০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজামের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীন আওয়ামী লীগ নেতা নির্মল কুমার চক্রবর্তী প্রমূখ।

আসাদুজ্জামান সেলিমের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস, এসএম আব্দুর রব, আবুল বাশার মিয়া, পৌরসভার প্যানেল মেয়র কোমল কুমার সাহা, কাউন্সিলর নাসির উদ্দিন রনি প্রমূখ। সম্মাননা অনুষ্ঠানের শুরুতে সকল মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভা শেষে গোয়ালন্দ পৌর পরিষদের পক্ষ থেকে ১১৮জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে একটি শীতবস্ত্র হিসেবে কম্বল এবং পৌরসভার মেয়র শেখ মো. নিজামের পক্ষ থেকে নগদ ১ হাজার করে টাকা প্রদান করা হয়।

সভায় পৌরসভার মেয়র শেখ মো. নিজাম বলেন, এখন থেকে প্রতি বছর বিজয়ের মাস ডিসেম্বরে গোয়ালন্দ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের একত্রিত করে মিলন মেলার আয়োজন করা হবে। সারাদিন ব্যাপী পরিবারের অন্তত চার শতাধিক সদস্যদের উপস্থিতিতে খাওয়া-দাওয়াসহ নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

পোস্ট হয়েছেঃ ১০:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজামের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীন আওয়ামী লীগ নেতা নির্মল কুমার চক্রবর্তী প্রমূখ।

আসাদুজ্জামান সেলিমের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস, এসএম আব্দুর রব, আবুল বাশার মিয়া, পৌরসভার প্যানেল মেয়র কোমল কুমার সাহা, কাউন্সিলর নাসির উদ্দিন রনি প্রমূখ। সম্মাননা অনুষ্ঠানের শুরুতে সকল মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভা শেষে গোয়ালন্দ পৌর পরিষদের পক্ষ থেকে ১১৮জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে একটি শীতবস্ত্র হিসেবে কম্বল এবং পৌরসভার মেয়র শেখ মো. নিজামের পক্ষ থেকে নগদ ১ হাজার করে টাকা প্রদান করা হয়।

সভায় পৌরসভার মেয়র শেখ মো. নিজাম বলেন, এখন থেকে প্রতি বছর বিজয়ের মাস ডিসেম্বরে গোয়ালন্দ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের একত্রিত করে মিলন মেলার আয়োজন করা হবে। সারাদিন ব্যাপী পরিবারের অন্তত চার শতাধিক সদস্যদের উপস্থিতিতে খাওয়া-দাওয়াসহ নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে।