০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক সম্প্রসারণ করতে সওজ’র অভিযানে ৯০টি দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও গোয়ালন্দ উপজেলার পৌর জামতলা এলাকায় অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজবাড়ী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বুধবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত দুটি স্থানের প্রায় ৯০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায়।

ব্যবসায়ীদের অভিযোগ, আগে কোন নোটিশ দেওয়া হয়নি। বিনা নোটিশে হঠাৎ এভাবে উচ্ছেদ অভিযান চালানোয় তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দাবী, সওজর জায়গা ছেড়ে দিতে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করা ছাড়াও তাদেরকে নোটিশ করা হয়। এরপরও তারা সরে না যাওয়ায় পূর্ব ঘোষিত সময় অনুযায়ী অভিযান চালানো হয়।

জামতলা এলাকায় মহাসড়কের পূর্ব পাশে নতুন স্থাপিত আর-রাহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হচ্ছে। দোকানী মো. বাধন মল্লিক বলেন, আমরা অনেক কষ্ট করে মাত্র দুই মাস ধরে রেস্টুরেন্টটি করেছি। আমাদের কোন ধরনের নোটিশ না দিয়ে হঠাৎ করে অভিযান চালিয়ে দোকানের সামনের অনেক গুরুত্বপূর্ণ অংশ ভেঙে ফেলে। দোকানের আধুনিক চুলাসহ অনেক মূল্যবান জিনিস ক্ষতিগ্রস্থ করে এমন অবস্থা করেছে দোকানটি ব্যবহারের অনুপযোগি করে তোলা হয়েছে। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে।

জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আশরাফুল হামিদ বলেন, গোয়ালন্দ মোড় এবং পৌর জামতলা এলাকায় মহাসড়ক সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। সড়কের দুটি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদে গত ২২ মে সওজ’র খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপসচিব অনিন্দিতা রায় এক পত্রের মাধ্যমে অবগত করেন।

২৫ মে গোয়ালন্দ ডাকবাংলো চত্ত্বরে জামতলা এলাকার ব্যবসায়ীদের নিয়ে এবং পরদিন গোয়ালন্দ মোড় এলাকার ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করা হয়। সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দ্রুত স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। নোটিশ দিয়ে ৮ জুন থেকে অভিযান শুরুর কথা বলা হয়।

সড়ক বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা (সওজ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপসচিব অনিন্দিতা রায় বলেন, গোয়ালন্দ মোড় ও জামতলা এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নিয়ম অনুযায়ী অবৈধভাবে দখলকারীদের নোটিশ দিয়ে জানানো হয়েছে। এ সংক্রান্ত সংবাদপত্রে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। এরপর না সরায় বুধবার সকাল ১০টা থেকে অভিযান চালানো হয়। গোয়ালন্দ মোড় ও জামতলা এলাকার ৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

সড়ক সম্প্রসারণ করতে সওজ’র অভিযানে ৯০টি দোকান উচ্ছেদ

পোস্ট হয়েছেঃ ১১:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও গোয়ালন্দ উপজেলার পৌর জামতলা এলাকায় অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজবাড়ী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বুধবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত দুটি স্থানের প্রায় ৯০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায়।

ব্যবসায়ীদের অভিযোগ, আগে কোন নোটিশ দেওয়া হয়নি। বিনা নোটিশে হঠাৎ এভাবে উচ্ছেদ অভিযান চালানোয় তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দাবী, সওজর জায়গা ছেড়ে দিতে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করা ছাড়াও তাদেরকে নোটিশ করা হয়। এরপরও তারা সরে না যাওয়ায় পূর্ব ঘোষিত সময় অনুযায়ী অভিযান চালানো হয়।

জামতলা এলাকায় মহাসড়কের পূর্ব পাশে নতুন স্থাপিত আর-রাহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হচ্ছে। দোকানী মো. বাধন মল্লিক বলেন, আমরা অনেক কষ্ট করে মাত্র দুই মাস ধরে রেস্টুরেন্টটি করেছি। আমাদের কোন ধরনের নোটিশ না দিয়ে হঠাৎ করে অভিযান চালিয়ে দোকানের সামনের অনেক গুরুত্বপূর্ণ অংশ ভেঙে ফেলে। দোকানের আধুনিক চুলাসহ অনেক মূল্যবান জিনিস ক্ষতিগ্রস্থ করে এমন অবস্থা করেছে দোকানটি ব্যবহারের অনুপযোগি করে তোলা হয়েছে। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে।

জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আশরাফুল হামিদ বলেন, গোয়ালন্দ মোড় এবং পৌর জামতলা এলাকায় মহাসড়ক সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। সড়কের দুটি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদে গত ২২ মে সওজ’র খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপসচিব অনিন্দিতা রায় এক পত্রের মাধ্যমে অবগত করেন।

২৫ মে গোয়ালন্দ ডাকবাংলো চত্ত্বরে জামতলা এলাকার ব্যবসায়ীদের নিয়ে এবং পরদিন গোয়ালন্দ মোড় এলাকার ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করা হয়। সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দ্রুত স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। নোটিশ দিয়ে ৮ জুন থেকে অভিযান শুরুর কথা বলা হয়।

সড়ক বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা (সওজ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপসচিব অনিন্দিতা রায় বলেন, গোয়ালন্দ মোড় ও জামতলা এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নিয়ম অনুযায়ী অবৈধভাবে দখলকারীদের নোটিশ দিয়ে জানানো হয়েছে। এ সংক্রান্ত সংবাদপত্রে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। এরপর না সরায় বুধবার সকাল ১০টা থেকে অভিযান চালানো হয়। গোয়ালন্দ মোড় ও জামতলা এলাকার ৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।