০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে তিন মাদকসেবীর তিন মাসের সাজা

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা এলাকা থেকে হেরোইন সেবনকালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে তিন গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আজিবর শেখ এর ছেলে পলাশ শেখ (৪০) ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উম্বার কাজী পাড়ার মৃত হানিফ মন্ডল এর ছেলে লাবলু মন্ডল (৩২) ও গোয়ালন্দ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ক্ষদিরাম সরকার পাড়ার শুকলাল চৌধুরীর ছেলে স্বপন চৌধুরী (৪৫)।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যার আগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় স্থানীয় বাসিন্দা রহিমার বাড়ির সামনে একটি পরিত্যক্ত ঘরে বসে হেরোইন সেবন করছিল। একই সাথে তারা বিক্রিও করছিল। এসময় হাতে নাতে তাদের তিনজনকে গ্রেপ্তার করে। একই সাথে তাদের কাছ থেকে তিন গ্রাম হেরোইন জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলামের উপস্থিতিতে হেরোইন ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, রাতেই তাঁর কার্যালয়ে অপরাধীদের হাজির করা হলে গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ স্বীকার করে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে তিন মাদকসেবীর তিন মাসের সাজা

পোস্ট হয়েছেঃ ০৫:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা এলাকা থেকে হেরোইন সেবনকালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে তিন গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আজিবর শেখ এর ছেলে পলাশ শেখ (৪০) ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উম্বার কাজী পাড়ার মৃত হানিফ মন্ডল এর ছেলে লাবলু মন্ডল (৩২) ও গোয়ালন্দ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ক্ষদিরাম সরকার পাড়ার শুকলাল চৌধুরীর ছেলে স্বপন চৌধুরী (৪৫)।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যার আগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় স্থানীয় বাসিন্দা রহিমার বাড়ির সামনে একটি পরিত্যক্ত ঘরে বসে হেরোইন সেবন করছিল। একই সাথে তারা বিক্রিও করছিল। এসময় হাতে নাতে তাদের তিনজনকে গ্রেপ্তার করে। একই সাথে তাদের কাছ থেকে তিন গ্রাম হেরোইন জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলামের উপস্থিতিতে হেরোইন ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, রাতেই তাঁর কার্যালয়ে অপরাধীদের হাজির করা হলে গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ স্বীকার করে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।