০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির সভা ও স্বাধীনতা দিবসের পুরস্কার বিতরণ

আবুল হোসেন, গোয়ালন্দঃ  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উপলক্ষে কয়েক প্রতিষ্ঠান কে পুরস্কার দেওয়া হয়। সোমবার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মো. মোস্তফা মুন্সী, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,  উপজেলা আওয়ামী লীগের সাধরন সম্পাদক বিপ্লব ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য নির্মল চক্রবর্তী, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

সভায় ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, দৌলতদিয়া ঘাটে যানজট যেন না তৈরি হয় সেদিকে নজর রাখা, মহাসড়ক ও ঘাট এলাকায় পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করা, লঞ্চ ঘাটের সড়ক দ্রুত মেরামত করা, ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল সহ যানবাহনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা, বাজার মনিটরিং করা, ছিনতাই, মাদকমুক্ত, ট্রাক বুকিং কাউন্টারে অতিরিক্ত টাকা নেয়া, ঘাটে যানজট তৈরি হলে মহাসড়ক থেকে গোয়ালন্দ বাজার দিয়ে ট্রাক প্রবেশ করা, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহসহ আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।

ইউএনও আজিজুল হক খাঁন বলেন, যেহেতু রমজান মাস। সেই বিষয়টি মাথায় রেখে উপজেলার বাজার গুলোতে দ্রব্যমূল্যের সঠিক দাম, ভেজাল মিশ্রিত খাবার যেন কেউ বিক্রি না করতে পারে, তরমুজ কেজি হিসাবে বিক্রি না করে প্রতি পিস হিসাবে বিক্রি করাসহ উপজেলাবাসীকে সতর্ক থাকতে হবে। কারো সম্পর্কে নাশকতার বিষয়ে কোন সন্দেহ হলে সাথে সাথে বিষয়টি উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট থানা, পুলিশ বিভাগসহ জনপ্রতিনিধিদের জানানোর জন্য অনুরোধ করা হলো।

আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোয়ালন্দ ঘাট থানা, ফায়ার সার্ভিস ষ্টেশন, আনছার ভিডিবি এবং গোয়ালন্দ প্রেসক্লাবকে পুরস্কার দেওয়া হয়। স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানগন তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার গ্রহন করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির সভা ও স্বাধীনতা দিবসের পুরস্কার বিতরণ

পোস্ট হয়েছেঃ ০৯:২২:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২

আবুল হোসেন, গোয়ালন্দঃ  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উপলক্ষে কয়েক প্রতিষ্ঠান কে পুরস্কার দেওয়া হয়। সোমবার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মো. মোস্তফা মুন্সী, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,  উপজেলা আওয়ামী লীগের সাধরন সম্পাদক বিপ্লব ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য নির্মল চক্রবর্তী, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

সভায় ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, দৌলতদিয়া ঘাটে যানজট যেন না তৈরি হয় সেদিকে নজর রাখা, মহাসড়ক ও ঘাট এলাকায় পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করা, লঞ্চ ঘাটের সড়ক দ্রুত মেরামত করা, ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল সহ যানবাহনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা, বাজার মনিটরিং করা, ছিনতাই, মাদকমুক্ত, ট্রাক বুকিং কাউন্টারে অতিরিক্ত টাকা নেয়া, ঘাটে যানজট তৈরি হলে মহাসড়ক থেকে গোয়ালন্দ বাজার দিয়ে ট্রাক প্রবেশ করা, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহসহ আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।

ইউএনও আজিজুল হক খাঁন বলেন, যেহেতু রমজান মাস। সেই বিষয়টি মাথায় রেখে উপজেলার বাজার গুলোতে দ্রব্যমূল্যের সঠিক দাম, ভেজাল মিশ্রিত খাবার যেন কেউ বিক্রি না করতে পারে, তরমুজ কেজি হিসাবে বিক্রি না করে প্রতি পিস হিসাবে বিক্রি করাসহ উপজেলাবাসীকে সতর্ক থাকতে হবে। কারো সম্পর্কে নাশকতার বিষয়ে কোন সন্দেহ হলে সাথে সাথে বিষয়টি উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট থানা, পুলিশ বিভাগসহ জনপ্রতিনিধিদের জানানোর জন্য অনুরোধ করা হলো।

আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোয়ালন্দ ঘাট থানা, ফায়ার সার্ভিস ষ্টেশন, আনছার ভিডিবি এবং গোয়ালন্দ প্রেসক্লাবকে পুরস্কার দেওয়া হয়। স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানগন তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার গ্রহন করেন।