Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৩০ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

গোয়ালন্দে গরু চুরির পর জবাই করে দুই রান নিয়ে পালানোর ঘটনায় গ্রেপ্তার ৩

রাজবাড়ী মেইল ডেস্ক
২ এপ্রিল ২০২৩, ৬:০৫ অপরাহ্ণ

Link Copied!

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে গোয়ালঘর থেকে গরু চুরির পর জবাই করে দুই রানের মাংস নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ৩ যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া হামেদের হাট (ছামুর মোড়) এলাকার মোঃ সাহেব শেখ এর ছেলে মোঃ শামীম শেখ (২৫), দক্ষিণ দৌলতদিয়া মিনাজ উদ্দিন পাড়া এলাকার মোঃ সিদ্দিক মৃধার ছেলে সবুজ শেখ (১৯) এবং একই এলাকার মোঃ বারেক বেপারীর ছেলে মোঃ হারুন বেপারী (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার (২৬ মার্চ) দিবাগত মধ্য রাত অনুমান ২ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হুকুম মাতুব্বর পাড়া গ্রামের কৃষক মোঃ শামছুল হক এর গোয়াল ঘর থেকে প্রায় ৭০-৭৫ হাজার টাকা মূল্যের একটি ষাড় গরু অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। চোরদল বাড়ীর অদূরে পার্শ্ববর্তী ওমেদ আলী সরদারের বাঁশ বাগানে নিয়ে ষাড় গরুটি জবাই করে সামনের ও পিছনের দুই পা (রান) কেটে নিয়ে যায়। ধারনা করা হচ্ছে, ভোররাতে লোকজন সেহেরী খাওয়ার জন্য ঘুম থেকে উঠে যাওয়ায় গরুর অবশিষ্ট মাংস ফেলেই চোরদল পালিয়ে যায়। পরদিন ২৭ মার্চ সকালে বিষয়টি গোয়ালন্দ থানা পুলিশকে জানানো হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, সংবাদ পেয়ে অধিকতর তদন্তে নামে পুলিশ। শনিবার ভোররাতে প্রাথমিক তদন্তে অভিযুক্ত সন্দেহভাজন দুইজনকে আটক করে। তাদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্য মতে গরু জবাই কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। পরে পুলিশের তাদের দেওয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত অপর আরেকজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা উভয়ে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং জড়িত অন্যান্যদের নাম প্রকাশ করে। তারা এই মাংস বিভিন্ন মাংস বিক্রির দোকানে নিয়ে বিক্রি করতো বলে স্বীকার করেছে।

ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে গতকাল শনিবার (১ এপ্রিল) বিকেলে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত প্রত্যেক আসামী বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি শেষে শনিবার রাতেই তাদেরকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ আদালত।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দের আলোচিত পীর নুরাল হক পাগলের ইন্তেকাল

গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়ক আটকে ধান মাড়াই, পথচারীদের দুর্ভোগ

রাজবাড়ীর পাংশায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা

ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ, চার প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দে জোর করে ধর্ষণ, আসামী গ্রেপ্তার

রাজবাড়ী সদর হাসপাতালে ৮ মাসে দুদকের তিন দফা অভিযান, সত্যতা মিললো অনিয়মের

প্রবাসীকে পিটিয়ে জখমের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে হরতাল

রাজবাড়ীতে প্রবল স্রোতে পদ্মায় ডুবে গেল বালুবাহী বাল্কহেড, ফেরিসহ নৌযান চলাচলে ঝুঁকি

চাঁদা না পেয়ে প্রবাসীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরে নিজের জন্মদিন পালন না করে বৃদ্ধা আশ্রমের নিবাসীদের খাওয়ালেন কলেজ ছাত্রী শর্মি

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ড্যাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

ভারী বৃষ্টিতে ধ্বসে যাওয়া রাস্তা মেরামতের দায়িত্ব নিলেন প্রবাসী সালমান