০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন করোনায় প্রথম মৃত্যু

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে আব্দুল হক (৭০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের দক্ষিণ চর পাচুরিয়া গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে। তিনি করোনায় আক্রান্ত হয়ে ৪ আগষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।এই প্রথম গোয়ালন্দে কোন করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হযেছে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আর.এম.ও) নিতাই কুমার ঘোষ জানান, গত ৪ আগষ্ট বিকেলে আব্দুল হক প্রচন্ড জ্বর ও অত্যাধিক দুর্বল শরীর নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরদিন ৫ আগষ্ট তার শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়। দুই দিন পর গত শনিবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ হিসেবে রিপোর্ট আসে। তবে ভর্তির পর থেকেই তাঁকে করোনার চিকিৎসা প্রদান করা হচ্ছিল। আজ রোববার সকাল ৭.১৯ মিনিটের দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন কক্ষে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরো বলেন, আমরা করোনায় আক্রান্ত হওয়ায় তার লাশ প্রায় পাঁচ ঘন্টা পর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখার পর পরিবারের কাছে হস্তান্তর করি। তারপরও পরিবারের সদস্যদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে জানাযা এবং দাফন সম্পন্ন করতে বলা হয়েছে।

মৃত আব্দুল হকের ভাতিজা বজলু শেখ বলেন, তার কোন ছেলে সন্তান নেই। একটি মাত্র মেয়ে রয়েছে তাও বিয়ে হয়ে গেছে। তিনি ছোটভাকলার কাটাখালি বাজার রাস্তার মোড়ে একটি ছোট্র দোকানে মুড়ি ও গুড়ের ব্যবসা করতেন। সম্প্রতি তিনি জ¦র সহ বেশি অসুস্থ্য হলে গত ৪ আগষ্ট তাকে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচদিন পর রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য এই প্রথম কোন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনার ভাইরাসের প্রাদুর্ভাব গোয়ালন্দে ভয়াবহ আকার ধারণ করেছে। গত দুই দিনে ১০ জনের মধ্যে ৯ জন করে করোনা আক্রান্তের রিপোর্ট আসছে। আমাদের হিসেব মতে গোয়ালন্দ উপজেলায় গড়ে প্রায় ৯০ শতাংশের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন করোনায় প্রথম মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে আব্দুল হক (৭০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের দক্ষিণ চর পাচুরিয়া গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে। তিনি করোনায় আক্রান্ত হয়ে ৪ আগষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।এই প্রথম গোয়ালন্দে কোন করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হযেছে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আর.এম.ও) নিতাই কুমার ঘোষ জানান, গত ৪ আগষ্ট বিকেলে আব্দুল হক প্রচন্ড জ্বর ও অত্যাধিক দুর্বল শরীর নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরদিন ৫ আগষ্ট তার শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়। দুই দিন পর গত শনিবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ হিসেবে রিপোর্ট আসে। তবে ভর্তির পর থেকেই তাঁকে করোনার চিকিৎসা প্রদান করা হচ্ছিল। আজ রোববার সকাল ৭.১৯ মিনিটের দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন কক্ষে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরো বলেন, আমরা করোনায় আক্রান্ত হওয়ায় তার লাশ প্রায় পাঁচ ঘন্টা পর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখার পর পরিবারের কাছে হস্তান্তর করি। তারপরও পরিবারের সদস্যদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে জানাযা এবং দাফন সম্পন্ন করতে বলা হয়েছে।

মৃত আব্দুল হকের ভাতিজা বজলু শেখ বলেন, তার কোন ছেলে সন্তান নেই। একটি মাত্র মেয়ে রয়েছে তাও বিয়ে হয়ে গেছে। তিনি ছোটভাকলার কাটাখালি বাজার রাস্তার মোড়ে একটি ছোট্র দোকানে মুড়ি ও গুড়ের ব্যবসা করতেন। সম্প্রতি তিনি জ¦র সহ বেশি অসুস্থ্য হলে গত ৪ আগষ্ট তাকে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচদিন পর রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য এই প্রথম কোন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনার ভাইরাসের প্রাদুর্ভাব গোয়ালন্দে ভয়াবহ আকার ধারণ করেছে। গত দুই দিনে ১০ জনের মধ্যে ৯ জন করে করোনা আক্রান্তের রিপোর্ট আসছে। আমাদের হিসেব মতে গোয়ালন্দ উপজেলায় গড়ে প্রায় ৯০ শতাংশের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।