স্টাফ রিপোর্টার, পাংশাঃ মুজিব শতবর্ষে ‘মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রোববার রাজবাড়ীর পাংশা বাজারে সচেতনতামূলক প্রচারাভিযান চালায় পাংশা মডেল থানা পুলিশ।
জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টায় পাংশা বাজারের মাহমুদ প্লাজার সামনে ভ্যান-রিক্সা চালক, পথচারী ও বাজারের মাস্কবিহীন লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। হ্যান্ডমাইকে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার বিষয়ে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহাদাত হোসেন। এ সময় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন পাতা, পৌরসভার মেয়র ও পাংশা পৌর আ.লীগের সভাপতি মো. ওয়াজেদ আলী, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৮নং ওয়ার্ডের পরপর পঞ্চম বারের মত নির্বাচিত কাউন্সিলর ওদুদ সরদার, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব হোসেন মোল্লা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সোরাপ হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর বাদশা মন্ডল ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর চাঁদ আলী সরদার সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।