০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে দুই দিনের ব্যাবধানে নিত্য প্রয়োজনীয় পেঁয়াজের কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এতে নি¤œ আয়ের মানুষেরা পেঁয়াজ কিনতে এসে পরেছেন বিপাকে। চলতি সপ্তাহের শুরুতে মান ভেদে প্রতি কেজি দেশী পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০/৮০ টাকা কেজি দরে। আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম বৃদ্ধি ও বাজারে দেশী পেঁয়াজের আমদানি কম থাকার কারনে বাজার দর বৃদ্ধির মূল কারন বলে জানান ব্যবসায়ীরা।

পাইকারী বাজারে চলতি সপ্তাহের শুরুতে প্রতি মন পেঁয়াজ বিক্রি হয়েছে ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায়। গত দুই তিন দিন ধরে পাইকারী বাজারের দাম গিয়ে ঠেকেছে ৫ হাজার ২০০ টাকায়। পেঁয়াজের বাজার লাগামহীন বেড়ে যাওয়ায় হতাশ ব্যাবসায়ী ও ক্রেতারা।বাজারে হঠাৎ কেজিতে ৫০ টাকা দাম বাড়ায় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন।

রাজবাড়ী বড় বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা কিয়াম মোল্লা বলেন, পেঁয়াজের বাজার এভাবে বাড়তে থাকলে আমাদের নিম্ন আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়, কয়েকদিন পর পরই এভাবে বাড়ছে পেঁয়াজের বাজার দর। গত দশ দিন আগেও ৭৫ টাকা করে পেঁয়াজ কিনেছি, আজ বাজারে এসে দেখি ১৩০ টাকা কেজি। এভাবে হলে আমরা অল্প আয় দিয়ে বাচি কি করে।

তার মত আরো এক ক্রেতা বলেন, বাজার নিয়ন্ত্রনে কোন তদারকি না থাকায় সমস্যায় পরছেন তারা। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন তিনি।

পেঁয়াজ ব্যাবসায়ী মো. শহীদ মোল্লা বলেন, গত দুই তিনদিন ধরে প্রতি মণ ৩ হাজার টাকার পেঁয়াজের বাজার বেড়ে ৫ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর কেজিতে বেড়েছে ৪০/৫০ টাকা। তবে পাইকারী বাজারে আমদানি কম ও ভারতীয় পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারনে পেঁয়াজের বাজার পরিস্থিতি অস্বাভাবিক হয়েছে বলে মনে করেন। এতে তাদের বিক্রিও কমেছে অর্ধেকের বেশি। তবে নতুন পেঁয়াজ বাজারে আসতে আরো এক মাস সময় লাগবে। তখন কমে আসবে বাজার দর।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান জানান, পেঁয়াজের বাজার দর বৃদ্ধির কারন কি তা জানতে চাইলে ক্ষতিয়ে দেখবেন। ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের পার্থক্য বেশি থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়

পোস্ট হয়েছেঃ ১০:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে দুই দিনের ব্যাবধানে নিত্য প্রয়োজনীয় পেঁয়াজের কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এতে নি¤œ আয়ের মানুষেরা পেঁয়াজ কিনতে এসে পরেছেন বিপাকে। চলতি সপ্তাহের শুরুতে মান ভেদে প্রতি কেজি দেশী পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০/৮০ টাকা কেজি দরে। আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম বৃদ্ধি ও বাজারে দেশী পেঁয়াজের আমদানি কম থাকার কারনে বাজার দর বৃদ্ধির মূল কারন বলে জানান ব্যবসায়ীরা।

পাইকারী বাজারে চলতি সপ্তাহের শুরুতে প্রতি মন পেঁয়াজ বিক্রি হয়েছে ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায়। গত দুই তিন দিন ধরে পাইকারী বাজারের দাম গিয়ে ঠেকেছে ৫ হাজার ২০০ টাকায়। পেঁয়াজের বাজার লাগামহীন বেড়ে যাওয়ায় হতাশ ব্যাবসায়ী ও ক্রেতারা।বাজারে হঠাৎ কেজিতে ৫০ টাকা দাম বাড়ায় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন।

রাজবাড়ী বড় বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা কিয়াম মোল্লা বলেন, পেঁয়াজের বাজার এভাবে বাড়তে থাকলে আমাদের নিম্ন আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়, কয়েকদিন পর পরই এভাবে বাড়ছে পেঁয়াজের বাজার দর। গত দশ দিন আগেও ৭৫ টাকা করে পেঁয়াজ কিনেছি, আজ বাজারে এসে দেখি ১৩০ টাকা কেজি। এভাবে হলে আমরা অল্প আয় দিয়ে বাচি কি করে।

তার মত আরো এক ক্রেতা বলেন, বাজার নিয়ন্ত্রনে কোন তদারকি না থাকায় সমস্যায় পরছেন তারা। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন তিনি।

পেঁয়াজ ব্যাবসায়ী মো. শহীদ মোল্লা বলেন, গত দুই তিনদিন ধরে প্রতি মণ ৩ হাজার টাকার পেঁয়াজের বাজার বেড়ে ৫ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর কেজিতে বেড়েছে ৪০/৫০ টাকা। তবে পাইকারী বাজারে আমদানি কম ও ভারতীয় পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারনে পেঁয়াজের বাজার পরিস্থিতি অস্বাভাবিক হয়েছে বলে মনে করেন। এতে তাদের বিক্রিও কমেছে অর্ধেকের বেশি। তবে নতুন পেঁয়াজ বাজারে আসতে আরো এক মাস সময় লাগবে। তখন কমে আসবে বাজার দর।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান জানান, পেঁয়াজের বাজার দর বৃদ্ধির কারন কি তা জানতে চাইলে ক্ষতিয়ে দেখবেন। ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের পার্থক্য বেশি থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।