০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে আ.লীগ নেতার বাড়িতে হয়রানীর প্রতিবাদে ওসির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলামের বাসভবনে গিয়ে হয়রানীর প্রতিবাদে বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানার ওসির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে আ.লীগ। গোয়ালন্দ আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. নুরুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক সম্মেলনে উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ লিখিত বক্তব্যে বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম এর নেতৃত্বে সম্প্রতি দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটে অবৈধ কাজ ও চাঁদাবাজি বন্ধ হয়েছিল। কিন্তু গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান দৌলতদিয়ায় ফলের ট্রাক, গরুর ট্রাকসহ পন্যবাহি ট্রাক থেকে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির সন্ত্রাসীদের দিয়ে চাঁদাবাজিসহ অবৈধ পন্থায় অর্থ আদায় করে চলেছে। এছাড়া আসন্ন উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আ.লীগ মনোনিত নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী নুরু মন্ডলের পক্ষ অবলম্বন করায় দলীয়ভাবে প্রতিবাদ করে আসছি। এসব কারণে বদলির আদেশপ্রাপ্ত ওসি আশিকুর রহমান বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে দুটি পিকআপ ভর্তি পুলিশ নিয়ে পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের শহরের বাসায় দুই ঘন্টা সময় অবস্থান করে। এসময় নজরুল ইসলাম বাসায় ছিলেন না। খবর পেয়ে উপজেলা আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন। আ.লীগ নেতৃবৃন্দ পুলিশের উপস্থিতির বিষয় জানতে চাইলে ওসি যৌক্তিক কারণ দেখাতে পারেননি। নেতৃবৃন্দের উপস্থিতি ও প্রতিবাদের মুখে ওসি চলে যাওয়ার সময় নজরুল ইসলামকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন।

নজরুল ইসলাম মন্ডল গত পৌরসভা নির্বাচনে আ.লীগের নৌকা প্রতিকের প্রার্থী ছিলেন। আসন্ন পৌরসভা নির্বাচনেও মেয়র পদের সম্ভাব্য প্রার্থী। তাঁকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করতে ও উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সুবিধা করে দেয়ার হীন মানসে ওসি আশিকুর রহমান নজরুল ইসলামকে হয়রানী করার চেষ্টা করেছে। এ কারণে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ সহ সহযোগি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ওসি আশিকুর রহমানের এহেন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, সম্প্রতি ওসি আশিকুর রহমানের বদলীর আদেশ আসায় গত মঙ্গলবার বিকেলে দৌলতদিয়ায় চিহিৃত সন্ত্রাসী ও চাঁদাবাজদের দিয়ে তিনি বদলীর আদেশ ঠেকাতে কথিত মানববন্ধনের ব্যবস্থা করেন। এ অবস্থায় তাঁর বদলীর আদেশ দ্রুত কার্যকরের দাবী জানায়।

এসময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা আ.লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকার প্রার্থী মো. মোস্তফা মুন্সী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক, ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, বর্তমান সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগ সভাপতি মো. বাবু মন্ডল, সাধারণ সম্পাদক জালাল হোসেন প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে ওসি আশিকুর রহমান বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে বুধবার দুপুরে নজরুল ইসলামের বাসায় গেলে দীর্ঘক্ষণ আমাদের বাসার নিচ তলায় অপেক্ষায় রাখেন। তার লাইসেন্সকৃত একটি শর্টগান রয়েছে। অস্ত্রের খোঁজ খবর নিতেই বাসায় গেলে তিনি কৌশলে পালিয়ে যান। এছাড়া দৌলতদিয়া ঘাটে সন্ত্রাসীদের দিয়ে ফল ও গরুর ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ মোটেও সত্য নয়। বরং নজরুল মন্ডলের ভাই মোস্তফা মন্ডল এ ধরনের কাজ করতেন যা আমি বন্ধ করে দিয়েছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে আ.লীগ নেতার বাড়িতে হয়রানীর প্রতিবাদে ওসির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

পোস্ট হয়েছেঃ ০৬:৫৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলামের বাসভবনে গিয়ে হয়রানীর প্রতিবাদে বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানার ওসির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে আ.লীগ। গোয়ালন্দ আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. নুরুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক সম্মেলনে উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ লিখিত বক্তব্যে বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম এর নেতৃত্বে সম্প্রতি দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটে অবৈধ কাজ ও চাঁদাবাজি বন্ধ হয়েছিল। কিন্তু গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান দৌলতদিয়ায় ফলের ট্রাক, গরুর ট্রাকসহ পন্যবাহি ট্রাক থেকে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির সন্ত্রাসীদের দিয়ে চাঁদাবাজিসহ অবৈধ পন্থায় অর্থ আদায় করে চলেছে। এছাড়া আসন্ন উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আ.লীগ মনোনিত নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী নুরু মন্ডলের পক্ষ অবলম্বন করায় দলীয়ভাবে প্রতিবাদ করে আসছি। এসব কারণে বদলির আদেশপ্রাপ্ত ওসি আশিকুর রহমান বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে দুটি পিকআপ ভর্তি পুলিশ নিয়ে পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের শহরের বাসায় দুই ঘন্টা সময় অবস্থান করে। এসময় নজরুল ইসলাম বাসায় ছিলেন না। খবর পেয়ে উপজেলা আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন। আ.লীগ নেতৃবৃন্দ পুলিশের উপস্থিতির বিষয় জানতে চাইলে ওসি যৌক্তিক কারণ দেখাতে পারেননি। নেতৃবৃন্দের উপস্থিতি ও প্রতিবাদের মুখে ওসি চলে যাওয়ার সময় নজরুল ইসলামকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন।

নজরুল ইসলাম মন্ডল গত পৌরসভা নির্বাচনে আ.লীগের নৌকা প্রতিকের প্রার্থী ছিলেন। আসন্ন পৌরসভা নির্বাচনেও মেয়র পদের সম্ভাব্য প্রার্থী। তাঁকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করতে ও উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সুবিধা করে দেয়ার হীন মানসে ওসি আশিকুর রহমান নজরুল ইসলামকে হয়রানী করার চেষ্টা করেছে। এ কারণে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ সহ সহযোগি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ওসি আশিকুর রহমানের এহেন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, সম্প্রতি ওসি আশিকুর রহমানের বদলীর আদেশ আসায় গত মঙ্গলবার বিকেলে দৌলতদিয়ায় চিহিৃত সন্ত্রাসী ও চাঁদাবাজদের দিয়ে তিনি বদলীর আদেশ ঠেকাতে কথিত মানববন্ধনের ব্যবস্থা করেন। এ অবস্থায় তাঁর বদলীর আদেশ দ্রুত কার্যকরের দাবী জানায়।

এসময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা আ.লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকার প্রার্থী মো. মোস্তফা মুন্সী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক, ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, বর্তমান সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগ সভাপতি মো. বাবু মন্ডল, সাধারণ সম্পাদক জালাল হোসেন প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে ওসি আশিকুর রহমান বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে বুধবার দুপুরে নজরুল ইসলামের বাসায় গেলে দীর্ঘক্ষণ আমাদের বাসার নিচ তলায় অপেক্ষায় রাখেন। তার লাইসেন্সকৃত একটি শর্টগান রয়েছে। অস্ত্রের খোঁজ খবর নিতেই বাসায় গেলে তিনি কৌশলে পালিয়ে যান। এছাড়া দৌলতদিয়া ঘাটে সন্ত্রাসীদের দিয়ে ফল ও গরুর ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ মোটেও সত্য নয়। বরং নজরুল মন্ডলের ভাই মোস্তফা মন্ডল এ ধরনের কাজ করতেন যা আমি বন্ধ করে দিয়েছি।