Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

লকডাউনেও দৌলতদিয়া-পাটুরিয়ায় যাত্রী ও ছোট গাড়ির সাড়ি, গাদাগাদি করে পাড়

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ১০:৩০ অপরাহ্ণ

Link Copied!

মইন মৃধা, গোয়ালন্দঃ করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে সারাদেশে লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাধারণ যাত্রী ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপ বাড়ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ নৌপথ দিয়ে গড়ে প্রতিদিন ৫ থেকে ৭ হাজার যানবাহন ও হাজার হাজার যাত্রী পারাপার হয়ে থাকে।

লকডাউনে ফেরিতে এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও জরুরীভাবে কোন যানবাহন ব্যাতিত অন্য কোন যানবাহন ও যাত্রী পারাপার বন্ধের কঠোর নির্দেশনা থাকলেও দৌলতদিয়া দিয়ে পারাপার হচ্ছে ব্যাক্তিগত অসংখ্য ছােট গাড়ি ও যাত্রী। এ সময় ফেরিতে সিরিয়াল না মেনে গাদাগাদি করে উঠতে ও নামতে দেখা গেছে প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীদের। নাই কোন সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধির বালাই।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, ব্যক্তিগত ছোট গাড়ির দীর্ঘ সারি। ৩০ মিনিটের নৌপথ পারাপারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। পরিবহন বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা দ্বিগুন ভাড়া দিয়ে মোটরসাইকেল, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাসে ঘাটে এসে ফেরি বা ট্রলার করে নদী পার হচ্ছেন। অন্যদিকে ফেরি পারাপারে ২৫ টাকার টিকেট ৩০ টাকা নিচ্ছে কতৃপক্ষঅনেকেই ফেরির নাগাল না পেয়ে ট্রলারে ৫০ টাকা দিয়ে নদী পার হতে দেখা গেছে। প্রচণ্ড রোদ আর তাপদাহে অনেকেই হাঁপিয়ে ওঠেছেন।

সুমন আহম্মেদ নামে প্রাইভেটকার চালক বলেন, মালিকের ফ্যামিলি নিয়ে যশোর থেকে সকাল সাড়ে ৭ টায় রওনা দিয়ে সাড়ে ৯ টায় ঘাটে বসে আছি। ভেবেছিলাম পরিবহন বন্ধ থাকায় ঘাট পারাপারে তেমন সময় লাগবে না। বেলা সাড়ে ৯টায় ঘাটে এসে দেখি ছোট গাড়ির দীর্ঘ সারি। ৩ ঘণ্টা অপেক্ষা করার পর ফেরিতে উঠার সিরিয়াল পেয়েছি।

অন্যদিকে সামাজিক দুরত্ব, স্বাস্থ্যবিধি নিশ্চিত ও লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ফিরােজ শেখ জানান, সীমিত সংখ্যক ফেরি দিয়ে জরুরী এ্যাম্বুলেন্স ও পাস নিয়ে আসা ছােট গাড়ি পার করা হচ্ছে। পাশাপাশি ব্যাক্তিগত গাড়ি পারের জন্য সিরিয়ালে অপেক্ষা করছে। এসব পারাপার নিয়ন্ত্রণে লােকবল প্রয়ােজন, কিন্তু তাদের লোকবল কম। ফেরির ছাড়ার সময় যাত্রীরাও উঠে যাচ্ছে। এ জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা প্রয়ােজন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি