মইনুল হক, রাজবাড়ীঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে।
মঙ্গলবার (২১ মে) রাত ১১ টায় তিন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে দেখা যায় রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী।তিনি ‘আনারস’ প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ১১১ ভোট। এসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘দোয়াত-কলম’ প্রতীকের প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল ১৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে নাহিদুল আলম রাজু ‘গ্যাস সিলিন্ডার’ প্রতীকে ১৯ হাজার ৪৯৪ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে লুৎফুন নাহার ‘ফুটবল’ প্রতীকে ১৪ হাজার ৬০২ ভোট বিজয়ী হয়েছেন।
অন্যদিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো. মোস্তফা মুন্সী। ‘আনারস’ প্রতীকে তিনি পেয়েছেন ২৯ হাজার ৭৪৫ ভোট। তিনি এবার পুনরায় নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থী মো. শহিদুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ৬১৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান চৌধুরী। ‘টিয়া পাখি’ প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ৫৯ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. আফরোজা রাববানী ‘কলস’ প্রতীকে ১৫ হাজার ৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এছাড়া বালিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন এহসানুল হাকিম সাধন। ‘মোটরসাইকেল’ প্রতীকে তিনি পেয়েছেন ৪২ হাজার ৬৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ ‘আনারস’ প্রতীকে ৪১ হাজার ৬৮০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো. মনিরুজ্জামান মনির ‘তালা’ প্রতীকে ৩১ হাজার ৪৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা বেগম ‘হাঁস’ প্রতীকে ৪৫ হাজার ৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
ষষ্ঠ উপজেলা পরিষদের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ীর তিন উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করা হয়েছে।