Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

গোয়ালন্দের পদ্মায় জেলের জালে আটকা পড়লো ১৮ কেজির বাগাড়

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ নভেম্বর ২০২১, ৯:০৬ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পরেছে ১৮ কেজি ওজনের একটি বড় বাগাড় মাছ। মাছটি ২১হাজার ৬০০ টাকায় বিক্রি হয়। বৃহস্পতিবার সকালে বাহির চর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাট এলাকার অদুরে পদ্মা নদী থেকে স্থানীয় জেলে বাবু চালাকের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় মৎস্যজীবিরা জানান, গত বুধবার ভোরের দিকে জেলে বাবু চালাক ও তার ভাই হজরত চালাক বাহির চর দৌলতদিয়ার পদ্মা নদীর মোহনায় থেকে জালে দুটি বড় কাতলা মাছ পায়। মাছ দুটি অনেক ভালো দামে বিক্রির পর দিনের বেলায় বিরতি দিয়ে সন্ধ্যার পর পুনরায় মাছ ধরতে জাল নিয়ে নদীতে নেমে পড়েন তারা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে জেলে বাবু চালাকের জালে ওই একই এলাকায় জাল ফেলে একটি বড় বাগাড় মাছ শিকার করেন। মাছটি বিক্রির জন্য সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাটে অবস্থিত শাকিল-সোহান মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে আড়তের সত্ত্বাধিকারী শাহজাহান শেখ মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, বাগাড় মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে তিনি ১১০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৮০০ টাকায় কিনেন।পরবর্তীতে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে দুপুরের দিকে ঢাকার এক ব্যাবসায়ীর কাছে ১হাজার ২০০ টাকা কেজি দরে মোট ২১হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানান।

তিনি আরো জানান, এর আগে গতকাল বুধবার বাবু চালাকসহ তার আরেক ভাই হজরত চালাকের জালে দুটি বড় কাতলা মাছ ধরা পড়ে। ওই কাতলা মাছ দুটিও তিনি তাদের থেকে কিনে গাজীপুরের কাপাসিয়া এলাকার এক পোশাক কারখানা মালিকের কাছে বিক্রি করেন। আজ পুনরায় তাদের জালে একটি বড় বাগাড় মাছ ধরা পড়লে তাদের থেকে মাছটি কিনে নেই।

জেলে বাবু চালাক বলেন, গতকাল বুধবার রাতে তারা মাছ ধরতে নদীতে যান। আজ বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে জাল তুলতেই দেখি বড় এই বাগাড় মাছটি আটকা পরেছে। অনেকদিন পর মাছটি পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছে বলে তিনি জানান।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মিঠা পানির এমন সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন মাঝে মধ্যেই দেখা যাবে। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরো বেশি পাওয়া যেত।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

জনদুর্ভোগ কমাতে ও চলাচলের উপযোগী করতে ফরিদপুরে যুবদলের উদ্যোগে রাস্তা সংস্কার

পরিবেশ আইন অমান্য করায় রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজারকে জরিমানা, সাময়িক বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে অস্ত্রের মুখে কৃষকের এক লাখ টাকা ছিনতাই, ইউপি সদস্য সহ পাঁচজনের নামে মামলা

রাজবাড়ীতে সওজের মাস্টাররোল কর্মচারীদের সাত দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীতে সরকারি কলেজে শিক্ষককে হেনস্তা; বিচারের দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীতে দুই সপ্তাহে সাড়ে তিন কোটি টাকার জাল ধ্বংস, ১৩০ জেলে দণ্ড প্রদান

রাজবাড়ীর ৪ কলেজে শতভাগ ফেল; হতাশ শিক্ষার্থী-অভিভাবকরা

রাজবাড়ী সরকারি কলেজে প্রভাষককে কলার ধরে মারধরের অভিযোগ সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে

রাজবাড়ীতে মাশকালাই চাষে প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা; একই মঞ্চে দুই নেতার প্রার্থীতা ঘোষণা

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে তিন ঘন্টা বন্ধের পর ফেরি চালু, মাঝ নদীতে আটকা দুটি ফেরি