Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

গোয়ালন্দে তিন মাদকসেবীর তিন মাসের সাজা

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ আগস্ট ২০২১, ৫:৩৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা এলাকা থেকে হেরোইন সেবনকালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে তিন গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আজিবর শেখ এর ছেলে পলাশ শেখ (৪০) ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উম্বার কাজী পাড়ার মৃত হানিফ মন্ডল এর ছেলে লাবলু মন্ডল (৩২) ও গোয়ালন্দ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ক্ষদিরাম সরকার পাড়ার শুকলাল চৌধুরীর ছেলে স্বপন চৌধুরী (৪৫)।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যার আগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় স্থানীয় বাসিন্দা রহিমার বাড়ির সামনে একটি পরিত্যক্ত ঘরে বসে হেরোইন সেবন করছিল। একই সাথে তারা বিক্রিও করছিল। এসময় হাতে নাতে তাদের তিনজনকে গ্রেপ্তার করে। একই সাথে তাদের কাছ থেকে তিন গ্রাম হেরোইন জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলামের উপস্থিতিতে হেরোইন ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, রাতেই তাঁর কার্যালয়ে অপরাধীদের হাজির করা হলে গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ স্বীকার করে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মামলায় ইউপি চেয়ারম্যান সহ আ.লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে

গোয়ালন্দে নানান আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন