নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ মানবিক সয়ায়তার আওতায় ২০২২-২৩ অর্থ বছরের জাটকা আহরন বিরত সময়ে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরন করা হয়েছে। এ সময় এই ইউনিয়নের ২৫৭ জন জেলের মাঝে ৮০ কেজি করে চাল বিতরন করা হয়।
রোববার সকালে বরাট ইউনিয়ন পরিষদের কার্যালয়ে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় এ ইউনিয়নের ২৫৭ জন জেলের মাঝে ৮০ কেজি করে এ চাল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সামসুদ্দিন, প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হালিম, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত সদর উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকতা মোস্তফা কামাল, বরাট ইউপি সদস্য মো. গোলাপ আলী সরদার, ইউনুস আলী শেখ, কাজী রফিক, সংরক্ষন আসনের মহিলা সদস্য মর্জিনা বেগম ও জিন্নাতুনেছা প্রমুখ।