০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী পৌরসভায় আ.লীগের মেয়র প্রার্থী হতে চান রন্টু চৌধুরী

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলার সাবেক গভর্নর মরহুম এ্যাডভোকেট আব্দুল ওয়াজেদ চৌধুরীর ছেলে গোলাম মোস্তফা চৌধুরী রন্টু রাজবাড়ী পৌরসভার মেয়র পদে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন। না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তা করছেন।
স্বনামধন্য বাবার মত রাজপথের পরীক্ষিত সৈনিক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু ছাত্র জীবনে ১৯৭৭ সালে জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং ৮০ এর দশকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। রাজবাড়ীতে ছাত্রলীগ গঠনে অন্যতম সংগঠক হিসেবে ও পরবর্তীতে ১৯৮৬ সালের দিকে জেলা যুবলীগের সদস্য হিসেবে কার্যরত অবস্থায় ১৯৯৩ সালে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী এমপি’র নির্দেশক্রমে রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শিশু কিশোর সংগঠন তৈরির সংগঠক হিসেবে কাজে সফলতার সাথে তা সমাপ্ত করেন। ১৯৯৬ সালের দিকে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে গোলাম মোস্তফা চৌধুরী রন্টু রাজবাড়ী পৌরসভা মেয়র প্রার্থী হচ্ছে। এর মাঝে মেয়র প্রার্থী হিসেবে সকল মহলে তার নাম আলোচনায় উঠে এসেছে।
তিনি বলেন, রাজবাড়ী পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী হতে দলীয় নেতাকর্মীদের সাথে বিশদ আলোচনা করেছেন। দলের নেতাকর্মীরা তাকে প্রার্থী হওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন। রাজবাড়ী পৌরসভার মানুষ যেন নিরাপদ থাকতে পারে, মানুষের অধিকার যেন সমুন্নত থাকে সেই লক্ষ্য বাস্তবায়নে আমার পথ চলা। লক্ষ্য বাস্তবায়নের পথে সম্মানিত পৌরবাসী দোয়া ও সমর্থন কামনা করছি। আপনাদের দোয়ায় যেন সততাকে সম্বল করে ঈমানের পথে চলতে পারি।
এরশাদবিরোধী এবং খালেদা জিয়া বিরোধী আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ, রাজনৈতিক কর্মকান্ড চলমান অবস্থায় হঠাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালের দিকে একনেক সভায় জেলা শহরের ১৮ টি মহিলা কলেজ জাতীয়করণের প্রস্তাব অনুমোদন করেন। এই প্রক্রিয়ায় রাজবাড়ী আদর্শ মহিলা কলেজ অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৮ সালের ৩১ আগস্ট ওইসব কলেজ শিক্ষকদের সরকারি চাকরি হিসেবে নিয়োগ দেয়া হলে বাধ্য হয়ে রাজনীতি ছেড়ে চাকুরীতে যেতে হয়। রাজনীতির ছাড়লেও চিন্তা-চেতনায় সব সময় দলের প্রতি একটি অকৃত্তিম আগ্রহ ছিল। হৃদয়ে বঙ্গবন্ধু চেতনায় শেখ হাসিনা এটা আমার মূলমন্ত্র। বর্তমানে অবসর নিয়ে আবার রাজনীতিতে অংশগ্রহণ করছি। জেলা আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে আবেদন করেছি যোগ্যতা অনুসারে একটা পদ দেয়ার জন্য।
আমার পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমার ছোট বোন সালমা চৌধুরী রুমা জাতীয় সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ ও সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগ। সহধর্মিনী রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ী চেয়ারম্যান। বড় ভাই সেলিম রেজা চৌধুরী শ্রমিক ইউনিয়নের রাজবাড়ী জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও জেলা শ্রমিকলীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য।
ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী পৌরসভায় আ.লীগের মেয়র প্রার্থী হতে চান রন্টু চৌধুরী

পোস্ট হয়েছেঃ ০৯:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলার সাবেক গভর্নর মরহুম এ্যাডভোকেট আব্দুল ওয়াজেদ চৌধুরীর ছেলে গোলাম মোস্তফা চৌধুরী রন্টু রাজবাড়ী পৌরসভার মেয়র পদে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন। না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তা করছেন।
স্বনামধন্য বাবার মত রাজপথের পরীক্ষিত সৈনিক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু ছাত্র জীবনে ১৯৭৭ সালে জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং ৮০ এর দশকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। রাজবাড়ীতে ছাত্রলীগ গঠনে অন্যতম সংগঠক হিসেবে ও পরবর্তীতে ১৯৮৬ সালের দিকে জেলা যুবলীগের সদস্য হিসেবে কার্যরত অবস্থায় ১৯৯৩ সালে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী এমপি’র নির্দেশক্রমে রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শিশু কিশোর সংগঠন তৈরির সংগঠক হিসেবে কাজে সফলতার সাথে তা সমাপ্ত করেন। ১৯৯৬ সালের দিকে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে গোলাম মোস্তফা চৌধুরী রন্টু রাজবাড়ী পৌরসভা মেয়র প্রার্থী হচ্ছে। এর মাঝে মেয়র প্রার্থী হিসেবে সকল মহলে তার নাম আলোচনায় উঠে এসেছে।
তিনি বলেন, রাজবাড়ী পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী হতে দলীয় নেতাকর্মীদের সাথে বিশদ আলোচনা করেছেন। দলের নেতাকর্মীরা তাকে প্রার্থী হওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন। রাজবাড়ী পৌরসভার মানুষ যেন নিরাপদ থাকতে পারে, মানুষের অধিকার যেন সমুন্নত থাকে সেই লক্ষ্য বাস্তবায়নে আমার পথ চলা। লক্ষ্য বাস্তবায়নের পথে সম্মানিত পৌরবাসী দোয়া ও সমর্থন কামনা করছি। আপনাদের দোয়ায় যেন সততাকে সম্বল করে ঈমানের পথে চলতে পারি।
এরশাদবিরোধী এবং খালেদা জিয়া বিরোধী আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ, রাজনৈতিক কর্মকান্ড চলমান অবস্থায় হঠাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালের দিকে একনেক সভায় জেলা শহরের ১৮ টি মহিলা কলেজ জাতীয়করণের প্রস্তাব অনুমোদন করেন। এই প্রক্রিয়ায় রাজবাড়ী আদর্শ মহিলা কলেজ অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৮ সালের ৩১ আগস্ট ওইসব কলেজ শিক্ষকদের সরকারি চাকরি হিসেবে নিয়োগ দেয়া হলে বাধ্য হয়ে রাজনীতি ছেড়ে চাকুরীতে যেতে হয়। রাজনীতির ছাড়লেও চিন্তা-চেতনায় সব সময় দলের প্রতি একটি অকৃত্তিম আগ্রহ ছিল। হৃদয়ে বঙ্গবন্ধু চেতনায় শেখ হাসিনা এটা আমার মূলমন্ত্র। বর্তমানে অবসর নিয়ে আবার রাজনীতিতে অংশগ্রহণ করছি। জেলা আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে আবেদন করেছি যোগ্যতা অনুসারে একটা পদ দেয়ার জন্য।
আমার পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমার ছোট বোন সালমা চৌধুরী রুমা জাতীয় সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ ও সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগ। সহধর্মিনী রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ী চেয়ারম্যান। বড় ভাই সেলিম রেজা চৌধুরী শ্রমিক ইউনিয়নের রাজবাড়ী জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও জেলা শ্রমিকলীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য।