০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর মিজানপুরে বন্যার্তদের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

রাজবাড়ীমেইল ডেস্কঃ দু’দফায় বন্যায় রাজবাড়ীর পদ্মার দুর্গম চরাঞ্চলের মানুষ দুর্ভোগে জীবন যাপন করছে। সবকিছু তলিয়ে যাওয়ায় ছিল না তাদের ঘরে খাবার। এমন পরিস্থিতিতে সরকারের জিআর এর বিশেষ বরাদ্দ হিসেবে বন্যার্তদের ত্রানের চাল বিতরন কার্যক্রম পরিচালনা শুরু করেছে। অথচ বন্যার্ত এসব মানুষের চাল বিতরনে অনিয়মের অভিযোগ করেছেন ভুক্তভোগী বানভাসিরা।

মঙ্গলবার (২১ জুলাই) সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ১, ২, ৩, ৬, ৭, ৮ এবং ৯নং ওয়ার্ডের বানভাসীদের ১০ কেজি হারে চাল বিতরনের কথা ছিল। সে হিসেবে এসব অসহায় পাঁচ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে মঙ্গলবার সকালে গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাল বিতরন করা হয়। ১০ কেজি চাল দেয়ার কথা থাকলেও সেখানে ওজনে কম দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১০ কেজির পরিবর্তে দেওয়া হয় ৮ কেজি ১০০ গ্রাম থেকে সাড়ে ৮ কেজি করে।

চাল নিতে আসা বন্যার্ত এসব মানুষ বলেন, এমনিতেই তারা অসহায় জীবন যাপন করছে। তারপরও যদি তাদের ঠিকমত চাল দেয়া হত, এ দুঃসময়ে তাহলে আরো একটু ভালো হতো। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগে বলেন, স্থানীয় বাজারের দোকানে চাল ওজন দিয়ে তারা সেখানে কম পেয়েছেন।

এদিকে ভুক্তভোগী আরো অনেক পরিবার চাল নিতে এসেও কার্ড না থাকায় বাড়িতে খালি হাতে ফিরে গেছেন। অন্যদিকে এই স্কুলে ৫০০ জনের চাল বিতরন করার কথা থাকলেরও সেখানে সম্পূর্ণ চাল বিতরন করা হয়নি বলে জানান স্থানীয়রা। অন্যান্য আরো ২টি ওয়ার্ডের বৃষ্টির পানিতে তাদের ফসলী ক্ষেত তলিয়ে গেলেও তাদের এ ত্রানের তালিকায় কোন সহযোগীতা করা হয়নি। ইউনিয়নের যে ৩ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য রয়েছে তাদের এলাকায়ও পুরুষ সদস্যদের চালের কার্ড দেওয়া হলেও সেখানে এ ৩ জন মহিলা সদস্য কোন ত্রানের চালের কার্ড পাননি বলে অভিযোগে বলেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে একাধিকবার ফোন করা হলেও তার ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীর মিজানপুরে বন্যার্তদের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

পোস্ট হয়েছেঃ ১০:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ দু’দফায় বন্যায় রাজবাড়ীর পদ্মার দুর্গম চরাঞ্চলের মানুষ দুর্ভোগে জীবন যাপন করছে। সবকিছু তলিয়ে যাওয়ায় ছিল না তাদের ঘরে খাবার। এমন পরিস্থিতিতে সরকারের জিআর এর বিশেষ বরাদ্দ হিসেবে বন্যার্তদের ত্রানের চাল বিতরন কার্যক্রম পরিচালনা শুরু করেছে। অথচ বন্যার্ত এসব মানুষের চাল বিতরনে অনিয়মের অভিযোগ করেছেন ভুক্তভোগী বানভাসিরা।

মঙ্গলবার (২১ জুলাই) সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ১, ২, ৩, ৬, ৭, ৮ এবং ৯নং ওয়ার্ডের বানভাসীদের ১০ কেজি হারে চাল বিতরনের কথা ছিল। সে হিসেবে এসব অসহায় পাঁচ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে মঙ্গলবার সকালে গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাল বিতরন করা হয়। ১০ কেজি চাল দেয়ার কথা থাকলেও সেখানে ওজনে কম দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১০ কেজির পরিবর্তে দেওয়া হয় ৮ কেজি ১০০ গ্রাম থেকে সাড়ে ৮ কেজি করে।

চাল নিতে আসা বন্যার্ত এসব মানুষ বলেন, এমনিতেই তারা অসহায় জীবন যাপন করছে। তারপরও যদি তাদের ঠিকমত চাল দেয়া হত, এ দুঃসময়ে তাহলে আরো একটু ভালো হতো। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগে বলেন, স্থানীয় বাজারের দোকানে চাল ওজন দিয়ে তারা সেখানে কম পেয়েছেন।

এদিকে ভুক্তভোগী আরো অনেক পরিবার চাল নিতে এসেও কার্ড না থাকায় বাড়িতে খালি হাতে ফিরে গেছেন। অন্যদিকে এই স্কুলে ৫০০ জনের চাল বিতরন করার কথা থাকলেরও সেখানে সম্পূর্ণ চাল বিতরন করা হয়নি বলে জানান স্থানীয়রা। অন্যান্য আরো ২টি ওয়ার্ডের বৃষ্টির পানিতে তাদের ফসলী ক্ষেত তলিয়ে গেলেও তাদের এ ত্রানের তালিকায় কোন সহযোগীতা করা হয়নি। ইউনিয়নের যে ৩ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য রয়েছে তাদের এলাকায়ও পুরুষ সদস্যদের চালের কার্ড দেওয়া হলেও সেখানে এ ৩ জন মহিলা সদস্য কোন ত্রানের চালের কার্ড পাননি বলে অভিযোগে বলেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে একাধিকবার ফোন করা হলেও তার ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।