০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক করোনা পজিটিভ শনাক্ত

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক (৬০) করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি সহ নতুন করে চারজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে গোয়ালন্দ উপজেলায় মোট ৬২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে আসা রিপোর্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ও আইসিটি ফোকাল পার্সন, চিকিৎসা কর্মকর্তা সামিউল হুদা শুক্রবার (১০ জুলাই) রাতে জানান, শুক্রবার করোনার প্রাপ্ত রিপোর্টে নতুন করে ৪জন করোনা পজিটিভ শনাক্ত হওয়ার খবর এসেছে। এরমধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টি.ও) আব্দুল মালেক রয়েছেন। তাঁর শরীরে জ¦র ও পেটব্যাথা রয়েছে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়া গোয়ালন্দের শেষ সীমানা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার৪১ বছর বয়সী একজন পুরুষ ও ৬০ বছর বয়সী এক মহিলা রয়েছেন। তাঁরা শরীরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। অপরজন গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড হাউলিকেউটিল এলাকার ৫৫ বছর বয়সী পুরুষ রয়েছেন। তিনি শারিরীকভাবে সুস্থ্য এবং বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

এই চিকিৎসা কর্মকর্তা আরো জানান, গোয়ালন্দ থেকে এ পর্যন্ত মোট ৫৩৪ জনের করোনার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে রিপোর্ট এসেছে ৫৩০ জনের। এরমধ্যে মোট ৬২ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। সুস্থ্য হয়েছেন ৪৩ জন। দুই জনের মৃত্যু হয়েছে। তাঁদের একজন স্কুল শিক্ষক ও অপরজন মাছ ব্যবসায়ী। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৬০ জন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক রাজবাড়ীমেইলকে বলেন, শরীরে জ্বরসহ শর্দির উপসর্গ দেখা দিলে তিনি গত ৭ জুলাই বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা প্রদান করেন। ওই দিন বেলা সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলুর বিদায় এবং যোগদানকৃত ইউএনও আমিনুল ইসলাম এর সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেন।

এসময় তাঁর ডান পাশের আসনে প্রবীণ মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা (৬৮) এবং বাম পাশে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান (৫৫) বসা ছিলেন। সন্ধ্যা পর্যন্ত বিদায় অনুষ্ঠান শেষে পরদিন বৃহস্পতিবার তিনি সাভারের বাসায় চলে যান। বর্তমানে তিনি সেখানেই হোম আইসোলেশনে রয়েছেন। শুক্রবার রাতে তিনি করোনা পজিটিভ হিসেবে আক্রান্তের খবর পাওয়ার বিচলিত না হয়ে আল্লাহকে স্মরণ করছেন। একই সাথে তিনি সকলের কাছে সুস্থ্যতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক করোনা পজিটিভ শনাক্ত

পোস্ট হয়েছেঃ ১০:৫৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক (৬০) করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি সহ নতুন করে চারজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে গোয়ালন্দ উপজেলায় মোট ৬২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে আসা রিপোর্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ও আইসিটি ফোকাল পার্সন, চিকিৎসা কর্মকর্তা সামিউল হুদা শুক্রবার (১০ জুলাই) রাতে জানান, শুক্রবার করোনার প্রাপ্ত রিপোর্টে নতুন করে ৪জন করোনা পজিটিভ শনাক্ত হওয়ার খবর এসেছে। এরমধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টি.ও) আব্দুল মালেক রয়েছেন। তাঁর শরীরে জ¦র ও পেটব্যাথা রয়েছে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়া গোয়ালন্দের শেষ সীমানা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার৪১ বছর বয়সী একজন পুরুষ ও ৬০ বছর বয়সী এক মহিলা রয়েছেন। তাঁরা শরীরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। অপরজন গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড হাউলিকেউটিল এলাকার ৫৫ বছর বয়সী পুরুষ রয়েছেন। তিনি শারিরীকভাবে সুস্থ্য এবং বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

এই চিকিৎসা কর্মকর্তা আরো জানান, গোয়ালন্দ থেকে এ পর্যন্ত মোট ৫৩৪ জনের করোনার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে রিপোর্ট এসেছে ৫৩০ জনের। এরমধ্যে মোট ৬২ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। সুস্থ্য হয়েছেন ৪৩ জন। দুই জনের মৃত্যু হয়েছে। তাঁদের একজন স্কুল শিক্ষক ও অপরজন মাছ ব্যবসায়ী। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৬০ জন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক রাজবাড়ীমেইলকে বলেন, শরীরে জ্বরসহ শর্দির উপসর্গ দেখা দিলে তিনি গত ৭ জুলাই বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা প্রদান করেন। ওই দিন বেলা সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলুর বিদায় এবং যোগদানকৃত ইউএনও আমিনুল ইসলাম এর সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেন।

এসময় তাঁর ডান পাশের আসনে প্রবীণ মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা (৬৮) এবং বাম পাশে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান (৫৫) বসা ছিলেন। সন্ধ্যা পর্যন্ত বিদায় অনুষ্ঠান শেষে পরদিন বৃহস্পতিবার তিনি সাভারের বাসায় চলে যান। বর্তমানে তিনি সেখানেই হোম আইসোলেশনে রয়েছেন। শুক্রবার রাতে তিনি করোনা পজিটিভ হিসেবে আক্রান্তের খবর পাওয়ার বিচলিত না হয়ে আল্লাহকে স্মরণ করছেন। একই সাথে তিনি সকলের কাছে সুস্থ্যতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।