Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ভিন্ন স্বাদের খবর
  6. শিক্ষা
  7. ধর্ম ও জীবন

ফরিদপুরের নগরকান্দায় নির্মিত হচ্ছে ঐতিহাসিক বাবরি মসজিদ

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ

Link Copied!

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুরের নগরকান্দায় নির্মিত হচ্ছে ঐতিহাসিক বাবরি মসজিদ। বুধবার (৪ সেপ্টেম্বর) বাদ যোহর মসজিদ নির্মানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা এবং আর্থিক সহায়তা কামনা করা হয়। ৭তলা বিশিষ্ট মসজিদটিতে এক সাথে প্রায় ২১হাজার মুসুল্লি নামাজ আদায় করতে পারবেন। এতে ব্যয় হবে প্রায় ৪০ কোটি টাকা। যার পুরোটাই জোগাড় হবে দান-সদকার টাকায়।ইতোমধ্যে মসজিদটির জমি ক্রয় করে ভিত্তি প্রস্তর স্থাপন ও  পাইলিংয়ের কাজ শুরু করা হয়েছে।

নগরকান্দা পৌর সদরের বাজারের পাশেই অবস্থিত মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। যেখানে নুরানি থেকে দাওরায়ে হাদিস তথা মাস্টার্স শ্রেণি পর্যন্ত পাঠ দান করা হয়। রয়েছে এতিমখানাও। সবমিলিয়ে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। যার বেশিরভাগই আবাসিক ছাত্র। জেলার অন্যতম বৃহৎ হেফজখানাও এটি। ১৯৯১ সালে মাত্র ২০ শতাংশ জমির উপরে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি এখন কালে কালে বেড়ে দাড়িয়েছে ৬ একরেরও বেশি। এর মধ্যে ১ একর ১০ শতাংশ জমির উপরে নির্মিত হচ্ছে এই বাবরি মসজিদ।

সংশ্লিষ্টরা জানান, মাদ্রাসাটি প্রতিষ্ঠার পরে সেখানে একটি জামে মসজিদও নির্মাণ করা হয়। তবে এই মসজিদে এখন নামাজের ওয়াক্তে মুসুল্লিদের সংকুলান হচ্ছেনা। এর ফলে হেফজখানার ছাত্রদের তাদের শ্রেণিকক্ষেই আলাদা জামাতে নামাজ আদায় করতে হয়।

মাদ্রাসার শিক্ষা সচিব  পীর সাহেব মুফতি ইসমাতুল্লাহ কাসেমী বলেন, আমাদের পরিবারের হাত ধরে তিল তিল করে গড়ে ওঠা মাদ্রাসাটি আজ দেশ বাসীর কাছে একটি সুনামের প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। আমাদের মাদ্রাসা থেকে হাফেজিতে এবছর মেধার তালিকায় দেশের প্রথম হয়েছেন। আমাদের মাদ্রাসাটি কওমী মাদ্রাসা বোর্ডের আন্ডারে চলে। এখন আমাদের নিজস্ব পরিক্ষা কেন্দ্র হয়েছে। যদিও মাদ্রাসার ব্যায় বহনে আমাদের হিমশিম খেতে হয়।

তিনি বলেন, আমাদের মাদ্রfসায় একশোর বেশি এতিম শিক্ষার্থী আছে। এছাড়াও প্রায় ৮ শত নারী শিক্ষার্থী ও ১ হাজারের বেশি পুরুষ শিক্ষার্থী পড়ালেখা করে। আমাদের প্রায় ৮ শথএর বেশি আবাসিক ব্যবস্থা আছে যা এখন সংকুলান করতে সংকটে পড়তে হচ্ছে। আমাদের দুটি তিন তলা ভবনে এখন ধারন করতে সমস্যা হওয়ায় কিছু ছাত্র মসজিদে গিয়ে থাকতে হয়। আমাদের প্রতিষ্ঠানটি আল্লাহর রহমতে ও মানুষের দান-সদগাতে চলে থাকে। আমরা আপনাদের মাঝে আরো সহযোগীতার হাত বাড়িয়ে দিতে বৃত্তবানদের প্রতি অনুররোধ জানাচ্ছি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম আল্লামা কারামত আলী বলেন, আমাদের নিজস্ব একটি মসজিদ ভবন আছে সেখানে জায়গায় সংকুলান হয় না। গত বছর আমরা সিদ্ধান্ত নেই নতুন একটি মসজিদ তৈরি করার।সেখান থেকেই একটি পরিকল্পনা মাথায় আসে মসজিদটি আল্লাহরি ইবাদতে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে রুদদেবার।

তিনি বলেন নকশা করা হয় ৭তলা বিশিষ্ট মসজিদের। নাম দেওয়া হয় নগরকান্দা বাবরি মসজিদ। যেহেতু বাবরি মসজিদের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ডিজাইন তৈরি করার পর মসজিদ নির্মানে প্রাথমিক ব্যায় নিরুপন করা হয় প্রায় ৪০ কোটি টাকা।যা আমাদের একার পক্ষে করা সম্ভব নয়।

তিনি বলেন, সদগায়ে জারিয়া হিসেবে আমাদের মসজিদ নির্মানে দেশে ও বিদেশের বৃত্তবানদের প্রতি আহবান জানানো হলো আপনারা আপনাদের সাধ্যমত এই নগরকান্দা বাবরি মসজিদটি নির্মানে সহযোগীতা করার। তিনি বলেন, আমাদের দুটি বিকাশ নাম্বার- ০১৭৮৪-২৪৮০৮২ এবং ০১৭১৬-৯২১১০৪ টাকা পাঠিয়ে সহায়তা করা আহবান জানানো হলো । এছাড়াও ইসলামি ব্যাংক, নগরকান্দা শাখা ফরিদপুর এরা এ্যাকাউন্ট নাম্বার ২০৫০৭৭৭০২৯০৮৪৪৭০৩ এ নাম্বারে টাকা পাঠানোর অনুরোধ করা হলো।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে লোকাল বাস বন্ধ, দুর্ভোগ

কালুখালীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

কালুখালীতে যাত্রীবাহি দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-১৫

ভুল রাজনীতির কারণে শেখ মুজিবকে জীবন দিতে হয়েছে – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন

বরশিতে পাওয়া ১৬ কেজি পদ্মা নদীর বোয়াল বিক্রি হলো অর্ধলাখ টাকায়

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে তারুণ্যের উৎসব

গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু 

রাজবাড়ীতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

খরিদ্দার সেজে মাদক ব্যবসায়ীকে ধাওয়া, গোডাউনে মিললো গুলিসহ তিনটি বিদেশি পিস্তল

সন্তানদের পরিচয়ে পরিচিত হতে চান দৌলতদিয়া যৌনপল্লীর মায়েরা

গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরন