Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

কালুখালীতে ট্রান্সফরমার চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ১০০ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৭ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, কালুখালী, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালীতে ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে গুরুতর আহত এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নাজমুল মোল্লা (৩৫) নামের এক যুবক ফরিদপুরের মধুখালী উপজেলার পূর্ব গাড়াখোলা গ্রামের মৃত আহম্মদ মোল্লার ছেলে।

শনিবার ভোরে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ায় ট্রান্সফরমার মাথায় করে পালানোর সময় এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকার হন নাজমুল। এসময় তাঁর সঙ্গে থাকা নিকটাত্মীয় নজরুল কাজীসহ অপর একজন পালিয়ে যান। এ ঘটনায় শনিবার রাতেই নিহত যুবকের স্ত্রী বাদী হয়ে থানায় ৯০ থেকে ১০০জনকে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোর ৪টার দিকে হরিণবাড়িয়া গ্রামে তিন ব্যক্তিকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নিয়ে পালাতে দেখে স্থানীয় লোকজন ধাওয়া দেন। দুজন পালিয়ে গেলেও মাথায় ট্রান্সফরমার থাকায় পালাতে না পেরে লোকজনের হাতে ধরা পড়েন নাজমুল। এসময় তাঁকে মারধরা করা হয়। লোকজন সেখান থেকে স্থানীয় মাধবপুর রাজধানী বাজারে এনে দ্বিতীয় দফা পিটুনি দেন নাজমুলকে। গুরুতর আহত হলে তাঁকে স্থানীয় কয়েকজন ভ্যানে করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে ফেলে যান। হাসপাতালের জরুরি বিভাগের লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া শুরু করলে বেলা একটার দিকে তিনি মারা যান।

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান জানান, শনিবার সকাল পৌনে ৯টার দিকে অজ্ঞাত কয়েকজন জরুরি বিভাগের সামনে গুরুতর আহত একজনকে রেখে যায়। জরুরি বিভাগের লোকজনের সহায়তায় তাকে ভর্তি করা হয়। ট্রান্সফরমার চুরির অভিযোগে সে গণপিটুর শিকার হয়েছে বলে জানায়। এসময় থানা পুলিশকে ও তার স্ত্রীর মুঠোফোন নাম্বার নিয়ে পরিবারকে জানানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে অভ্যন্তরীন অতিমাত্রায় রক্ত ক্ষরণের কারনেই তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে বিকেলে উপস্থিত হন স্ত্রী আন্না বেগমসহ পরিবারের লোকজন। এসময় নাজমুলের স্ত্রী জানায়, দুর্ঘটনার আগের দিন নাজমুল তাদের নিকট আত্মীয় কালুখালী উপজেলার মাধবপুর নজরুল ইসলাম কাজীর বাড়িতে বেড়াতে আসেন। ট্রান্সফরমার চুরির সন্দেহে তার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্বামী হত্যার বিচার চেয়ে রাতেই তিনি থানায় মামলা করেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরতহাল শেষে রোববার সকালে ময়না তদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নাজমুলের স্ত্রী আন্না বেগম বাদী হয়ে শনিবার রাতেই থানায় ৯০ থেকে ১০০জন অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম শনিবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নিহত নাজমুলের বিরুদ্ধে ফরিদপুরের বিভিন্ন থানায় ১০টি ও রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় ১টিসহ মোট ১১টি মামলা রয়েছে। এরমধ্যে ৩টি ডাকাতি প্রস্তুতি, ৬টি চুরি ও ১টি মাদকদ্রব্য মামলা রয়েছে। তার আত্মীয় নজরুল কাজীর বিরুদ্ধেও রাজবাড়ীর বিভিন্ন থানায় ৫টি ও ফরিদপুরের মধুখালী থানায় ১টিসহ মোট ৬টি চুরি মামলা রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি