০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৩নম্বর ওয়ার্ড সদস্য নির্বাচিত হলেন আয়ুব

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন আয়েব আলী খাঁন। এই ওয়ার্ডের মোট চারজন প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থী স্বশরীরে উপস্থিত হয়ে প্রার্থীতা প্রত্যাহার করায় গতকাল রোববার রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী গত বছর ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিন নম্বর ওয়ার্ডের দুই হ্যাবিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন হয় চরম উত্তেজনাপূর্ণ। অল্পকিছু ভোটের ব্যবধানে দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগ নেতা, ব্যবসায়ী রাশেদুল ইসলাম ওরফে পান্নু মোল্লা বিজয়ী হন। তার কাছে সামান্য ভোটে পরাজিত হন ইউনিয়ন আ.লীগ নেতা, ব্যবসায়ী আয়েব আলী খাঁন। নির্বাচনের ৯ মাস পর চলতি বছর ২০ জুন ইউপি সদস্য রাশেদুল ইসলাম পান্নু মোল্লা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। একদিন পর ২২ জুন উপজেলা প্রশাসন ওই ওয়ার্ডের আসন শূন্য ঘোষণা করে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ নির্বাচন) বিধিমালা, ২০১০ এর বিধি ১০(১) অনুসারে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠানের জন্য মনোনয়নপত্র আহ্বান করে নির্বাচনের তফশীল ঘোষণা করে। ঘোষিত তফশীল অনুযায়ী নির্ধারিত দিনে ৪টি মনোনয়নপত্র জমা পরে এবং প্রাপ্ত মনোনয়ন সমূহ বিধি ১৪ অনুসারে যাচাই বাছাই করে ৪ জন প্রার্থী বৈধ হিসেবে বিবেচিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শনিবার (৩ অক্টোবর) তিনজন প্রার্থী স্বশরীরে উপস্থিত হয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। একজন প্রার্থী অবশিষ্ট থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ২১ অনুসারে আয়েব আলী খাঁনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।

উল্লেখ্য, দৌলতদিয়ার ৩নম্বর ওয়ার্ডে আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩৬৫ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া তিন প্রার্থী হচ্ছে রফিকুল ইসলাম, মো. হারুন মোল্লা ও মো. খোকন মোল্লা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৩নম্বর ওয়ার্ড সদস্য নির্বাচিত হলেন আয়ুব

পোস্ট হয়েছেঃ ০৬:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন আয়েব আলী খাঁন। এই ওয়ার্ডের মোট চারজন প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থী স্বশরীরে উপস্থিত হয়ে প্রার্থীতা প্রত্যাহার করায় গতকাল রোববার রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী গত বছর ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিন নম্বর ওয়ার্ডের দুই হ্যাবিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন হয় চরম উত্তেজনাপূর্ণ। অল্পকিছু ভোটের ব্যবধানে দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগ নেতা, ব্যবসায়ী রাশেদুল ইসলাম ওরফে পান্নু মোল্লা বিজয়ী হন। তার কাছে সামান্য ভোটে পরাজিত হন ইউনিয়ন আ.লীগ নেতা, ব্যবসায়ী আয়েব আলী খাঁন। নির্বাচনের ৯ মাস পর চলতি বছর ২০ জুন ইউপি সদস্য রাশেদুল ইসলাম পান্নু মোল্লা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। একদিন পর ২২ জুন উপজেলা প্রশাসন ওই ওয়ার্ডের আসন শূন্য ঘোষণা করে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ নির্বাচন) বিধিমালা, ২০১০ এর বিধি ১০(১) অনুসারে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠানের জন্য মনোনয়নপত্র আহ্বান করে নির্বাচনের তফশীল ঘোষণা করে। ঘোষিত তফশীল অনুযায়ী নির্ধারিত দিনে ৪টি মনোনয়নপত্র জমা পরে এবং প্রাপ্ত মনোনয়ন সমূহ বিধি ১৪ অনুসারে যাচাই বাছাই করে ৪ জন প্রার্থী বৈধ হিসেবে বিবেচিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শনিবার (৩ অক্টোবর) তিনজন প্রার্থী স্বশরীরে উপস্থিত হয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। একজন প্রার্থী অবশিষ্ট থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ২১ অনুসারে আয়েব আলী খাঁনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।

উল্লেখ্য, দৌলতদিয়ার ৩নম্বর ওয়ার্ডে আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩৬৫ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া তিন প্রার্থী হচ্ছে রফিকুল ইসলাম, মো. হারুন মোল্লা ও মো. খোকন মোল্লা।