যাহর ছবি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ কাজী জাফর উল্যাহ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শামীম হকের নাম যখন ঘোষণা করেন, তখন সভাস্থলে উপস্থিত ব্যক্তিরা উল্লাসে ফেটে পড়েন। ওই সময় শামীম হক মঞ্চে ছিলেন। তিনি সবার সঙ্গে করমর্দনসহ কোলাকুলি করেন। সভাস্থল থেকে মুহুর্মুহু স্লোগান ও বাদ্যযন্ত্রের সঙ্গে মিছিল বের হয়। অন্যদিকে এক মিনিট বিরতিতে সাধারণ সম্পাদক হিসেবে শাহ মো. ইশতিয়াকের নাম যখন ঘোষণা করা হয়, তখন সভাস্থলে পিনপতন নীরবতা বিরাজ করে। মঞ্চে উপস্থিত অন্য সাধারণ সম্পাদক প্রার্থীরা বিস্ময়ে হতবাক হয়ে যান।

ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত শামীম হক। জিয়া-এরশাদের সামরিক শাসনামলে দীর্ঘদিন বিদেশে ছিলেন। তিনি নেদারল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পরে ইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হন। জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটিতে সহসভাপতি ছিলেন শামীম হক।

শাহ মো. ইশতিয়াক হোসেনও ছাত্রজীবন থেকে ছাত্রলীগ করেন। সদ্য বিলুপ্ত জেলা আওয়ামী লীগের তিনি তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বাবা শাহ মো. নূরুন্নবী বৃহত্তর ফরিদপুরসহ জেলা ফরিদপুরের সাধারণ সম্পাদক ছিলেন, ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য।

সভাপতি হিসেবে শামীম হককে সহজভাবে মেনে নিলেও ইশতিয়াককে সম্পাদক করায় কোনোভাবে হিসাব মেলাতে পারছেন না আওয়ামী লীগের নেতা-কর্মীরা। অনেকে বিষয়টি ২০০৫ সালের সম্মেলনে কাজী জায়নুল আবেদীনের সভাপতি হওয়ার মতো চমক হিসেবে দেখছেন।

জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সদস্যসচিব আইভী মাসুদ বলেন, ‘সম্মেলনে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে, তাকে মিছিলে দেখিনি। স্বাক্ষর করে চলে যেত। কোনো কথা বলত না, তাকে কখনো বক্তৃতা দিতেও দেখিনি।’

এ ব্যাপারে নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে ছাত্রলীগ করি। মিছিল করিনি সত্য নয়, তবে বক্তৃতা দিইনি। বিগত দিনে যে পরিবেশ ছিল, তখন বক্তৃতা দেওয়ার সুযোগ ছিল না।’

তখ্য সূত্রঃ প্রথম আলো