০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ঝুঁকি উপেক্ষা করে অজ্ঞাত ব্যক্তির জানাযা ও দাফনের দায়িত্ব নিল গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ফেলে রেখে যাওয়া অজ্ঞাত ব্যক্তি (৪৫) মারা গেছেন। করোনা ঝুঁকি উপেক্ষা করে পরিচয়হীন ওই ব্যক্তির কেউ দায়িত্ব না নেওয়ায় সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সদস্যরা তার জানাযা নামাজ ও দাফনের ব্যবস্থা করেন। তাঁদের এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেন স্বাস্থ্য বিভাগ, পুলিশ সহ অন্যান্যরা। বুধবার রাতেই গোয়ালন্দের রমযান মাতুব্বর পাড়ার কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জানা যায়, ২৫ সেপ্টেম্বর বিকেলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বয়সী অসুস্থ্য, রুগ্ন অজ্ঞাত ওই ব্যক্তিকে কে বা কাহারা রেখে যান। এরপর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের সামনেই পড়ে ছিল। কেউ কোন খোঁজ খবর না রাখায় দুই দিন পর ২৮ সেপ্টেম্বর সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব এর সদস্যরা তাকে গোছল করিয়ে, নতুন পোষাক পরিধান করিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করে। উপজেলা স্বাস্থ্য বিভাগ তাঁর সার্বিক চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। দুই দিন পর বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব এর সদস্য ও প্রথম আলো বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক শফিক মন্ডল বলেন, হাসপাতাল চত্বরে একজন মধ্যবয়সী রুগ্ন এবং খুবই গুরুতর অসুস্থ্য অবস্থায় এক ব্যক্তিকে এভাবে পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। কেউ এগিয়ে না আসায় আমরা উপস্থিত বন্ধুসভা ও ব্লাড ডোনার ক্লাবের কয়েকজন সদস্য করোনা ভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে তাকে উদ্ধার করে গোসলের ব্যবস্থা করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। আমাদের কাজের সাথে হাসপাতালের চিকিৎসক, নার্স সহ অন্যান্যরাও যোগ দেন। আমরা মনে করি, একজন মানুষ হিসেবে এটি আমাদের নৈতিক দায়িত্ব।

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব ও বন্ধুসভার সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন বলেন, এমন দেখে আমরা তাৎক্ষনিক সকলে মিলে দ্রুত তার চিকিৎসার উদ্যোগ নেই। হাসপাতাল কর্তৃপক্ষ এবং ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম মুন্সীর তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেন। হাসপাতালে ভর্তির দুই দিন পর গত বুধবার সকালে মারা যান। পরিচয় না পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রথমে পৌরসভা দেখে দায়িত্ব নিয়ে লাশ দাফনের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে তারা এগিয়ে না আসায় আমরা আঞ্জুমান মফিদুল ইসলাম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করি ব্যার্থ হলে নিজেরাই দাফনের সিদ্ধান্ত নেই। আমাদের এ মহোতী কাজে সবাই এগিয়ে এসেছেন। এজন্য সকলের কাছে আমরা কৃতজ্ঞ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিতাই কুমার ঘোষ বলেন, সারাদিনে তেমন ব্যবস্থা না হওয়ায় অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানা পুলিশের সাথে সমন্বয় করে ব্লাড ডোনার ক্লাবের কাছে লাশ বুঝিয়ে দেই। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এস.আই) ইকবাল আহমেদ, ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাদের উপস্থিতিতে রাতে হাসপাতাল চত্বরে জানাযা নামাজ শেষে উজানচর রমযান মাতুব্বর পাড়া (জমিদার ব্রীজ) কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

করোনা ঝুঁকি উপেক্ষা করে অজ্ঞাত ব্যক্তির জানাযা ও দাফনের দায়িত্ব নিল গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব

পোস্ট হয়েছেঃ ০৯:০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ফেলে রেখে যাওয়া অজ্ঞাত ব্যক্তি (৪৫) মারা গেছেন। করোনা ঝুঁকি উপেক্ষা করে পরিচয়হীন ওই ব্যক্তির কেউ দায়িত্ব না নেওয়ায় সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সদস্যরা তার জানাযা নামাজ ও দাফনের ব্যবস্থা করেন। তাঁদের এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেন স্বাস্থ্য বিভাগ, পুলিশ সহ অন্যান্যরা। বুধবার রাতেই গোয়ালন্দের রমযান মাতুব্বর পাড়ার কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জানা যায়, ২৫ সেপ্টেম্বর বিকেলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বয়সী অসুস্থ্য, রুগ্ন অজ্ঞাত ওই ব্যক্তিকে কে বা কাহারা রেখে যান। এরপর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের সামনেই পড়ে ছিল। কেউ কোন খোঁজ খবর না রাখায় দুই দিন পর ২৮ সেপ্টেম্বর সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব এর সদস্যরা তাকে গোছল করিয়ে, নতুন পোষাক পরিধান করিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করে। উপজেলা স্বাস্থ্য বিভাগ তাঁর সার্বিক চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। দুই দিন পর বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব এর সদস্য ও প্রথম আলো বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক শফিক মন্ডল বলেন, হাসপাতাল চত্বরে একজন মধ্যবয়সী রুগ্ন এবং খুবই গুরুতর অসুস্থ্য অবস্থায় এক ব্যক্তিকে এভাবে পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। কেউ এগিয়ে না আসায় আমরা উপস্থিত বন্ধুসভা ও ব্লাড ডোনার ক্লাবের কয়েকজন সদস্য করোনা ভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে তাকে উদ্ধার করে গোসলের ব্যবস্থা করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। আমাদের কাজের সাথে হাসপাতালের চিকিৎসক, নার্স সহ অন্যান্যরাও যোগ দেন। আমরা মনে করি, একজন মানুষ হিসেবে এটি আমাদের নৈতিক দায়িত্ব।

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব ও বন্ধুসভার সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন বলেন, এমন দেখে আমরা তাৎক্ষনিক সকলে মিলে দ্রুত তার চিকিৎসার উদ্যোগ নেই। হাসপাতাল কর্তৃপক্ষ এবং ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম মুন্সীর তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেন। হাসপাতালে ভর্তির দুই দিন পর গত বুধবার সকালে মারা যান। পরিচয় না পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রথমে পৌরসভা দেখে দায়িত্ব নিয়ে লাশ দাফনের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে তারা এগিয়ে না আসায় আমরা আঞ্জুমান মফিদুল ইসলাম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করি ব্যার্থ হলে নিজেরাই দাফনের সিদ্ধান্ত নেই। আমাদের এ মহোতী কাজে সবাই এগিয়ে এসেছেন। এজন্য সকলের কাছে আমরা কৃতজ্ঞ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিতাই কুমার ঘোষ বলেন, সারাদিনে তেমন ব্যবস্থা না হওয়ায় অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানা পুলিশের সাথে সমন্বয় করে ব্লাড ডোনার ক্লাবের কাছে লাশ বুঝিয়ে দেই। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এস.আই) ইকবাল আহমেদ, ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাদের উপস্থিতিতে রাতে হাসপাতাল চত্বরে জানাযা নামাজ শেষে উজানচর রমযান মাতুব্বর পাড়া (জমিদার ব্রীজ) কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।