Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় রাজবাড়ীতে ২০ কোটি টাকার মানহানির মামলা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ মে ২০২৩, ১১:০৯ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম ও মইন মৃধা, রাজবাড়ীঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদসহ ৫ জনের নাম উল্লেখ করে রাজবাড়ীতে ২০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে রাজবাড়ীর ২ নং আমলী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালতে এ মামলাটি দায়ের করা হয়।

মামলাটি দায়ের করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু। বাদি পক্ষের আইনজীবী এ্যাড. মো. রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মানহানি পেনাল কোড ১৮৬০ এর ৫০০/৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু সহ জেলা আওয়ামীলীগের কয়েকজন নেতৃবৃন্দ আদালত প্রাঙ্গণে যান। এজলাসে গিয়ে শেখ সোহেল রানা টিপু তাঁর আইনজীবীর মাধ্যমে মামলার আবেদন করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

মামলায় ১ নং আসমি রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মো.আবু সাঈদ চাঁদ। অন্য আসামিরা হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য এ্যাড. নাদিম মোস্তফা সহ অজ্ঞাত আরো ২০/৩০ জন।

জানা গেছে, ১৯ মে বিকেলে রাজশাহীর পুটিয়ার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপি’র জনসভায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক বক্তব্য প্রদান কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে যে বক্তব্য দেন, তা ওই দিন সন্ধ্যা সাতটার দিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু ইলেকট্রনিক প্রচারমাধ্যম, অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেয়ে মর্মাহত ও অপমানিত হন। এ বক্তব্যে রাজবাড়ীর অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ও অপমান বোধ করেন। এ বক্তব্যে বাংলাদেশে বড় ধরনের অরাজকতা সৃষ্টিসহ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে।তাছাড়া বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতার বক্তব্য প্রচার হওয়ায় মানহানি হয়েছে।মানহানির ঘটনায় ২০ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।

মামলার সাক্ষী হিসেবে চার জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সদস্য হারুনুর রশীদ মানিক, জেলা আওয়ামী লীগের সদস্য বি এম এহতেশাম, কালুখালি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত শেখ।

মামলার বাদী শেখ সোহেল রানা টিপু বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির পর সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষুব্ধ মানুষ বিচার চাচ্ছে। প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা ও কবরস্থানে পাঠানোর হুমকি জাতিসহ বিশ্ব বিবেক মানে না।প্রধানমন্ত্রীকে হত্যা করতে বিএনপির যে এটা নীলনকশা ছিলো তা ফাঁস হয়ে গেছে।এজন্য আমরা আইনের দারস্থ হয়ে বিচার চেয়েছি। আশা করছি আদালতে সুষ্ঠু বিচার পাবো।

বাদী পক্ষের আইনজীবী এ্যাড .মো. রফিকুল ইসলাম বলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বাদি হয়ে রাজশাহী বিএনপির আহবায়ক মো. আবু সাঈদ চাঁদ সহ ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০/৩০ জনকে আসামী করে তাদের বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানির মামলা করেছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি