০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ডাকাতির প্রস্তুতিকালে লাশ রাখার ঘর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল আজ মঙ্গলবার ভোররাতের দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট সংলগ্ন স্থানীয় কবর স্থানে লাশ রাখার ঘর থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪জনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের হেফাজত থেকে ৩টি ১০ ইঞ্চি লম্বা ধারালো গিয়ার সুইচ চাকু, ১টি লোহার তৈরী ধারালো চাকু ও একটি ২২ ইঞ্চি লম্বা ধারালো ছ্যান দা জব্দ করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়ার কালাম চৌধুরীর ছেলে মো. সাগর চৌধুরী (২৫), পিরোজ সদর উপজেলার মাছিমপুর গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে মো. মাহবুব মিয়া (৩৯), গোয়ালন্দ পৌলসভার ইউনিয়নের হাউলি কেউটিল এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ওসমান গনি মন্ডলের ছেলে ইনজামুল হাসান ওরফে রনি (২৫) ও ফরিদপুর কোতয়ালী থানার মালাঙ্গা গ্রামের মো. নুরু তালুকদারের ছেলে মো. উজ্জল তালুকদার ওরফে তাজু (৩১)।

পুলিশ জানায়, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অবস্থান করছিল। এসময় থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীনুর রহমানের নেতৃত্বে পুলিশের আরেকটি দল দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন লঞ্চ ঘাট সংলগ্ন কবর স্থানের পাশে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে মঙ্গলবার ভোররাত পৌনে ৪টার দিকে অভিযান চালায়। এসময় স্থানীয় কবর স্থানে জানাযা নামাজের প্রস্তুতিকালে যেখানে লাশ রাখা হয় ওই ঘরের মধ্যে গ্রেপ্তারকৃতরা দেশীয় ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে অবস্থান করছিল। চারদিক থেকে পুলিশ তাদেরকে ঘিরে ফেলে লাশ রাখার ঘর থেকে হাতেনাতে উল্লেখিত চারজনকে গ্রেপ্তার করে। তবে পুলিশের অবস্থান টের পেয়ে যাওয়ায় আরো ৪-৫জন পালিয়ে যায়। এসময় পুলিশ ওই ঘর থেকে চাকু, ছ্যান, রাম দা জব্দ করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মঙ্গলবার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে অস্ত্রসহ গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা (নং-২৮) দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ডাকাতির প্রস্তুতিকালে লাশ রাখার ঘর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

পোস্ট হয়েছেঃ ১০:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল আজ মঙ্গলবার ভোররাতের দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট সংলগ্ন স্থানীয় কবর স্থানে লাশ রাখার ঘর থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪জনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের হেফাজত থেকে ৩টি ১০ ইঞ্চি লম্বা ধারালো গিয়ার সুইচ চাকু, ১টি লোহার তৈরী ধারালো চাকু ও একটি ২২ ইঞ্চি লম্বা ধারালো ছ্যান দা জব্দ করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়ার কালাম চৌধুরীর ছেলে মো. সাগর চৌধুরী (২৫), পিরোজ সদর উপজেলার মাছিমপুর গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে মো. মাহবুব মিয়া (৩৯), গোয়ালন্দ পৌলসভার ইউনিয়নের হাউলি কেউটিল এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ওসমান গনি মন্ডলের ছেলে ইনজামুল হাসান ওরফে রনি (২৫) ও ফরিদপুর কোতয়ালী থানার মালাঙ্গা গ্রামের মো. নুরু তালুকদারের ছেলে মো. উজ্জল তালুকদার ওরফে তাজু (৩১)।

পুলিশ জানায়, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অবস্থান করছিল। এসময় থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীনুর রহমানের নেতৃত্বে পুলিশের আরেকটি দল দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন লঞ্চ ঘাট সংলগ্ন কবর স্থানের পাশে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে মঙ্গলবার ভোররাত পৌনে ৪টার দিকে অভিযান চালায়। এসময় স্থানীয় কবর স্থানে জানাযা নামাজের প্রস্তুতিকালে যেখানে লাশ রাখা হয় ওই ঘরের মধ্যে গ্রেপ্তারকৃতরা দেশীয় ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে অবস্থান করছিল। চারদিক থেকে পুলিশ তাদেরকে ঘিরে ফেলে লাশ রাখার ঘর থেকে হাতেনাতে উল্লেখিত চারজনকে গ্রেপ্তার করে। তবে পুলিশের অবস্থান টের পেয়ে যাওয়ায় আরো ৪-৫জন পালিয়ে যায়। এসময় পুলিশ ওই ঘর থেকে চাকু, ছ্যান, রাম দা জব্দ করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মঙ্গলবার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে অস্ত্রসহ গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা (নং-২৮) দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।