০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিপদে পড়লেই মাশরাফি ভাইকেই ফোন করব: তামিম

জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং বর্তমান অধিনায়ক তামিম ইকবালের সম্পর্ক খুবই ঘনিষ্ট। তামিম এর আগে বারবার মাশরাফিকে তার ‘মেন্টর’ হিসেবে উল্লেখ করেছেন। অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচে তামিমই কাঁধে তুলে নিয়েছিলেন প্রিয় অধিনায়ককে। মাশরাফির নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে নতুন উচ্চতায় উঠেছিল বাংলাদেশ। এবার নতুন দায়িত্ব পেয়ে মাশরাফির দেখানো পথেই চলবেন তামিম। যখনই বিপদ হবে, শরণ নেবেন মাশরাফির।

শনিবার (১৪ মার্চ) সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘একদিক থেকে আমি খুব ভাগ্যবান, ওনার (মাশরাফি) সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। কাছ থেকে অনেক কিছু দেখেছি। একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। তার চিন্তা, ধরণ এসব একটু হলেও জানি। আমি চেষ্টা করব যতটা সম্ভব তার কাছ থেকে নেওয়ার। তার মতো নেতৃত্ব দেওয়া খুব কঠিন। তবে আমি যদি কখনও বিপদে পড়ি, প্রথমেই তাকে ফোন করব। তার কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করব।’ মাঠের ভেতরে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সিদ্ধান্তের ক্ষেত্রে বারবার দারুণ ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের প্রমাণ দিয়েছেন মাশরাফি। তামিমের কাছে এটি অবশ্য আপেক্ষিক বিষয়, ‘আমার যদি ১০টি ভালো গুণ থাকে, কিন্তু দল ভালো না করে, ওই ১০ ভালো গুণ কখনও সামনে আসবে না। নেতিবাচকগুলোই সামনে আসবে। মাশরাফি ভাইয়ের ২০টি ভালো গুণ ছিল। সবকিছু সামনে কেন এসেছে? কারণ তার দল ভালো করেছে। নিজেও ভালো করেছেন। যখন দল ভালো করে, অধিনায়ক নিজে ভালো করেন, তখন তার সব ভালো গুণ সামনে চলে আসে।’ তবে মাশরাফি যে মানদণ্ড বেঁধে দিয়েছেন, সেটা ছোঁয়া কঠিন হবে বলে জানান তামিম। তিনি বলেন, ‘তাকে স্পর্শ করা হবে খুব কঠিন। এখনই যদি আমার কাছে আশা করেন যে ওই লেভেলে চলে যেতে হবে, তাহলে সেটি আমার প্রতি আনফেয়ার হবে। আমি চেষ্টা করব। বলছি না যে আমি পারব না বা এই দল পারবে না। তবে সময় লাগবে। এটি এমন ব্যাপার যে রাতারাতি বদলানো যায় না। পৃথিবীর সব জায়গায় দেখতে পারেন। আশা করব, যত কম সময় আমার লাগবে, তত ভালো হবে আমার জন্য, দলের জন্যও।’15

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বিপদে পড়লেই মাশরাফি ভাইকেই ফোন করব: তামিম

পোস্ট হয়েছেঃ ০৪:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০

জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং বর্তমান অধিনায়ক তামিম ইকবালের সম্পর্ক খুবই ঘনিষ্ট। তামিম এর আগে বারবার মাশরাফিকে তার ‘মেন্টর’ হিসেবে উল্লেখ করেছেন। অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচে তামিমই কাঁধে তুলে নিয়েছিলেন প্রিয় অধিনায়ককে। মাশরাফির নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে নতুন উচ্চতায় উঠেছিল বাংলাদেশ। এবার নতুন দায়িত্ব পেয়ে মাশরাফির দেখানো পথেই চলবেন তামিম। যখনই বিপদ হবে, শরণ নেবেন মাশরাফির।

শনিবার (১৪ মার্চ) সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘একদিক থেকে আমি খুব ভাগ্যবান, ওনার (মাশরাফি) সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। কাছ থেকে অনেক কিছু দেখেছি। একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। তার চিন্তা, ধরণ এসব একটু হলেও জানি। আমি চেষ্টা করব যতটা সম্ভব তার কাছ থেকে নেওয়ার। তার মতো নেতৃত্ব দেওয়া খুব কঠিন। তবে আমি যদি কখনও বিপদে পড়ি, প্রথমেই তাকে ফোন করব। তার কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করব।’ মাঠের ভেতরে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সিদ্ধান্তের ক্ষেত্রে বারবার দারুণ ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের প্রমাণ দিয়েছেন মাশরাফি। তামিমের কাছে এটি অবশ্য আপেক্ষিক বিষয়, ‘আমার যদি ১০টি ভালো গুণ থাকে, কিন্তু দল ভালো না করে, ওই ১০ ভালো গুণ কখনও সামনে আসবে না। নেতিবাচকগুলোই সামনে আসবে। মাশরাফি ভাইয়ের ২০টি ভালো গুণ ছিল। সবকিছু সামনে কেন এসেছে? কারণ তার দল ভালো করেছে। নিজেও ভালো করেছেন। যখন দল ভালো করে, অধিনায়ক নিজে ভালো করেন, তখন তার সব ভালো গুণ সামনে চলে আসে।’ তবে মাশরাফি যে মানদণ্ড বেঁধে দিয়েছেন, সেটা ছোঁয়া কঠিন হবে বলে জানান তামিম। তিনি বলেন, ‘তাকে স্পর্শ করা হবে খুব কঠিন। এখনই যদি আমার কাছে আশা করেন যে ওই লেভেলে চলে যেতে হবে, তাহলে সেটি আমার প্রতি আনফেয়ার হবে। আমি চেষ্টা করব। বলছি না যে আমি পারব না বা এই দল পারবে না। তবে সময় লাগবে। এটি এমন ব্যাপার যে রাতারাতি বদলানো যায় না। পৃথিবীর সব জায়গায় দেখতে পারেন। আশা করব, যত কম সময় আমার লাগবে, তত ভালো হবে আমার জন্য, দলের জন্যও।’15